রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ঋণ পরিশোধের জটিলতা কাটবে বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশে রাশিয়ার নতুন রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। রাষ্ট্রদূত বলেন, দুই দেশ বিষয়টি সুরাহার জন্য ইতিবাচক আলোচনার পথেই রয়েছে। 

রুশ রাষ্ট্রদূত রোববার প্রথমে পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন ও পরে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। গত ৩০ ডিসেম্বর রাষ্ট্রপতি মোঃ শাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশের পর এই প্রথম তিনি বাংলাদেশের শীর্ষ দুই কূটনীতিকের সঙ্গে সাক্ষাৎ করলেন।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ঋণ পরিশোধের বিষয়ে জানতে চাইলে রাষ্ট্রদূত বলেন, বিষয়টি নিয়ে তারা বাংলাদেশের অর্থ মন্ত্রণালয়ের যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় প্রস্তুত আছেন। এটা যে সমাধান হবে, সে বিষয়ে তিনি নিশ্চিত। তিনি বলেন, ‘আমরা ইতিবাচক পথেই এগোচ্ছি। সংবেদনশীল ইস্যুটি নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে আলোচনা হবে। তাই আগাম কোনো অনুমান করতে পারি না। এটুকু বলতে পারি, লেনদেনের বিষয়টির সুরাহা হয়ে যাবে।’ 

এদিকে রাশিয়ার রাষ্ট্রদূত জানিয়েছেন, বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা ও পররাষ্ট্র সচিবের সঙ্গে আলোচনা করেছেন। বাংলাদেশের লোকজনকে রাশিয়ার কোন কোন খাতে নিতে আগ্রহী জানতে চাইলে তিনি কৃষি, জাহাজ নির্মাণ ও সেবা খাতের কথা উল্লেখ করেন। চুক্তি বা এমওইউ করার আগে রি-এডমিশন (কর্মী ফেরত আসার) চুক্তি সই করতে হবে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ঋণ পরর ষ ট র

এছাড়াও পড়ুন:

চিকিৎসার অভাবে শ্রমিক মৃত্যুর অভিযোগ, বন্দরে মহাসড়ক অবরোধ

অসুস্থ শ্রমিককে ছুটি না দেওয়া, চিকিৎসার অভাবে মৃত্যুবরণের প্রতিবাদে নারায়ণগঞ্জের বন্দরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অবরোধ করেন শ্রমিকরা। এতে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে যানজটের সৃষ্টি হয়। সোমবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মহাসড়কের মদনপুর অংশে তারা এ অবরোধ করে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর বিচারের আশ্বাসে এগারোটায় মহাসড়ক থেকে সরে যায় বিক্ষুব্ধ শ্রমিকরা। 

শ্রমিকরা জানান, 'লারিস ফ্যাশন' নামে একটি রপ্তানিমুখি গার্মেন্টসের নারী শ্রমিক রিনা (৩০) অসুস্থ অবস্থায় ডিউটি করে যাচ্ছিলেন। গতকাল তিনি অসুস্থতা বোধ করলে কর্তৃপক্ষের কাছে ছুটির আবেদন করেন। তবে কর্তৃপক্ষ তার আবেদনে কোনো সাড়া না দিয়ে কাজ করে যেতে বাধ্য করেন। পরে অসুস্থ হয়ে ফ্লোরে লুটিয়ে পড়লে সহকর্মীরা তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত শ্রমিক রিনা কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার দুলালের মেয়ে। অবরোধকারী শ্রমিকদের অভিযোগ এ মৃত্যুর জন্য মালিকপক্ষ দায়ী। 

বন্দর থানার অফিসার ইনচার্জ লিয়াকত আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের বুঝিয়ে সড়ক থেকে সড়িয়ে দেন। সড়কে যান চলাচল স্বাভাবিক ও পরিস্থিতি এখন শান্ত রয়েছে।

সম্পর্কিত নিবন্ধ