১০ মোবাইল কোর্টে ৩৮,৪৮,৫০০ টাকা জরিমানা আদায়
Published: 16th, January 2025 GMT
নিষিদ্ধ পলিথিন, জলাশয় ভরাট এবং শব্দ দূষণের বিরুদ্ধে দেশব্যাপী ১০টি মোবাইল কোর্ট পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। এসব অভিযানে ২৬টি মামলা রুজু ও ৩৮,৪৮,৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বুধবার (১৫ জানুয়ারি) পরিবেশ অধিদপ্তর এসব অভিযান চালায়।
বায়ুদূষণকারী ইটভাটার বিরুদ্ধে রংপুর, বান্দরবান, ঝিনাইদহ ও ঢাকা জেলার আমিন বাজারে পরিচালিত ৪টি মোবাইল কোর্টে ১৩টি মামলার মাধ্যমে ৩৮,০০,০০০ টাকা জরিমানা আদায় করা হয়। এ ছাড়া ৫টি ভাটার কাঁচা ইট ধ্বংস, ১টি ইটভাটা উচ্ছেদ এবং ৩টি কিলন ভেঙে ফেলা হয়।
নগর বায়ুদূষণের বিরুদ্ধে ঢাকার কাজীপাড়ায় ১টি মোবাইল কোর্ট পরিচালিত হয়। এতে ১টি মামলায় ৫,০০০ টাকা জরিমানা আদায় এবং ৪টি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়।
নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে মাগুরা ও চুয়াডাঙ্গায় ২টি মোবাইল কোর্ট পরিচালিত হয়। এতে ৭টি মামলায় ৯,০০০ টাকা জরিমানা আদায় ও ১১৪ কেজি পলিথিন জব্দ করা হয়।
জলাশয় ভরাটের বিরুদ্ধে ফেনী জেলায় পুকুর ভরাট বিরোধী অভিযানে ১টি মোবাইল কোর্ট পরিচালিত হয়। এতে ১টি মামলায় ৩০,০০০ টাকা জরিমানা আদায় করা হয়। পুকুরটি পুনরুদ্ধারের নির্দেশনা দেওয়া হয়।
শব্দদূষণের বিরুদ্ধে ঢাকার শাহবাগ এলাকায় শব্দ দূষণ বিরোধী অভিযানে ১টি মোবাইল কোর্ট পরিচালিত হয়। এতে ৪টি যানবাহনকে ৪,৫০০ টাকা জরিমানা ও চালকদের সতর্ক করা হয়।
পরিবেশ অধিদপ্তর জানায়, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ঢাকা/এএএম/টিপু
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপির প্রার্থী ফজলুর রহমান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। সোমবার (৩ নভেম্বর) দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে তাদের নাম ঘোষণা করেন।
কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম) আসন থেকে প্রাথমিকভাবে বিএনপি নেতা ফজলুর রহমানের নাম ঘোষণা করেছে দলটি।
মির্জা ফখরুল বলেন, ‘‘আসন্ন নির্বাচনে কিশোরগঞ্জ-৪ আসন থেকে ভোটের মাঠে লড়বেন অ্যাডভোকেট ফজলুর রহমান। তবে, ঘোষিত প্রার্থী তালিকা পরিবর্তন হতে পারে।’’
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সহ-সাংগঠনিক সম্পাদকরা উপস্থিত ছিলেন।
২০২৬ সালের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। সেই লক্ষ্যে জোর প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করার কথা রয়েছে।
ঢাকা/রাজীব