রংপুর রাইডার্সের পেসার আকিফ জাভেদের করা ১৯তম ওভারের প্রথম বলটা গিয়ে আঘাত করল তাঁর পায়ে। উইকেটে লুটিয়ে পড়া মাহিদুল ইসলাম ফিজিওর শুশ্রূষা নিয়ে আবার ব্যাটিংয়ে দাঁড়িয়েও টিকতে পারেননি। আকিফের পরের বলটাই এলোমেলো করে দেয় তাঁর স্টাম্প।

আরও পড়ুনজাকের জানেন না, কী চলছিল জোন্স-মানসির মাথায়৩ ঘণ্টা আগে

খুলনা যেন ছন্দ হারিয়ে ফেলল তখনই। নতুন ব্যাটসম্যান ইমরুল কায়েস ওভারের পঞ্চম বলে বাউন্ডারি মারলেও পরের বলে ইফতিখার আহমেদের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন। ১২ বলে ১৮ রানের সমীকরণ তখন ৬ বলে ১২ রানের। টি-টোয়েন্টি ম্যাচে সেটাও কঠিন কিছু নয়। কিন্তু কঠিন হলো তীরে এসে তরি ডোবানো খুলনার জন্য।
সাইফউদ্দিনের করা শেষ ওভারে ১২ রান করা তো দূরের কথা, স্নায়ুচাপে ভোগা খুলনা দুটি রান আউটসহ হারিয়ে বসল ৩ উইকেট, নিতে পারল মাত্র ৩ রান! রংপুরকে এবারের বিপিএলের প্রথম হারের স্বাদ দেওয়ার সম্ভাবনা জাগিয়েও উল্টো ৮ রানের পরাজয়ে নিজেরাই হারল টানা তিন ম্যাচ। ঢাকায় দুই ম্যাচ জিতে আসা খুলনা সিলেট থেকে চট্টগ্রামে যাচ্ছে টানা তিন ম্যাচ হেরে। অন্যদিকে সিলেট পর্বের শেষ ম্যাচেও জিতে সাত ম্যাচে এখনো অপরাজিত শীর্ষে থাকা রংপুর।

৩৯ রান করেন খুলনা অধিনায়ক মিরাজ.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

মামলা করলেন ঢাবির সেই শিক্ষিকা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষিকার এডিটেড ও ‘আপত্তিকর’ ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের অভিযোগে মামলা করা হয়েছে।

ভুক্তভোগী শিক্ষিকা শেহরীন আনিম ভূঁইয়া মোনামী সোমবার (৩ নভেম্বর) দুপুরে বাদী হয়ে শাহবাগ থানায় মামালাটি করেন।

শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদ মনসুর রাইজিংবিডি ডটকমকে বলেন, “মামলায় চারজনকে আসামি করা হয়েছে। তদন্তপূর্বক আসামিদের আইনের আওতায় আনা হবে।”

পুলিশ জানায়, সন্দেহভাজন আসামি মুজতবা খন্দকার সাংবাদিক ও অ্যাক্টিভিস্ট। মুজতবা তার ফেসবুক অ্যাকাউন্টে শিক্ষিকার ছবি অশালীনভাবে এডিট করে পোস্ট করেন এবং ক্যাপশনে লেখেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ইনি, পোশাকের স্বাধীনতায় পরেছে বিকিনি।”

এছাড়া আরো তিনজনের নাম উল্লেখ করা হয়েছে এজাহারে। মামলায় বেশ কিছু অজ্ঞাতনামা ব্যক্তিকেও আসামি করা হয়েছে, যারা এই ছবি ও তথ্য ছড়াতে সাহায্য করেছেন।

ঢাকা/এমআর/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ