কোনো চক্রান্ত নির্বাচন বাধাগ্রস্ত করতে পারবে না: আমান
Published: 22nd, November 2025 GMT
কোনো চক্রান্ত ত্রয়োদশ জাতীয় সংসদ অনুষ্ঠান বানচাল করতে পারবে না মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান। তিনি বলেন, ‘‘নির্বাচন বানচাল করার জন্য ভারতে বসে সেই অপশক্তি ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনা ষড়যন্ত্র করছেন, চক্রান্ত করছেন। দেশেও অনেকে ষড়যন্ত্র করছেন, চক্রান্ত করছেন। কিন্তু কোনো ষড়যন্ত্র, চক্রান্ত নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে না।’’
শনিবার (২২ নভেম্বর) বিকেলে ঢাকার সাভারের ভাকুর্তা ইউনিয়নের ভাকুর্তা ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজিত আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৫ উদ্বোধনকালে তিনি এ সব কথা বলেন।
আমান উল্লাহ আমান বলেন, ‘‘প্রধান উপদেষ্টা ঘোষণা করেছেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে। গণতন্ত্রে ফিরতে হলে নির্বাচনের বিকল্প নেই। গণতন্ত্রে ফেরার জন্য বাংলাদেশে নির্বাচন হতেই হবে।’’
তিনি বলেন, ‘‘দেশে সঠিক সময়ে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে। সেই নির্বাচনে যেই জোয়ার উঠেছে, বিএনপি ক্ষমতায় আসবে, খালেদা জিয়া ক্ষমতায় আসবে, তারেক রহমান ক্ষমতায় আসবে।’’
ভোটার প্রতি আহ্বান জানিয়ে আমান উল্লাহ আমান বলেন, ‘‘প্রত্যেকে ভোটকেন্দ্রে যাবেন, পরিবারসহ ভোট কেন্দ্রে যাবেন, ভোট দিয়ে কেন্দ্রে বসে থাকবেন, ভোটগণনা শেষে ফলাফল নিয়ে তারপর ভোটকেন্দ্র ত্যাগ করবেন। এর আগে কেউ ভোট কেন্দ্র ছাড়বেন না।’’
এ সময় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ঢাকা/সাব্বির/বকুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
মান্নানকে নিয়ে অপপ্রচার ও ষড়যন্ত্র দাবি করে সিদ্ধিরগঞ্জে প্রতিবাদ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানকে নিয়ে অপ-প্রচার ও ষড়যন্ত্রর হচ্ছে দাবি করে সিদ্ধিরগঞ্জে প্রতিবাদ বিক্ষোভ মিছিল করেছে স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
বুধবার দিবাগত রাত সাড়ে ৯টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল এলাকায় সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো: রিপন সরকারের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল করে তারা।
এসময় সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে দলের সিদ্ধান্তের প্রতি আস্থা জানিয়ে ষড়যন্ত্রকারীদের এহেন কর্মকান্ডের প্রতিবাদ জানায়।
এসময় সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো: রিপন সরকার তার বক্তব্যে বলেন, সিদ্ধিরগঞ্জের কিছু কতিপয় নেতা বিএনপির সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আমাদের নির্যাতিত নেতা আজহারুল ইসলাম মান্নান সাহেবকে নিয়ে নানান রকম ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।
আমরা বলতে চাই, বিগত দিনে আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম করে পরিক্ষীত নেতা হিসেবে নেতৃত্ব পেয়েছি। আমাদের প্রাণপ্রিয় মাতা বেগম খালেদা জিয়া আজহারুল ইসলাম মান্নান ভাইকে ধানের শীষ হাতে তুলে দিয়েছেন।
আমরা তৃনমূলের নেতাকর্মীরা বলতে চাই আমাদের সিদ্ধিরগঞ্জের মাটি থেকে আজহারুল ইসলাম মান্নান ভাইকে বিপুল ভোটে বিজয়ী করে তাকে সংসদে পাঠাব।
নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও যুবদল নেতা সিফাতুর রহমান রাজু বলেন, তারেক রহমানের সিদ্ধান্ত চূড়ান্ত। তাই দলের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রেদোয়ান হোসেন পাপ্পু, যুগ্ম আহ্বায়ক আহমেদ হুমায়ুন কবির, নূরুল ইসলাম, কর্নেল, সদস্য ইঞ্জি. রাসেল, সোহাগ, রিয়াজ, প্রিন্স, সুমন, আলামিন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য বাবু, টুটুল, সিদ্ধিরগঞ্জ থানা যুবদল নেতা সিফাতুর রহমান রাজু, শাহাদাত, হাবিবুর রহমান, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফুলসহ প্রমূখ।