কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষক পদে ২৫ জনকে স্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। আবেদনের শেষ সময় আগামী ১৭ নভেম্বর।

১. পদের নাম: অধ্যাপক
বিভাগ ও পদসংখ্যা: ক. ফার্মেসি বিভাগ–১
খ. কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ–১
গ্রেড ও বেতন: (গ্রেড-৩) ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা।

২.

পদের নাম: সহযোগী অধ্যাপক
বিভাগ ও পদসংখ্যা: ক. পরিসংখ্যান বিভাগ–১
খ. ফার্মেসি বিভাগ–১
গ. লোকপ্রশাসন বিভাগ–১
ঘ. নৃবিজ্ঞান বিভাগ–১
ঙ. ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ–১
গ্রেড ও বেতন: (গ্রেড-৪) ৫০,০০০-৭১,২০০ টাকা।

আরও পড়ুনসরকারি প্রাথমিক বিদ্যালয়: ৪৫ প্রধান শিক্ষককে ১০ম গ্রেডে উন্নীত করেছে সরকার১৯ ঘণ্টা আগে

৩. পদের নাম: সহকারী অধ্যাপক
বিভাগ ও পদসংখ্যা: ক. রসায়ন বিভাগ–১
খ. ইংরেজি বিভাগ–২
গ. অর্থনীতি বিভাগ–১
ঘ. লোকপ্রশাসন বিভাগ–১
ঙ. কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ–২
চ. ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগ–১
ছ. পদার্থবিজ্ঞান বিভাগ–১
গ্রেড ও বেতন: (গ্রেড-৬) ৩৫,৫০০-৬৭,০১০ টাকা।
৪. পদের নাম: প্রভাষক
বিভাগ ও পদসংখ্যা: ক. গণিত বিভাগ–২
খ. পদার্থবিজ্ঞান বিভাগ-১
গ. পরিসংখ্যান বিভাগ–১
ঘ. ফার্মেসি বিভাগ–১
ঙ. ইংরেজি বিভাগ–১
চ. প্রত্নতত্ত্ব বিভাগ–১
ছ. গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ (সহকারী অধ্যাপক পদের বিপরীতে)–২
গ্রেড ও বেতন: (গ্রেড-৯) ২২,০০০-৫৩,০৬০ টাকা।

আরও পড়ুনহার্ভার্ডের গবেষণা বলছে, মূল্য হারাতে বসেছে ১০ ডিগ্রি৩ ঘণ্টা আগে

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীদের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.cou.ac.bd এ প্রকাশিত নির্ধারিত আবেদন ফরম সংগ্রহ করতে হবে। আবেদনপত্র ডাযোগে প্রেরণ করতে হবে।

আবেদনের ঠিকানা

রেজিস্ট্রার, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, কোটবাড়ী, কুমিল্লা।

আবেদন ফি

২০০ টাকা (জনতা ব্যাংকের যেকোনো শাখায় ব্যাংক ড্রাফট/পে-অর্ডার করতে হবে)।

আবেদনের শেষ সময়

১৭ নভেম্বর ২০২৫

নির্দেশনা

১. সনাতন পদ্ধতিতে উত্তীর্ণ প্রার্থীদের ক্ষেত্রে স্নাতক ও স্নাতকোত্তর উভয় পরীক্ষায় প্রথম শ্রেণি থাকতে হবে।
২. সব প্রয়োজনীয় কাগজপত্রসহ অধ্যাপক ও সহযোগী অধ্যাপক পদে ১১ এবং সহকারী অধ্যাপক ও প্রভাষক পদে ১০ সেট আবেদনপত্র জমা দিতে হবে।
৩. চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।

আরও পড়ুনসরকারি অফিসের নিয়োগ/পদোন্নতি সংশ্লিষ্ট কাজে পারিতোষিক পুনর্নির্ধারণ১ ঘণ্টা আগে

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব ভ গ ও পদস খ য পদ র ন ম সহক র

এছাড়াও পড়ুন:

আর্মি নার্সিং কলেজে চাকরির সুযোগ

বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত রংপুর ক্যান্টনমেন্টের আর্মি নার্সিং কলেজে চারটি পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আবেদনের শেষ তারিখ ৩১ ডিসেম্বর ২০২৫।

পদের নাম ও বিবরণ

১. লেকচারার

পদসংখ্যা: ২

শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা: বিএনএমসির নীতিমালা অনুযায়ী স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি ইন নার্সিং ডিগ্রি এবং মাস্টার্স ইন নার্সিং/এমপিএইচ অথবা নার্সিং রিলেটেড ফিল্ডে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে।

আরও পড়ুনপরিবার পরিকল্পনা অধিদপ্তরের ২৭ পদের চাকরি পেতে আর কত অপেক্ষা৬ ঘণ্টা আগে

২. নিরাপত্তা প্রহরী

পদসংখ্যা: ২

শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস। অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

বয়সসীমা

অনূর্ধ্ব–৩৫ বছর।

বেতন–ভাতা

কলেজের বেতনকাঠামো অনুযায়ী।

আরও পড়ুনসকালের অ্যালার্ম, না ফোনভীতি? জেন–জিরা কর্মজীবনের চ্যালেঞ্জ জয় করবেন যেভাবে৪ ঘণ্টা আগেআবেদনের নিয়ম

অধ্যক্ষ, আমি নার্সিং কলেজ, রংপুর, রংপুর সেনানিবাস—ঠিকানায় ডাকযোগে অথবা ব্যক্তিগতভাবে আবেদনপত্র ও প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে হবে। আবেদনপত্র কম্পিউটারে টাইপ করতে হবে।

আবেদন ফি

১ নম্বর পদের পরীক্ষার ফি ১,০০০ টাকা ও ২ নম্বর পদের আবেদন ফি ৫০০ টাকা। ব্যাংক ড্রাফট/পে-অর্ডার করতে হবে।

আবেদনের শেষ তারিখ

৩১ ডিসেম্বর ২০২৫

আরও পড়ুনসরকারি আবাসন পরিদপ্তরে নিয়োগ, পদ ৮১০৪ ডিসেম্বর ২০২৫আরও পড়ুনসহকারী শিক্ষক নিয়োগে দুই ধাপের লিখিত পরীক্ষা ২ জানুয়ারি১০ ডিসেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • আর্মি নার্সিং কলেজে চাকরির সুযোগ
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ে লাইব্রেরি ম্যানেজমেন্টে মাস্টার্স, আবেদন শেষ ২৬ ডিসেম্বর
  • পায়রা বন্দর কর্তৃপক্ষে ১৫ পদে চাকরি, আবেদন শেষ ১১ ডিসেম্বর