পাবনার ফরিদপুরে বিএনপির কার্যালয় ভাঙচুর, ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণ করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও আলামত সংগ্রহ করেছে। 

ফরিদপুর উপজেলা বিএনপির আহ্বায়ক জহুরুল ইসলাম বকু এ তথ্য নিশ্চিত করে জানান, পৌর সদরে উপজেলা ও পৌর বিএনপির কার্যালয় অবস্থিত। গত রাতে একদল দুর্বৃত্ত ককটেল ও গুলিবর্ষণ করে প্রথমে কার্যালয়ের দরজা ভাঙচুর করে। পরে ভিতরে ঢুকে চেয়ার টেবিল ভাঙচুর করে। সেসময় সেখানে কেউ ছিল না। 

জহুরুল ইসলাম বকু বলেন, “আমাদের মধ্যে দলীয় কোন বিভেদ বা গ্রুপিং বা কোন ঝামেলা নেই। শেখ হাসিনার ফাঁসির রায় হওয়ার পর আওয়ামী দুষ্কৃতিকারীরা এ ঘটনা ঘটাতে পারে বলে ধারণা করা হচ্ছে। পুলিশকে জানানোর পর তারা গত রাতে এবং আজ সকালে ঘটনাস্থল পরিদর্শন করে ককটেল ও গুলির আলামত সংগ্রহ করেছে।”

এ বিষয়ে ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকিউল আজম বলেন, “খবর পেয়ে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এই মুহূর্তে এর চেয়ে বেশি কিছু বলা সম্ভব হচ্ছে না।”

ঢাকা/শাহীন/এস

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব এনপ র ককট ল

এছাড়াও পড়ুন:

গোপালগঞ্জে ভূমিকম্পে আহত ১

গোপালগঞ্জে ভূমিকম্পন অনুভূত হয়েছে। এসময় আতঙ্কে দোকানের বাইরে বের হতে গিয়ে এক যুবক আহত হয়েছে।

আহত যুবক চাঁনমিয়া সিকদার (৩৫) গোপালগঞ্জ সদর উপজেলার কাঠি এলাকার আক্কাস সিকদারের ছেলে। তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানাগেছে, আজ শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে ভূকম্পন অনুভূত হয়। অনুমানিক ৫ সেকেন্ড স্থায়ী এ ভূকম্পনে আতঙ্কিত হয়ে দোকানের বাইরে বের হতে গিয়ে চাঁনমিয়া সিকদার নামে এক শ্রমিক আহত হন। তাকে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে, মানুষ আতঙ্কে বাড়ি-ঘর, অফিস, দোকান ও বহুতল ভবন থেকে বাইরে বেরিয়ে আসে। মানুষ আতঙ্কিত ছোটাছুটি করে। তবে বড় ধরনের কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

জেলা শহরের মিয়াপাড়া এলাকার বাসিন্দা সম্পা সাহা বলেন, “দুই মেয়েকে ঘরে রেখে বাইরে বের হই। এসময় হঠাৎ করে ভূমিকম্পে বিল্ডিং কেঁপে ওঠে। মেয়েরা ভয়ে কান্না শুরু করলে দৌড়ে গিয়ে বাইরে বের করে নিয়ে আসি।”

শহরের চাঁদমারি রোডের বাসিন্দা অ্যাডভোকেট তৌফিকুল ইসলাম তৌফিক বলেন, “হঠাৎ করে ঘরবাড়ি কাঁপতে থাকে। এসময় স্ত্রী-সন্তানদের নিয়ে বাইরে বের হয়ে আসি।”

শুক্রবার হঠাৎ ভূমিকম্প অনুভূত হয় রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৭। কেন্দ্র ছিল নরসিংদীর মাধবদীতে।

ঢাকা/বাদল/এস

সম্পর্কিত নিবন্ধ