রূপপুরের ঋণ পরিশোধ নিয়ে জটিলতা কাটবে: নতুন রুশ রাষ্ট্রদূতের আশা
Published: 20th, January 2025 GMT
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ঋণ পরিশোধের জটিলতা কাটবে বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশে রাশিয়ার নতুন রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। রাষ্ট্রদূত বলেন, দুই দেশ বিষয়টি সুরাহার জন্য ইতিবাচক আলোচনার পথেই রয়েছে।
রুশ রাষ্ট্রদূত রোববার প্রথমে পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন ও পরে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। গত ৩০ ডিসেম্বর রাষ্ট্রপতি মোঃ শাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশের পর এই প্রথম তিনি বাংলাদেশের শীর্ষ দুই কূটনীতিকের সঙ্গে সাক্ষাৎ করলেন।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ঋণ পরিশোধের বিষয়ে জানতে চাইলে রাষ্ট্রদূত বলেন, বিষয়টি নিয়ে তারা বাংলাদেশের অর্থ মন্ত্রণালয়ের যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় প্রস্তুত আছেন। এটা যে সমাধান হবে, সে বিষয়ে তিনি নিশ্চিত। তিনি বলেন, ‘আমরা ইতিবাচক পথেই এগোচ্ছি। সংবেদনশীল ইস্যুটি নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে আলোচনা হবে। তাই আগাম কোনো অনুমান করতে পারি না। এটুকু বলতে পারি, লেনদেনের বিষয়টির সুরাহা হয়ে যাবে।’
এদিকে রাশিয়ার রাষ্ট্রদূত জানিয়েছেন, বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা ও পররাষ্ট্র সচিবের সঙ্গে আলোচনা করেছেন। বাংলাদেশের লোকজনকে রাশিয়ার কোন কোন খাতে নিতে আগ্রহী জানতে চাইলে তিনি কৃষি, জাহাজ নির্মাণ ও সেবা খাতের কথা উল্লেখ করেন। চুক্তি বা এমওইউ করার আগে রি-এডমিশন (কর্মী ফেরত আসার) চুক্তি সই করতে হবে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
কনসার্টের জন্য কত পারিশ্রমিক নেন অরিজিৎ
তাঁর সংগীতের সফর শুরু হয়েছিল মুর্শিদাবাদের জিয়াগঞ্জ থেকে। আজ সারা বিশ্বে ছড়িয়ে রয়েছেন তাঁর অনুরাগীরা। মাত্র ৩৮ বছর বয়সে অরিজিৎ সিং ভারতের অন্যতম আলোচিত শিল্পী। তবে তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি কনসার্টে গাওয়ার জন্য বেশি পারিশ্রমিক নেন। আসলে কত পারিশ্রমিক নেন গায়ক?
সম্প্রতি সুরকার মন্টি শর্মা পিংকভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন অরিজিতের পারিশ্রমিক নিয়ে। তিনি বলেন, ‘একটা সময় পরে অনেক কিছুর বিবর্তন হয়েছে। আগে গোটা একটা গান আমরা দুই লাখ রুপিতে শেষ করতাম। এর মধ্যে গোটা অর্কেস্ট্রা, ৪০ জন বেহালা বাদক, আরও অনেক কিছু থাকত। তারপর ধীরে ধীরে গানপ্রতি নিজের জন্য ৩৫ হাজার রুপি নিতে থাকলাম।’
এরপরই অরিজিতের প্রসঙ্গ টেনে আনেন তিনি। মন্টি বলেন, ‘অরিজিৎ যখন আসত, তখন টানা ছয় ঘণ্টা আমার সঙ্গে একটা গান নিয়ে বসত। এখন ও একটি অনুষ্ঠানের জন্য দুই কোটি রুপি নেয়। তাই ওকে নিয়ে অনুষ্ঠান করতে হলে দুই কোটিই দিতে হবে। আগে তো মানুষ বেতারে ও টিভিতেও গান শুনত। কিন্তু এখন তাদের কাছে ইউটিউব আছে। এখন গান শোনার মাধ্যম অনেক বড়। তাই অর্থের পরিমাণও এখন বেড়েছে। তাই এখন যদি ১৫-২০ লাখ টাকা দিয়ে একটা গান করি, তা হলে ৯০ শতাংশ স্বত্ব কিনে নেয় অডিও সংস্থা। এই অডিও সংস্থাগুলো এখন আয় করছে।’
আরও পড়ুনযার গানে মুগ্ধ অরিজিৎ সিং, কে এই এনজেল নূর? ২৮ ফেব্রুয়ারি ২০২৫