খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) কর্মচারী মো. মহসিন শেখ লিটুর ঘর লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার ভোরে মহানগরের দৌলতপুরের মহেশ্বরপাশা খুঠিরঘাট এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

মহসিন শেখ কুয়েটের ডিজাস্টার ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের সিনিয়র ডেটা এন্ট্রি অপারেটর।

বাড়ির সিসিটিভি ফুটেজে দেখা যায়, ভোর ৫টা ৪০ মিনিটের দিকে চারটি মোটরসাইকেলে করে হেলমেট পরা কয়েকজন যুবক এসে মহসিনের বাড়ির প্রধান ফটকের সামনে দাঁড়ান। কিছুক্ষণ পর তাঁরা মোটরসাইকেল থেকে নেমে ফটকের ভেতরে থাকা মহসিনের ঘরের দিকে বেশ কয়েকটি গুলি করেন। এরপর দ্রুত পালিয়ে যান।

স্থানীয় লোকজন জানান, মহসিন খুলনার একজন প্রভাবশালী ঠিকাদারের ভাগনে। গুলিতে তাঁর ঘরের জানালার কাচ ভেঙে যায়। এ সময় তিনি ফজরের নামাজ পড়তে মসজিদে ছিলেন। পাশের ঘরে স্ত্রী ও দুই সন্তান ঘুমিয়ে ছিলেন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.

রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, কুয়েটের কর্মচারী মহসিন শেখের বাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি ছুড়ে পালিয়ে যায়। তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নন। ঘটনাস্থল থেকে ছয়টি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। কারা এবং কেন এ হামলা চালিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: মহস ন

এছাড়াও পড়ুন:

নতুন গান, নতুন ভিডিও, নতুন ফারিয়া

বিনোদন অঙ্গনে নুসরাত ফারিয়ার শুরুটা হয় বেলাল খানের গাওয়া একটি গানের মডেল হিসেবে। এরপর অনুষ্ঠান উপস্থাপনা করতে গিয়ে আসেন আলোচনায়। একটা সময় টেলিভিশন নাটক হয়ে সিনেমায় অভিনয় শুরু করেন। জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে ‘আশিকী’ দিয়ে বড় পর্দায় তাঁর যাত্রাটা সবার চোখে পড়ে। একটা পর্যায়ে এসে সিনেমার অভিনয়কে পুঁজি করে গান প্রকাশেও মনোযোগী হন ফারিয়া।

অভিনয় আর সংগীত—দুই অঙ্গনেই নিজেকে আলোচনায় রাখেন তিনি। কিছুদিনের বিরতির পর নতুন গান নিয়ে আবারও ফিরছেন এই তারকা। ইতিমধ্যেই তিনি ফুয়াদ আল মুক্তাদির, সঞ্জয়সহ কয়েকজন সংগীত পরিচালকের সঙ্গে কাজ শেষ করেছেন। বলছেন, এবার শ্রোতাদের উপহার দিতে চান ভিন্নধর্মী ও উন্নতমানের গানের ভিডিও।

নুসরাত ফারিয়া

সম্পর্কিত নিবন্ধ