নারায়ণগঞ্জে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হত্যাকাণ্ড: আরও এক আসামি গ্রেপ্তার
Published: 12th, January 2025 GMT
নারায়ণগঞ্জে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ওয়াজেদ সীমান্ত (২০) হত্যার ঘটনায় ব্যবহৃত চাকুসহ চান্দি বাবু নামের আরও এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত দুইটার দিকে ফতুল্লা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
চান্দি বাবু শিক্ষার্থী ওয়াজেদ হত্যা মামলার ৩ নম্বর আসামি। ওয়াজেদ আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।
এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেন, গ্রেপ্তারকৃত চান্দি বাবু এই হত্যাকাণ্ডের অন্যতম হোতা। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
এর আগে ১৭ ডিসেম্বর পুলিশ অনিক (২৮) নামের এক ছিনতাইকারীকে গ্রেপ্তার এবং তাঁর কাছ থেকে ওয়াজেদের মুঠোফোন উদ্ধার করে। পরদিন ১৮ ডিসেম্বর সাইদুর রহমান (৩৬) নামের আরও এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। তাঁদের দেওয়া জবানবন্দিতে হত্যাকাণ্ডের বিস্তারিত উঠে আসে।
গত ১২ ডিসেম্বর ভোরে শহরের দেওভোগের বাসা থেকে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে ডিআইটি বাণিজ্যিক এলাকায় ওয়াজেদ ছিনতাইকারীদের কবলে পড়েন। ছিনতাইকারীরা তাঁকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৪ ডিসেম্বর মারা যান তিনি। এ ঘটনায় ওয়াজেদের বাবা আলম মিয়া বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় হত্যা মামলা করেন। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে মোট তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করল। ছিনতাইকারীরা ছিনতাইকালে ওয়াজেদকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
নারীর মর্যাদা সুরক্ষা ও ক্ষমতায়নে সিদ্ধিরগঞ্জে মহিলাদলের উঠান বৈঠক
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা ৬নং ওয়ার্ড মহিলাদলের উদ্যোগে “নারীর মর্যাদা সুরক্ষা ও ক্ষমতায়নে যথাযথ পদক্ষেপ গ্রহণ” শীর্ষক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা মহিলাদলের সহ-সভাপতি ও সোনারগাঁও উপজেলা মহিলাদলের সভাপতি সালমা আক্তার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা, সোনারগাঁও উপজেলা বিএনপির ১নং সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোঃ আল মুজাহিদ মল্লিক।
বক্তব্যে মোঃ আল মুজাহিদ মল্লিক বলেন,“দেশে আজ নারী নিরাপত্তা ও মর্যাদা চরমভাবে হুমকির মুখে। বিএনপি ক্ষমতায় গেলে নারীর মর্যাদা রক্ষা, শিক্ষা ও কর্মসংস্থানে সমান সুযোগ নিশ্চিত করা হবে। তারেক রহমানের ৩১ দফা রূপরেখায় নারীর ক্ষমতায়ন একটি অগ্রাধিকারভিত্তিক প্রতিশ্রুতি, যা বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর।”
সভাপতির বক্তব্যে সালমা আক্তার বলেন, “নারীরা সমাজ ও রাষ্ট্র গঠনের অগ্রভাগে থাকবে—এটাই বিএনপির অঙ্গীকার। নারী সমাজকে সংগঠিত ও সচেতন করে তুলতে মহিলাদল মাঠে কাজ করে যাচ্ছে।”
এসময় সিদ্ধিরগঞ্জ থানা ৬নং ওয়ার্ড মহিলাদলের নেত্রীবৃন্দসহ স্থানীয় নারী কর্মীরা উপস্থিত ছিলেন।