স্বল্পদৈর্ঘ্য সিনেমায় অভিনয়ের সূত্রেই পরিচয়। সেই পরিচয় থেকেই একসময় মন দেওয়া–নেওয়া শুরু হয়। তারপর একসময় বুঝতে পারেন বিয়েটা সেরে ফেলা যায়। কিন্তু কবে সেই বিয়ে? এ নিয়ে দীর্ঘদিন কথা হলেও সময়টা ঠিক হচ্ছিল না। পরে হঠাৎ করেই ২৬ অক্টোবর বিয়ে করেন পরিচালক স্বজন মাঝি ও অভিনেত্রী তাহুয়া লাভিব। তুরা নামে তিনি পরিচিত।
মঙ্গলবার সন্ধ্যায় অভিনেত্রী তাহুয়া প্রথম আলোকে জানান, তাঁদের কমন ফ্রেন্ড ছিল। কিন্তু পরিচয়টা সেভাবে ছিল না। এর মধ্যে একদিন স্বল্পদৈর্ঘ্য সিনেমায় অভিনয়ের প্রস্তাব পান। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির নাম ‘প্রাচীন বংশের নিঃস্ব সন্তান’। এটি সৈয়দ শামসুল হকের গল্প থেকে নেওয়া। পরিচালক স্বজন মাঝি। এই অনুদানের স্বল্পদৈর্ঘ্যের শুটিং শুরু হয় ২০২৩ সালে। পরের বছর শুটিং শেষ হয়।
তাহুয়া বলেন, ‘আমাদের ২৩–এ পরিচয়, ২৪ সালে প্রেম, ২৫–এ হঠাৎ করেই বিয়ে করা (হাসি)। ছবি করতে গিয়েই প্রেম, শেষ হতে হতেই বিয়ে।’ কথাগুলো বলেই হাসতে থাকেন তিনি। ‘কারণ, এ বছর কয়েক দিন আগেই সিনেমাটির সব কাজ শেষ হয়। মন্ত্রণালয়ে স্ক্রিনিং হয়েছে স্বল্পদৈর্ঘ্য ছবিটির। সব কাজ শেষেই আমরা বিয়ের সিদ্ধান্ত নিই। বিয়েতে দুই পরিবারের লোকজন ছিলেন,’ বলেন তাহুয়া।

পরিচালক স্বজন মাঝি ও অভিনেত্রী তাহুয়া লাভিব.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

অকারণে মানুষ আপনাকে আঘাত করে? এর পেছনেও থাকতে পারে এই ৪ কারণ

আলো যত উজ্জ্বল, ছায়া তত গভীর।কার্ল ইয়ুং (১৮৭৫-১৯৬১), সুইস মনোবিজ্ঞানী ও মনোচিকিৎসক১. মনের ভেতরের ছায়া

প্রত্যেক মানুষের মধ্যে এমন একটি অংশ আছে, যেখানে লুকিয়ে থাকে রাগ, ভয়, লজ্জা, হিংসা আর অনিরাপত্তা। কেউ কেউ এই অংশকে বোঝেন, মেনে নেন। আবার কেউ ভেতরেই চেপে রাখেন। আর সেই দমন করা আবেগ একসময় ফেটে পড়ে অন্যের প্রতি নেতিবাচক আচরণ হিসেবে।

কার্ল ইয়ুং এ প্রক্রিয়াকে বলেছিলেন ‘প্রজেকশন’। বাংলায় বললে অভিক্ষেপ। মানে নিজের ভেতরের কষ্ট বা দুর্বলতাকে অন্যের ওপর চাপিয়ে দেন অনেকেই। যেমন কেউ নিজের অযোগ্যতা মেনে নিতে না পেরে আরেকজনকে দুর্বল হিসেবে চালিয়ে দেন। এভাবে তিনি নিজের কষ্ট থেকে বাঁচতে চান। কিন্তু এতে বাস্তব চিত্রটা অকৃত্রিম থাকে না, সম্পর্ক ভাঙে আর অকারণ সংঘাত তৈরি হয়।

এই ধারণা বুঝতে পারলে উপলব্ধি করতে পারবেন, যিনি আঘাতটা করলেন, তিনি আদতে তাঁর সমস্যারই বহিঃপ্রকাশ করলেন। তখন আমরা প্রতিশোধ নয়, সহমর্মিতা বেছে নিতে পারি।

দমন করা আবেগ একসময় ফেটে পড়ে অন্যের প্রতি নেতিবাচক আচরণ হিসেবে

সম্পর্কিত নিবন্ধ

  • অকারণে মানুষ আপনাকে আঘাত করে? এর পেছনেও থাকতে পারে এই ৪ কারণ