যেকোনো ক্লাবের কোচের কাছেই ব্যাপারটা দুঃস্বপ্ন; আন্তর্জাতিক বিরতিতে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের ছাড়তে হয়। ১০ দিন পর দেখা যায়, দেশের হয়ে খেলে তাঁরা ফিরছেন চোট নিয়ে। তাতে ক্লাবগুলোর পরবর্তী কিছু ম্যাচে চোট পাওয়া এই খেলোয়াড়দের পাওয়ার সুযোগ থাকে না।

ক্লাব ফুটবল ও আন্তর্জাতিক ফুটবল পাশাপাশি চলার এই এক ঝুঁকি। এটা প্রতিরোধের বাস্তবসম্মত কোনো উপায়ও নেই।

আর্সেনালকে জিজ্ঞেস করতে পারেন, গত শনিবার সেনেগালের বিপক্ষে ২-০ গোলে জয়ের প্রীতি ম্যাচে ব্রাজিলিয়ান তারকা গ্যাব্রিয়েল চোট পেয়ে মাঠ ছাড়ার সময় তাদের কেমন লেগেছে? দুঃখ প্রকাশ করেছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি, ‘আমরা হতাশ এবং খুবই দুঃখিত। (চোটের ধরন) কতটা খারাপ? ঠিক বলতে পারব না। সে অ্যাডাক্টরে চোট পেয়েছে। চিকিৎসক দল দেখভাল করছে।’

চলতি মৌসুমে আর্সেনালের রক্ষণে অবিচ্ছেদ্য অংশ গ্যাব্রিয়েল। স্বাভাবিকভাবেই তাঁকে যত দ্রুত সম্ভব সুস্থ অবস্থায় ফিরে পেতে চাইবে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি। সামনের দুটি সপ্তাহে আর্সেনালের সামনে প্রিমিয়ার লিগে দুটি ম্যাচ (প্রতিপক্ষ টটেনহাম ও চেলসি) এবং চ্যাম্পিয়নস লিগেও মাঠে নামতে হবে।

প্রিমিয়ার লিগের আরেক ক্লাব নিউক্যাসল ইউনাইটেডও একই সমস্যায় ভুগেছে গত সেপ্টেম্বরে। তাদের ফরোয়ার্ড ইয়োনে উইসা নিজের দেশ ডিআর কঙ্গোর হয়ে ম্যাচে চোট পান। বুন্দেসলিগার দল বায়ার্ন মিউনিখও আলফন্সো ডেভিসকে নিয়ে একই সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে। গত মার্চে কানাডার হয়ে ম্যাচে এসিএল চোট পেয়ে দীর্ঘদিনের জন্য মাঠের বাইরে ছিটকে পড়েন ডেভিস।

আলফন্সো ডেভিস চোট পেয়ে দীর্ঘদিনের জন্য মাঠের বাইরে.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

জাতীয় দলে খেলে ফুটবলাররা চোট পেলে ক্লাব কি ক্ষতিপূরণ পায়

যেকোনো ক্লাবের কোচের কাছেই ব্যাপারটা দুঃস্বপ্ন; আন্তর্জাতিক বিরতিতে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের ছাড়তে হয়। ১০ দিন পর দেখা যায়, দেশের হয়ে খেলে তাঁরা ফিরছেন চোট নিয়ে। তাতে ক্লাবগুলোর পরবর্তী কিছু ম্যাচে চোট পাওয়া এই খেলোয়াড়দের পাওয়ার সুযোগ থাকে না।

ক্লাব ফুটবল ও আন্তর্জাতিক ফুটবল পাশাপাশি চলার এই এক ঝুঁকি। এটা প্রতিরোধের বাস্তবসম্মত কোনো উপায়ও নেই।

আর্সেনালকে জিজ্ঞেস করতে পারেন, গত শনিবার সেনেগালের বিপক্ষে ২-০ গোলে জয়ের প্রীতি ম্যাচে ব্রাজিলিয়ান তারকা গ্যাব্রিয়েল চোট পেয়ে মাঠ ছাড়ার সময় তাদের কেমন লেগেছে? দুঃখ প্রকাশ করেছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি, ‘আমরা হতাশ এবং খুবই দুঃখিত। (চোটের ধরন) কতটা খারাপ? ঠিক বলতে পারব না। সে অ্যাডাক্টরে চোট পেয়েছে। চিকিৎসক দল দেখভাল করছে।’

চলতি মৌসুমে আর্সেনালের রক্ষণে অবিচ্ছেদ্য অংশ গ্যাব্রিয়েল। স্বাভাবিকভাবেই তাঁকে যত দ্রুত সম্ভব সুস্থ অবস্থায় ফিরে পেতে চাইবে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি। সামনের দুটি সপ্তাহে আর্সেনালের সামনে প্রিমিয়ার লিগে দুটি ম্যাচ (প্রতিপক্ষ টটেনহাম ও চেলসি) এবং চ্যাম্পিয়নস লিগেও মাঠে নামতে হবে।

প্রিমিয়ার লিগের আরেক ক্লাব নিউক্যাসল ইউনাইটেডও একই সমস্যায় ভুগেছে গত সেপ্টেম্বরে। তাদের ফরোয়ার্ড ইয়োনে উইসা নিজের দেশ ডিআর কঙ্গোর হয়ে ম্যাচে চোট পান। বুন্দেসলিগার দল বায়ার্ন মিউনিখও আলফন্সো ডেভিসকে নিয়ে একই সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে। গত মার্চে কানাডার হয়ে ম্যাচে এসিএল চোট পেয়ে দীর্ঘদিনের জন্য মাঠের বাইরে ছিটকে পড়েন ডেভিস।

আলফন্সো ডেভিস চোট পেয়ে দীর্ঘদিনের জন্য মাঠের বাইরে

সম্পর্কিত নিবন্ধ