পুঁজিবাজারের ইলেকট্রনিক শেয়ারের সংরক্ষণাগার সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আবদুল মোতালেব। তিনি দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতের অভিজ্ঞ পেশাজীবী। গত ২১ অক্টোবর তাকে নিয়োগ দেওয়া হয়।

সিডিবিএলের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

মো.

আবদুল মোতালেব আইসিটি পেশাজীবী হিসেবে আর্থিক খাতে ৩৭ বছরের বেশি সময় ধরে কাজ করছেন। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে স্নাতক সম্পন্ন করেছেন।

আবদুল মোতালেব ডিপোজিটরি সেবা, স্টক এক্সচেঞ্জ অপারেশন এবং প্রযুক্তি অবকাঠামোতে বিশেষজ্ঞ। তিনি সিডিবিএলে ২০১৮ সালে চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে যোগদান করে পরবর্তী সময়ে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) এবং ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া, এক্সচেঞ্জ টেকনোলজি, আইডেন্টিটি ম্যানেজমেন্ট, পাসপোর্ট এন্ড ইমিগ্র্যাশন ম্যানেজমেন্টেও তাঁর অভিজ্ঞতা রয়েছে।

সিডিবিএলের পরিচালনা পর্ষদ আশা করছে যে, আবদুল মোতালেবের এই নিয়োগ সিডিবিএলের চলমান ডিজিটাল রূপান্তর উদ্যোগগুলোকে ত্বরান্বিত করবে এবং নেতৃত্বকে আরও সুদৃঢ় করবে। তার বিস্তৃত অভিজ্ঞতা এবং দূরদর্শী দৃষ্টিভঙ্গি সিডিবিএল এর কার্যক্ষমতা, স্বচ্ছতা এবং সেবার উৎকর্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে।

ঢাকা/এনটি/ইভা 

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আবদ ল ম ত ল ব স ড ব এল র

এছাড়াও পড়ুন:

বিশ্বে সবচেয়ে কম বয়সীদের শাসন করছেন সবচেয়ে বেশি বয়সী যে ১০ নেতা

ফাইল ছবি: রয়টার্স

সম্পর্কিত নিবন্ধ