মহানগর স্বেচ্ছাসেবক দলের কর্মীসভায় রিপন সরকারের শোডাউন
Published: 21st, January 2025 GMT
নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের কর্মীসভায় সিদ্ধিরগঞ্জ থানা শাখার সভাপতি পদপ্রার্থী, মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রিপন সরকার বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে শোডাউন করেছেন।
সোমবার (২১ জানুয়ারী) দুপুরে মহানগরীর চাষাঢ়ায় মহানগর স্বেচ্ছাসেবক দলের আওতাধীন সিদ্ধিরগঞ্জ থানা ইউনিটের কর্মীসভায় রিপন সরকারের নেতৃত্বে বিপুল সংখ্যক নেতা-কর্মী নিয়ে শোডউনের মধ্য অংশগ্রহণ করেছেন।
সকাল থেকেই সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকা থেকে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা রিপন সরকারের নেতৃত্বে চিটাগাং রোডে জড়ো হতে থাকে। বেলা ১২টার দিকে নেতাকর্মীদের নিয়ে বাসযোগে নারায়ণগঞ্জের চাষাঢ়ায় গিয়ে মিছিল সহকারে কর্মীসভাস্থলে যোগদান করেন।
এসময় সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি পদপ্রার্থী রিপন সরকার বলেন, আমি এরআগে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক ও মহানগর ছাত্রদলের সহ-সভাপতির দায়িত্ব পালন করেছি। আন্দোলন সংগ্রামে সব সময় রাজপথে থেকেছি, মামলা-হামলার শিকার হয়েও এলাকায় থেকে হাসিনার পতনে ভুমিকা রেখেছি। আশা করি দল বিবেচনা করে যোগ্য নেতৃত্বের হাতে সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের দায়িত্ব তুলে দিবে এটাই তৃনমূল নেতাকর্মীদের প্রত্যাশা।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ স দ ধ রগঞ জ থ ন ছ ত রদল র স ন ত কর ম
এছাড়াও পড়ুন:
রূপগঞ্জে ঢাকা লুব অয়েল কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
রূপগঞ্জে ঢাকা লুব অয়েল লিমিটেড নামে একটি কারাখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও ও বৈদ্যুতিক মিটার খুলে ফেলেছে পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) উপজেলার বানিয়াদি, মাসুমাবাদ এলাকায় দূষণকারী কারখানা ও প্রকল্পের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযানে ওই কারখানা বন্ধ করা হয়।
পরিবেশ অধিদপ্তর, মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এর বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব জনাব ফয়জুন্নেছা আক্তার এর নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা পুলিশ, পল্লী বিদ্যুৎ রূপগঞ্জ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তা সমম্বয়ে গঠিত একটি টীম কর্তৃক অবৈধ কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নকরণে এ অভিযান পরিচালনা করা হয়।
পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জের উপপরিচালক এ. এইচ. এম রাসেদ জানান, নারায়ণগঞ্জে দূষণকারী কারখানা ও প্রকল্পের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।