নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় ফেসবুক বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে নবম শ্রেণি পড়ুয়া এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) মামলার পরপরই অভিযুক্ত রিংকু রংদীকে (২১) গ্রেপ্তার করা হয়। আজ বুধবার (২৯ অক্টোবর) তাকে আদালতে পাঠানো হয়েছে।

আরো পড়ুন:

রাজশাহীর মোস্তফা শেখ হত্যার আসামি সাতক্ষীরায় গ্রেপ্তার

ড্যাফোডিল-সিটি ইউনিভার্সিটি সংঘর্ষ: শিক্ষার্থীদের আসামি করে পাল্টাপাল্টি মামলা

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান এ তথ্য জানিয়েছেন। গ্রেপ্তার রিংকু রংদী উপজেলার মাধুপাড়া গ্রামের সুপারসন চাম্বুগংয়ের ছেলে।

ওসি মাহমুদুল হাসান জানান, গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে। ভুক্তভোগী কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

ভুক্তভোগী কিশোরী (১৪) পূর্বধলা উপজেলার একটি গ্রামের বাসিন্দা। সেখানকার একটি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

মামলার অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাঁচ-ছয় মাস আগে ফেসবুকে ওই ছাত্রীর সঙ্গে রিংকুর পরিচয় হয়। ধীরে ধীরে তাদের মধ্যে ঘনিষ্ঠতা গড়ে ওঠে। গত সোমবার (২৭ অক্টোবর) সকালে ওই ছাত্রী তার পরিবারকে দুর্গাপুরে বন্ধুর বাড়িতে বেড়াতে যাচ্ছে বলে বাড়ি থেকে বের হয়। পরে রিংকু তাকে নিয়ে দুর্গাপুরের বিভিন্ন দর্শনীয় স্থানে ঘুরে বেড়ায় এবং সন্ধ্যায় নিজ বাড়িতে থাকার প্রস্তাব দেয়। এতে ওই ছাত্রী রাজি হয়ে সেখানে থেকে যায়।

রিংকু নিজের শয়নকক্ষে ওই ছাত্রীকে থাকতে দেয়। আর তিনি অন্য কক্ষে ঘুমাতে যান। রাত ১১টার দিকে কৌশলে রিংকু কক্ষে প্রবেশ ওই ছাত্রীকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেন। ওই ছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন গিয়ে তাকে উদ্ধার করে এবং ফোনে পরিবারকে বিষয়টি জানায়। পর দিন সকালে ওই ছাত্রীর মা গিয়ে তাকে উদ্ধার করে।

এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে রিংকু রংদীর বিরুদ্ধে থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। পরে বিকালে রিংকুকে গ্রেপ্তার করে পুলিশ।

ঢাকা/ইবাদ/বকুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ওই ছ ত র র

এছাড়াও পড়ুন:

সিদ্ধিরগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৪

সিদ্ধিরগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ চার ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাতে শিমরাইল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতদের কাছ থেকে পুলিশ একটি চাপাতি, একটি ধারালো ছুরি এবং দুটি সুইচ গিয়ার উদ্ধার করেছে।

গ্রেপ্তারকৃত যুবকরা হলো: আপন (২৪) আজিজুল হক (২৮) মো. মানিক ইসলাম (২২) আলী হোসেন বিজয় (২০) তারা সকলেই সিদ্ধিরগঞ্জ এলাকায় বসবাস করেন।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে সিদ্ধিরগঞ্জ শিমরাইল এলাকায় চট্টগ্রাম থেকে ডেমরাগামী সড়কে জাকিরের চায়ের দোকানের সামনে পাকা রাস্তার ওপর ওই চার যুবককে সন্দেহজনক অবস্থায় ঘোরাঘুরি করতে দেখা যায়।

এসময় পুলিশ তাদের আটক করে এবং দেহ তল্লাশি করে উল্লেখিত অস্ত্রগুলো উদ্ধার করে।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহাম্মদ আব্দুল বারিক বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা ধারণা করছি, গ্রেপ্তারকৃতরা এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
 

সম্পর্কিত নিবন্ধ