কক্সবাজারের টেকনাফে পেয়ারা গাছে গলায় রশি পেছানো নুরুল ইসলাম রাশেদ (২১) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার (১৫ জানুয়ারি) সকালে উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর পশ্চিম নয়াপাড়া থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত নুরুল ইসলাম রাশেদ ওই এলাকার রশিদ আহমদের ছেলে। 

নিহতের ভাগিনা কায়সার মাহমুদ বলেন, “সকালে বাড়ির পাশে সুপারি বাগানে পেয়ারা গাছের সঙ্গে রাশেদের গলায় রশি পেছানো মরদেহ দেখতে পাই। তবে তার পা মাটিতে লাগানো ছিল। পরে পুলিশকে জানানো হয়।” 

বিষয়টি নিশ্চিত করেছেন বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) শোভন কুমার শাহা।

তিনি বলেন, “ঘটনাটি রাতে ঘটতে পারে। সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যুবকের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।”

ঢাকা/তারেকুর/ইমন

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

সিরাজগঞ্জে আত্মরক্ষায় পুলিশের মার্শাল আর্ট প্রশিক্ষণ

পুলিশ সদস্যদের শারীরিক ও মানসিক সক্ষমতা বৃদ্ধির লক্ষে সিরাজগঞ্জে শুরু হয়েছে বিশেষ প্রশিক্ষণ কোর্স ‘মার্শাল আর্ট’। এই প্রশিক্ষণের মাধ্যমে মাঠ পর্যায়ে পুলিশ সদস্যরা দায়িত্ব পালনে আত্মরক্ষার কৌশলে পারদর্শী হয়ে উঠবেন এমনটি আশা করছেন সংশ্লিষ্টরা।

বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে পুলিশ লাইন্স, সদর ও এনায়েপুর থানার পুলিশ সদস্যদের নিয়ে এই মার্শাল আর্ট প্রশিক্ষণ শুরু হয়েছে। পর্যায়ক্রমে জেলার ১৩টি থানার পুলিশ সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হবে। সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু এই প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছেন। 

আরো পড়ুন:

প্রতিবেশীর ঘরের খাটের নিচে মিলল নিখোঁজ শিশুর লাশ

চাটমোহরে মহিলা দলের দুই কর্মী গ্রেপ্তার

জেলা ক্রীড়া সংস্থার পরিচালনায় মার্শাল আর্ট প্রশিক্ষক হিসেবে আছেন মো. সালাউদ্দিন ও রাকিব। তারা সিরাজগঞ্জ সদর, এনায়েতপুর থানা ও পুলিশ লাইন্সে গিয়ে প্রশিক্ষণ দিচ্ছেন।

জেলা ক্রীড়া সংস্থার সহকারী প্রশিক্ষক (তায়কন্ড) মো. সালাউদ্দিন বলেন, “মার্শাল আর্ট একটি পূর্ণাঙ্গ শারীরিক ব্যায়াম এবং শরীরের বিভিন্ন পেশীকে শক্তিশালী করে। একই সঙ্গে ফিটনেস উন্নতসহ আত্মরক্ষার কৌশল শেখায়, যা নিজেকে এবং অন্যদের রক্ষা করতে সাহায্য করতে পারে।”

তিনি আরো বলেন, “এই প্রশিক্ষণের মাধ্যমে আত্মরক্ষার কৌশল অর্জনের মাধ্যমে পুলিশ সদস্যদের সক্ষমতা ও নিরাপত্তা দুটোই বাড়বে। এতে বাহিনীর সামগ্রিক মানোন্নয়ন নিশ্চিত হবে।”

সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু বলেন, “মার্শাল আর্ট আত্মরক্ষার একটি গুরুত্বপূর্ণ ও প্রযোজ্য কৌশল। পুলিশ সদস্যদের প্রতিকূল পরিস্থিতিতে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য প্রস্তুত করতেই এই প্রশিক্ষণের আয়োজন। এই প্রশিক্ষণ শুধুমাত্র আত্মরক্ষার কৌশল শেখানো নয়, তাদের শারীরিক সক্ষমতা, মানসিক দৃঢ়তা ও পেশাগত আত্মবিশ্বাস বৃদ্ধি করবে। পর্যায়ক্রমে জেলার সব পুলিশ সদস্যদের এই প্রশিক্ষণের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।”

ঢাকা/অদিত্য/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ