কেন রেকর্ড গড়ার সুযোগ পেলেন না মুশফিক, ব্যাখ্যা দিলেন আশরাফুল
Published: 22nd, November 2025 GMT
মিরপুরে আয়ারল্যান্ড–বাংলাদেশ টেস্টের ম্যাচের পুরোটাই যেন মুশফিকুর রহিমকে ঘিরে। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে শততম টেস্টে মাঠে নেমেছেন তিনি। আর সেই ম্যাচেই প্রথম ইনিংসে সেঞ্চুরি করে গড়েছেন রেকর্ড। এর আগে নিজের শততম টেস্টে সেঞ্চুরি করতে পেরেছেন মাত্র ১০ জন ক্রিকেটার।
তবে আরও একটি তালিকায় নাম লেখানোর সুযোগ ছিল মুশফিকের। শততম টেস্টে দুই ইনিংসেই সেঞ্চুরি করা ক্রিকেটার এখনো মাত্র একজন—২০০৬ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যে কীর্তি গড়েছিলেন রিকি পন্টিং। আয়ারল্যান্ডের বিপক্ষে সেই সুযোগ এসেছিল মুশফিকের সামনেও।
প্রথম ইনিংসে সেঞ্চুরি করার পর দ্বিতীয় ইনিংসেও ফিফটি করেন তিনি। কিন্তু চতুর্থ দিনে দ্বিতীয় সেশনে মাত্র ১০ মিনিট ব্যাটিং করার পরই ইনিংস ঘোষণা করে দেন অধিনায়ক নাজমুল হোসেন। তখন অপরাজিত ছিলেন মুশফিক, রান ৫৩।
কেন তাঁকে সেঞ্চুরির সুযোগ দেওয়া হলো না—দিন শেষে সংবাদ সম্মেলনে ব্যাখ্যা দিয়েছেন বাংলাদেশের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। তাঁর ভাষায়, ‘যেহেতু এটা একটা টিম গেম, এখানে ব্যক্তিগত জিনিস চিন্তা করে না। যদিও আমি ব্যক্তিগতভাবে মনে করি, ব্যক্তিগত পারফরম্যান্স করলেই দলের পারফরম্যান্সটা হয়। কিন্তু এমন একটা পরিস্থিতি ছিল যে আমাদের ইতিমধ্যে ৫০০ রান হয়ে গেছে এবং আমরা বিশ্বাস করি, আয়ারল্যান্ডের ১০টা উইকেট নিতে আমাদের যেই ওভারটা ছিল, তা দরকার।’
বাংলাদেশের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
শততম টেস্টে সেঞ্চুরি করে ফিরলেন মুশফিক
:: সংক্ষিপ্ত স্কোর ::
বাংলাদেশ: ৩১০/৫ (৯৮.১ ওভারে)
সেঞ্চুরি করে ফিরলেন মুশফিক:
আয়ারল্যান্ডের বিপক্ষে নিজের শততম টেস্টে সেঞ্চুরি করে আউট হয়েছেন মুশফিক। দলীয় ৩১০ রানের মাথায় ম্যাথু হামফ্রিজের বলে বালবির্নির হাতে ক্যাচ দিয়ে আউট হন তিনি। যাওয়ার আগে ২১৪ বল খেলে ৫ চারে ১০৬ রান করে যান তিনি। ফিফটি করা লিটন দাসের সাথে যোগ দিয়েছেন মেহেদী হাসান মিরাজ।
আরো পড়ুন:
মুশফিকের সেঞ্চুরিতে ‘সেঞ্চুরি’
মুশফিকুর অপেক্ষায় থাকলেন, অপেক্ষায় রাখলেন পুরো বাংলাদেশকে
ঢাকা/আমিনুল