সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও কর্মচারীর প্রত্যাহার দাবি বিএনপির
Published: 11th, January 2025 GMT
নাটোরের সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা মিলি আকতার ও অফিস সহকারী সালমা খাতুনের প্রত্যাহারের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে উপজেলা বিএনপি। শনিবার দুপুরে সিংড়া গোডাউনপাড়ায় উপজেলা বিএনপির কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও কলম ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল। এ সময় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহাদত হোসেন, পৌর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন, বিএনপি নেতা সাইদুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আতাউল গনি, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব উৎপল কুমার প্রমুখ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন হলেও বিভিন্ন দপ্তরে এখনো ফ্যাসিবাদের দোসররা ঘাপটি মেরে আছে। সিংড়ার ইটালী ইউনিয়ন যুবলীগের সভাপতি সোহাগ মোল্লার নেতৃত্বে ইউনিয়ন ছাত্রদলের সদস্যসচিব জাকারিয়া হোসেনের জমির ধান কেটে নেওয়ার ঘটনায় থানায় অভিযোগ দেওয়ার পরও কোনো পদক্ষেপ নেয়নি পুলিশ। উল্টো ছাত্রদল নেতার বাবা কৃষক আবু বক্কর সিদ্দিক ও ইটালী ইউনিয়ন যুবদলের সহসভাপতি শামীম হোসেনকে পিটিয়ে হাত ভেঙে দেয় যুবলীগ নেতা সোহাগ মোল্লা ও তাঁর বাহিনী।
বিএনপি নেতাদের অভিযোগ, গুরুতর আহত কৃষক ও যুবদল নেতাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির জন্য নিলে যুবলীগ নেতা সোহাগ মোল্লার বোন ও হাসপাতালের কর্মচারী সালমা খাতুনের সহায়তায় কর্তব্যরত চিকিৎসক মিলি আকতার তড়িঘড়ি করে তাঁদের দুজনের ভাঙা হাত প্লাস্টার করে অসুস্থ অবস্থায় বাড়িতে পাঠিয়ে দেন। এ ঘটনায় চিকিৎসক মিলি আকতার ও কর্মচারী সালমা খাতুনকে দ্রুত প্রত্যাহার ও অভিযুক্ত যুবলীগ নেতা সোহাগ মোল্লাকে গ্রেপ্তারের দাবি জানান বিএনপির নেতারা।
তবে অভিযুক্ত চিকিৎসা কর্মকর্তা মিলি আকতার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘আমি আবু বক্কর সিদ্দিক ও শামীম হোসেনকে যথাযথ চিকিৎসাই দিয়েছি। তাঁদের প্রথমে ইনজেকশন দিয়েছি। এরপর এক্স-রে করিয়ে হাতের আঙুল ভাঙা পাওয়া যায়। তখন তাঁদের হাত প্লাস্টার করে বাড়িতে পাঠিয়ে দিয়েছি। কারণ, হাসপাতালে তাঁদের থাকার প্রয়োজন ছিল না। এ ছাড়া হাসপাতালে শয্যার অভাব ছিল। সংবাদ সম্মেলনে তাঁদের করা অভিযোগ ভিত্তিহীন।’
এর আগে গতকাল শুক্রবার সকালে জমিজমাসংক্রান্ত বিরোধের জেরে উপজেলার ইটালী ইউনিয়ন যুবদলের সহসভাপতি শামীম হোসেন ও কৃষক আবু বক্কর সিদ্দিকের হাত ভেঙে দেওয়ার অভিযোগ ওঠে ইউনিয়ন যুবলীগ সভাপতি সোহাগ মোল্লার বিরুদ্ধে। পরে তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। ওই ঘটনায় চিকিৎসক ও কর্মচারীর বিরুদ্ধে তাঁদের ভর্তি না করানোর অভিযোগ ওঠে।
আজ সংবাদ সম্মেলনে যুবদল নেতা শামীম হোসেন বলেন, তাঁকে বেধড়ক পিটিয়ে হাত ভেঙে দেওয়া হয়। খুব অসুস্থতাবোধ করছিলেন। হাসপাতালে ভর্তি হতে চাইলে তড়িঘড়ি করে হাত প্লাস্টার করে অসুস্থ অবস্থায় বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।
অভিযোগের বিষয়ে যুবলীগ নেতা সোহাগ মোল্লা বলেন, ‘বিরোধপূর্ণ জমিতে জোর করে ধান লাগানো নিয়ে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। হাত ভেঙে দেওয়ার অভিযোগ সঠিক না।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুজাহিদুল ইসলাম বলেন, কোনো রোগীর সঙ্গে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। সিংড়া থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষ হয়। তবে কেউ অভিযোগ দিয়েছে কি না তাঁর জানা নেই।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপির প্রার্থী ফজলুর রহমান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। সোমবার (৩ নভেম্বর) দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে তাদের নাম ঘোষণা করেন।
কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম) আসন থেকে প্রাথমিকভাবে বিএনপি নেতা ফজলুর রহমানের নাম ঘোষণা করেছে দলটি।
মির্জা ফখরুল বলেন, ‘‘আসন্ন নির্বাচনে কিশোরগঞ্জ-৪ আসন থেকে ভোটের মাঠে লড়বেন অ্যাডভোকেট ফজলুর রহমান। তবে, ঘোষিত প্রার্থী তালিকা পরিবর্তন হতে পারে।’’
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সহ-সাংগঠনিক সম্পাদকরা উপস্থিত ছিলেন।
২০২৬ সালের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। সেই লক্ষ্যে জোর প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করার কথা রয়েছে।
ঢাকা/রাজীব