কারখানা খোলার দাবিতে সড়কে শ্রমিক বিক্ষোভ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
Published: 28th, October 2025 GMT
গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতন ও কারখানা খুলে দেওয়ার দাবিতে এ এ ইয়ার্ন মিলস লিমিটেডের শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের নগরহাওলা এলাকায় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
আরো পড়ুন:
ব্যানার নিয়ে চট্টগ্রামে সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে যুবদলকর্মী নিহত
ড্যাফোডিল-সিটি ইউনিভার্সিটি সংঘাত, ক্ষতিপূরণ পাবে সিটি
কারখানার শ্রমিক সুজন মিয়া বলেন, “গত সেপ্টেম্বর মাসের বেতন বকেয়া থাকায় আমরা ২৩ অক্টোবর আন্দোলনে নামি। পরে প্রশাসন ও সেনাবাহিনীর সদস্যরা এসে বেতন পরিশোধ ও দ্রুত কারখানা চালুর আশ্বাস দেন। সোমবার (২৭ অক্টোবর) কর্মস্থলে এসে দেখি, ফটকে ঝুলছে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশ।”
তিনি আরো বলেন, “মঙ্গলবার সকালে পুলিশ জানায়, ১০টার দিকে কারখানা খুলে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হবে। সিদ্ধান্ত তো দূরের কথা, ফটকে গিয়ে দেখি আগের নোটিশই ঝুলছে। আমরা শান্তিপূর্ণভাবে দাঁড়িয়েছিলাম, হঠাৎ পুলিশ লাঠিপেটা শুরু করে।”
আরেক শ্রমিক ঝুটন বলেন, “আমরা বহুদিন ধরে এখানে কাজ করছি। কয়েক মাস ধরে বেতন পাচ্ছিলাম না। আমাদের দাবি না মিটিয়েই হঠাৎ কারখানা বন্ধ ঘোষণা করে মালিকপক্ষ। এটা শ্রমিকদের সঙ্গে বড় অন্যায়।”
কারখানার মানবসম্পদ কর্মকর্তা মো.
শিল্প পুলিশের ইন্সপেক্টর আব্দুল লতিফ বলেন, “শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে অবস্থান করলেও পরে তারা মহাসড়ক অবরোধ করেন। যান চলাচল স্বাভাবিক রাখতে আমরা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের সরিয়ে দিই। তবে শ্রমিকেরা দফায় দফায় রাস্তায় নেমে আসছে।”
ঢাকা/রফিক/মাসুদ
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ফুটবলের রাজা মেসির দেখা পেলেন বলিউডের বাদশা শাহরুখ
কলকাতায় বিশেষ এক অনুষ্ঠানে মুখোমুখি হলেন দুই বিশ্বতারকা—‘বলিউড বাদশা’ শাহরুখ খান আর ফুটবল তারকা লিওনেল মেসি। দুজনের করমর্দন ও একসঙ্গে ছবি তোলার দৃশ্য মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। শাহরুখের কনিষ্ঠ পুত্র আব্রাম খানকেও দেখা যায় মেসির সঙ্গে ছবি তুলতে—ফুটবল কিংবদন্তিকে সামনে পেয়ে স্পষ্টতই উচ্ছ্বসিত ছিল সে।
বর্তমানে ‘গোট ট্যুর অব ইন্ডিয়া ২০২৫’–এর অংশ হিসেবে ভারতে রয়েছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। আজ শনিবার কলকাতা সফরে এসে তিনি অংশ নেন এক বিশেষ মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠানে। সেখানেই ঘটে যায় ভক্তদের জন্য বাড়তি চমক—মেসির সঙ্গে সাক্ষাৎ হয় শাহরুখ খানের।
অনুষ্ঠানে উপস্থিত হয়ে শাহরুখ প্রথমে করমর্দন করেন উরুগুয়ের তারকা লুইস সুয়ারেজ ও আর্জেন্টিনার মিডফিল্ডার রদ্রিগো দে পলের সঙ্গে। এরপর এগিয়ে যান মেসির দিকে। দুজন হাত মেলান, কথা বলেন আর ছবি তোলেন। সেই সময় মেসি আলাদাভাবে ছবি তোলেন আব্রামের সঙ্গেও। পুরো অনুষ্ঠানে শাহরুখকে দেখা যায় সাদা টি-শার্টের ওপর হলুদ কার্ডিগানে—চিরচেনা স্টাইলিশ লুকে।
মেসি, সুয়ারেজ, শাহরুখ ও আব্রাম। এক্স থেকে