বিদায়ী ডিসির সাথে জেলা বাস মিনিবাস মালিক সমিতির সৌজন্য সাক্ষাৎ
Published: 13th, January 2025 GMT
বদলীজনিত বিদায়ী নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জেলা বাস মিনিবাস মালিক সমিতির নেতৃবৃন্দরা।
সোমবার (১৩ জানুয়ারী) দুপুরে নারায়ণগঞ্জ জেলা সার্কিট হাউসে মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও পরিবহন নেতা সাখাওয়াত হোসেন রানা'র নেতৃত্বে বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান সংগঠনটির নেতৃবৃন্দরা।
এসময় সাখাওয়াত হোসেন রানা বলেন, এমন মানবিক গুণসম্পন্ন ডিসির কথা ভোলা যায় না। তার সততা, কর্মনিষ্ঠা এবং মানবিকতায় আমরা মুগ্ধ। তার মতো ডিসি যদি প্রতিটি জেলায় থাকতো তাহলে মানুষ অতি সহজেই সেবা পেত। নারায়ণগঞ্জের বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক গত দেড় বছরে সরকারি দায়িত্ব পালন করতে এসে সকল শ্রেণি-পেশার মানুষের মন জয় করে গেলেন। তার বদলির খবর শুনে অনেকেই অশ্রু সংবরণ করতে পারেননি।
জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক যোগদান করেই তার মেধা ও কর্মদক্ষতা দিয়ে অল্প সময়ের মধ্যে নারায়ণগঞ্জবাসীর হৃদয়ে স্থান করে নিয়েছিলেন। যখনি কোথাও কোনও সংকট দেখেছেন তিনি ছুটে গেছেন। পাশে দাঁড়িয়েছেন সবার বিপদ-আপদে।
প্রশাসনের কর্তা-ব্যক্তি ছাড়াও নারায়ণগঞ্জের সাধারণ মানুষদেরও আস্থার যায়গা ছিল মোহাম্মদ মাহমুদুল হক। একই সঙ্গে ব্যক্তিগত ও পেশাগত জীবনে আমরা জেলা প্রশাসকের সাফল্য কামনা করি।
নারায়ণগঞ্জ জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি রওশন আলী, শ্রমিক দলের নেতা মো.
উৎস: Narayanganj Times
এছাড়াও পড়ুন:
রূপগঞ্জে ঢাকা লুব অয়েল কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
রূপগঞ্জে ঢাকা লুব অয়েল লিমিটেড নামে একটি কারাখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও ও বৈদ্যুতিক মিটার খুলে ফেলেছে পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) উপজেলার বানিয়াদি, মাসুমাবাদ এলাকায় দূষণকারী কারখানা ও প্রকল্পের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযানে ওই কারখানা বন্ধ করা হয়।
পরিবেশ অধিদপ্তর, মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এর বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব জনাব ফয়জুন্নেছা আক্তার এর নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা পুলিশ, পল্লী বিদ্যুৎ রূপগঞ্জ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তা সমম্বয়ে গঠিত একটি টীম কর্তৃক অবৈধ কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নকরণে এ অভিযান পরিচালনা করা হয়।
পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জের উপপরিচালক এ. এইচ. এম রাসেদ জানান, নারায়ণগঞ্জে দূষণকারী কারখানা ও প্রকল্পের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।