ফেনীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু
Published: 15th, January 2025 GMT
ফেনীতে ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত নারী (৫০) নিহত হয়েছেন। বুধবার (১৫ জানুয়ারি) সকাল ১০টার দিকে ফেনী রেলওয়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী পর্যটক এক্সপেস ট্রেনটি সকাল ১০টার দিকে ফেনী স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্ম অতিক্রম করার সময় এ দুর্ঘটনা ঘটে। পরে রেলওয়ে স্টেশন পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
এ ব্যাপারে ফেনী রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক ইকবাল হোসেন বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অজ্ঞাত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ঢাকা/সাহাব উদ্দিন/ইমন
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
আকর্ষণীয় বেতনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) পূর্ণকালীন শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আন্তর্জাতিক ব্যবসায় বিভাগে সহযোগী অধ্যাপক ও প্রভাষক পদে যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে বিশ্ববিদ্যালয়টি। ইউআইইউ জানিয়েছে, নির্বাচিত কর্মীদের জন্য আকর্ষণীয় বেতন প্যাকেজ দেওয়া হবে।
পদের বিবরণ ও প্রয়োজনীয় যোগ্যতাসহযোগী অধ্যাপক ও প্রভাষক দুটি পদেই একজন করে কর্মী নিয়োগ দেওয়া হবে।
আরও পড়ুনসহকারী শিক্ষক নিয়োগে দুই ধাপের লিখিত পরীক্ষা ২ জানুয়ারি১০ ডিসেম্বর ২০২৫সহযোগী অধ্যাপক পদে যোগ্যতা: পিএইচডি ডিগ্রিধারীরা এই পদে আবেদন করতে পারবেন। পিএইচডি না থাকলে চার বছরের স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। তবে শিক্ষাজীবনের কোনো স্তরেই সিজিপিএ ৪.০০–এর মধ্যে ৩.৫০–এর কম থাকা চলবে না। এই পদে অনার্স বা স্নাতকোত্তর পর্যায়ে কমপক্ষে তিন বছরের শিক্ষকতার অভিজ্ঞতা প্রয়োজন; সঙ্গে কমপক্ষে তিনটি গবেষণা প্রকাশনা থাকতে হবে।
প্রভাষক পদে যোগ্যতা: প্রভাষক পদের জন্য চার বছরের স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এখানেও শিক্ষাজীবনের কোনো স্তরেই সিজিপিএ ৪.০০–এর মধ্যে ৩.৫০–এর কম থাকা চলবে না।
আরও পড়ুনপ্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষার সূচি প্রকাশ১৩ ডিসেম্বর ২০২৫আবেদনের প্রক্রিয়া ও শেষ সময়আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। হার্ড কপি আবেদন গ্রহণ করা হবে না।
আবেদনের লিংক:
আবেদনের শেষ তারিখ: ২৮ ডিসেম্বর ২০২৫ (রোববার)।
ইউআইইউ কর্তৃপক্ষ জানিয়েছে, শুধু সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদেরই সাক্ষাৎকার বা উপস্থাপনার জন্য ডাকা হবে। যোগ্য কর্মীদের জন্য আকর্ষণীয় বেতন ও সুযোগ–সুবিধা দেওয়া হবে। প্রয়োজনে বিজ্ঞাপনের শর্তাবলি পরিবর্তনের অধিকার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
আরও পড়ুনএ সপ্তাহের (৫-১১ ডিসেম্বর) সেরা ১০ চাকরি: দুর্যোগ ব্যবস্থাপনা-বিদ্যুতে বড় নিয়োগ১২ ডিসেম্বর ২০২৫আরও পড়ুনচট্টগ্রাম ওয়াসা ৯ম-১০ম গ্রেডে নেবে ২১ জন, আবেদনের সুযোগ বছরের শেষ দিন পর্যন্ত১৩ ডিসেম্বর ২০২৫