বগুড়ায় মোটরসাইকেলে এসে যুবককে কুপিয়ে হত্যা
Published: 27th, October 2025 GMT
বগুড়ায় হাবিবুর রহমান খোকন (৩৭) নামে যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত সাড়ে আটটার দিকে শহরের সেউজগাড়ী পালপাড়ায় এ ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
নিহত হাবিবুর রহমান শহরের মালতিনগর দক্ষিণপাড়া এলাকার কামাল হোসেনের ছেলে। তিনি পেশায় ব্যক্তিগত গাড়িচালক। তবে হত্যাকাণ্ডের কারণ তাৎক্ষণিক নিশ্চিত করতে পারেনি পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে আটটার দিকে পালপাড়ায় ইসকন মন্দির এলাকায় চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে যান। তাঁরা দেখতে পান মোটরসাইকেলে আসা কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে হাবিবুরকে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়েছেন। এ সময় স্থানীয়রা তাঁকে তাৎক্ষণিক উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির বলেন, ঘটনাস্থল থেকে দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। হত্যাকারীদের এখনো শনাক্ত করা সম্ভব হয়নি, হত্যাকাণ্ডের কারণও নিশ্চিত হওয়া যায়নি। ওসি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। জড়িতদের শনাক্তে অভিযান চলছে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
১২ বছর পর মোনালিসার জীবনে নতুন মোড়...
একসময় বিনোদন অঙ্গনে বেশ ব্যস্ত সময় পার করেন মডেল ও অভিনেত্রী মোনালিসা। নাটক, বিজ্ঞাপনচিত্র ও মডেলিং—সবখানেই তাঁর উজ্জ্বল উপস্থিতি ছিল। নাচেও পারদর্শী ছিলেন এই তারকা। তবে হঠাৎ তিনি সরে যান শোবিজ থেকে, বেছে নেন প্রবাসজীবন। গত বছর দেশে এলেও ঘোরাঘুরি ও প্রয়োজনীয় কাজ শেষ করে আবার ফিরে যান যুক্তরাষ্ট্রে। এরই মধ্যে জানা গেছে, মোনালিসা অভিনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ট্র্যাপড’ মুক্তির অপেক্ষায় রয়েছে। সংগীতশিল্পী হৃদয় খান পরিচালিত ও অভিনীত সেই চলচ্চিত্রের টিজার ইতিমধ্যে প্রকাশ পেয়েছে। পাশাপাশি এবার এল তাঁর ব্যক্তিগত ও পেশাজীবনের আরও একটি সুখবর।
মোনালিসা