অস্থায়ী সেতু ভেঙে পড়ায় ৫ মাস ধরে ভোগান্তি
Published: 21st, January 2025 GMT
কুমিল্লার তিতাসে আসমানিয়া বাজারের কাছে গোমতী নদীর ওপর নির্মাণাধীন সেতুর পাশের অস্থায়ী সেতুটি বন্যার সময় ভেঙে যায়। গত পাঁচ মাসেও পুনর্নির্মাণ হয়নি সেতুটি। এ কারণে ভোগান্তির মধ্যে রয়েছেন ৪৫টি গ্রামের প্রায় দেড় লাখ মানুষ। বাধ্য হয়ে কয়েক কিলোমিটার ঘুরে ও নৌকায় যাতায়াত করছেন তারা।
খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার রায়পুর বাসস্টেশন থেকে তিতাসের বাতাকান্দি বাজার পর্যন্ত ১৫ কিলোমিটার সড়ক রয়েছে। এ সড়কের সংস্কারকাজ চলছে। সড়কের আসমানিয়া বাজারের কাছে গোমতী নদীর ওপর ১০ কোটি ৭৭ লাখ ২৪ হাজার ৬৯৯ টাকা ব্যয়ে ৭৫ মিটার একটি সেতুর নির্মাণকাজ চলছে। দুই পারের মানুষের চলাচলের জন্য নির্মাণাধীন সেতুর দক্ষিণ পাশে ২০ লাখ টাকা ব্যয়ে ৮০ মিটারের একটি অস্থায়ী সেতু নির্মাণ করা হয়, যা গত ২৯ মে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় ভেঙে যায়। পরে বাল্কহেডের মালিকদের সহযোগিতায় পুনরায় অস্থায়ী সেতুটি নির্মাণ করা হয়, সেটি ২১ আগস্ট বন্যার সময় স্রোতে দ্বিতীয়বারের মতো ভেঙে যায়। গোমতী নদীর পূর্ব পাশে আসমানিয়া বাজার। প্রতিদিন পশ্চিম পারের প্রায় ২৫ গ্রামের লোকজন ব্যবসা-বাণিজ্যের কাজে বাজারে যাতায়াত করেন। অন্যদিকে পূর্ব পারের প্রায় ২০ গ্রামের লোকজন উপজেলা সদরে যাতায়াতের জন্য সেতু ব্যবহার করতেন। ২০২৩ সালের ৮ আগস্ট নতুন সেতুর নির্মাণকাজ শুরু হয়েছে, যা শেষ হওয়ার কথা চলতি বছরের ৭ ফেব্রুয়ারি। কাজটি বাস্তবায়ন করছে এসএবিএনএমই নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।
সরেজমিন দেখা গেছে, সেতুর দক্ষিণ পাশে অস্থায়ী সেতুটি নদীতে ভেঙে পড়েছে। শুধু একটি পিলার দাঁড়িয়ে আছে। সেতুর উত্তর পাশে ইঞ্জিনচালিত চারটি নৌকা যাত্রী পারাপার করছে। অস্থায়ী ঘাট নির্মাণ করে নৌকা চলাচল করছে। দুই-তিন মিনিট পরপর এপার থেকে ওপারে নৌকা যাচ্ছে। প্রতিদিন এখান দিয়ে বিভিন্ন গ্রামের মানুষ আসমানিয়া বাজারে যায়। এখানে একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। রয়েছে একাধিক এজেন্ট ব্যাংক। তিতাস উপজেলার ৫টি, দাউদকান্দির ২টি ও মুরাদনগর উপজেলার ১টি ইউনিয়নের ৪৫টি গ্রামের লোকজন এই সেতু এলাকা হয়ে যাতায়াত করে।
দশম শ্রেণির শিক্ষার্থী রুবায়েত রাতুল বলেছে, ‘ট্রলার দিয়ে আমাদের যাতায়াত করতে নানা রকম সমস্যা হচ্ছে। বিশেষ করে সময়মতো স্কুলে পৌঁছাতে পারি না। অনেক সময় ওঠানামা করতে গিয়ে পড়ে আহত হচ্ছি। অস্থায়ী সেতুতে যাতায়াত করার সময় আমরা সময়মতো স্কুলে আসতে পারতাম।’
সপ্তম শ্রেণির শিক্ষার্থী সাদেকা ইসলাম জুই জানায়, নদী পার হয়ে স্কুলে যাতায়াত করতে ভয় লাগে। এ কারণে অনেকে স্কুল আসতে চায় না। বিশেষ করে কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা অনেকেই স্কুলে আসা বন্ধ করে দিয়েছে।
এক স্কুল শিক্ষক বলেন, আসমানিয়া বাজারে স্কুল, কলেজ, মাদ্রাসাসহ ১০টি প্রতিষ্ঠান রয়েছে। প্রতিদিন কয়েক হাজার শিক্ষার্থী এসব প্রতিষ্ঠানে আসা-যাওয়া করে। নৌকা দিয়ে যাতায়াত করতে শিক্ষার্থীদের নানা রকম সমস্যায় পড়তে হচ্ছে। পাঁচ মাস আগে সেতুটি ভেঙে পড়লেও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি।
নয়াকান্দি গ্রামের রফিকুল ইসলাম জানান, এই বাজার অনেক পুরোনো। এখানে নিয়মিত বাজার করেন তারা। সেতুটি ভেঙে পড়ায় বাজারে যাতায়াতে কষ্ট হচ্ছে। কারণ বাজার করে নৌকা, নৌকা থেকে আবার গাড়িতে উঠতে হচ্ছে।
নারান্দিয়া ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ড সদস্য ও বাজারের ব্যবসায়ী বিল্লাল হোসেনের ভাষ্য, আসমানিয়া তিতাসের বড় একটি বাজার। এই বাজারে শুধু তিতাস উপজেলার নয়, মুরাদনগর, দাউদকান্দির লোকজনও আসে। সেতুটি ভেঙে পড়ায় অনেকে অন্য জায়গা থেকে বাজার করছেন। এখানে আসছে না যোগাযোগ ব্যবস্থার কারণে। তিনি বলেন, ‘আগে যেখানে আমার দোকানে প্রতিদিন ২০ বস্তা চাল বিক্রি করতাম, এখন সপ্তাহে বিক্রি হয় ১৫ থেকে ২০ বস্তা। আমার মতো বাজারে সব ব্যবসায়ীর খারাপ অবস্থা চলছে।’ দ্রুত সেতুটি নির্মাণের দাবি জানান তিনি।
তিতাস উপজেলা প্রকৌশলী শহিদুল ইসলাম জানান, নির্মাণাধীন সেতুর পাশে অস্থায়ী একটি সেতু করা হয়েছিল, কিন্তু গত বন্যায় সেটি ভেঙে যায়। পরে অস্থায়ী সেতুটি পুনর্নির্মাণের জন্য চাহিদা পাঠানো হয়েছে। কিন্তু বরাদ্দ না আসায় পুনর্নির্মাণ করা যাচ্ছে না।
উৎস: Samakal
কীওয়ার্ড: ন র ম ণ কর য ত য় ত কর আসম ন য় উপজ ল র ব যবস সড়ক র
এছাড়াও পড়ুন:
পিকিং বিশ্ববিদ্যালয়ে বংশে তিনি প্রথম, তাই এত আয়োজন
চীনে উচ্চশিক্ষার জন্য অভিজাত বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম সারিতে রয়েছে বেইজিংয়ের পিকিং বিশ্ববিদ্যালয়। সেখানে ভর্তি হওয়ার সুযোগ পাওয়া দেশটির যেকোনো শিক্ষার্থীর জন্য দারুণ সম্মানের। এ বছর পিকিং বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন লি গুওইয়াও।
লির বাড়ি জেজিয়াং প্রদেশের ওয়েনজউ শহরে। এর আগে তাঁর বংশে শত বছরের ইতিহাসে কেউ পিকিং বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাননি। এত বড় সম্মানের উপলক্ষ উদ্যাপন করতে তাই বিন্দুমাত্র কার্পণ্য করেননি লির পরিবার ও গ্রামের বাসিন্দারা। রীতিমতো লালগালিচা বিছিয়ে, মোটর শোভাযাত্রা করে, ব্যান্ড বাজিয়ে পরিবার ও গ্রামের মুখ উজ্জ্বল করা লিকে সংবর্ধনা দেন তাঁরা, সঙ্গে ছিল ভূরিভোজের ব্যবস্থা। চীনের সামাজিক যোগাযোগমাধ্যম উইবোতে এই সংবর্ধনার ছবি ও ভিডিও রীতিমতো ভাইরাল হয়ে যায়।
চীনে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য জাতীয় পর্যায়ে একটি পরীক্ষা নেওয়া হয়। যেটি ‘গাওকাও’ নামে পরিচিত। তীব্র প্রতিযোগিতাপূর্ণ এই পরীক্ষা বেশ কঠিন। পরীক্ষায় মোট ৭৫০ নম্বরের মধ্যে লি পেয়েছেন ৬৯১।
লির গ্রামের এক প্রতিবেশী জানান, লির বাবা নির্মাণশ্রমিক। লির মা মাত্র ২ হাজার ৮০০ ইউয়ান বেতনে একটি সুপারশপে কাজ করেন। সত্যি বলতে, ছেলেটি সম্পূর্ণ নিজের চেষ্টা আর পরিশ্রমে এটা অর্জন করেছেন।
প্রতিবেশী আরেক গ্রামবাসী বলেন, লি তাঁর বাবার কাছ থেকে পাওয়া একটি পুরোনো মুঠোফোন দিয়ে প্রশ্নোত্তর অনুশীলন করতেন। সাপ্তাহিক ছুটির দিনগুলোয় গ্রামের গ্রন্থাগারে বসে পরীক্ষার প্রশ্নপত্র হাতে লিখে তারপর সেগুলো অনুশীলন করতেন। মাধ্যমিকে তিনি কখনো কোনো প্রাইভেট শিক্ষকের কাছে পড়েননি।
লিকে সংবর্ধনা দিতে শতাব্দীপ্রাচীন ঐতিহ্য ভেঙে তাঁদের গ্রামের পূর্বপুরুষদের মন্দিরের প্রধান ফটক খোলা হয়, যা একটি বিশেষ সম্মানের প্রতীক হিসেবে বিবেচিত।
লিকে সংবর্ধনা দেওয়ার ছবি ও ভিডিও চীনজুড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।
অনলাইনে একজন লেখেন, ‘পিকিং বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে ৬৯১ নম্বর! এটা অবিশ্বাস্য। সত্যিই পুরো পরিবারের মুখ উজ্জ্বল করেছে!’
তবে কেউ কেউ এই জমকালো উদ্যাপন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
তাঁরা বলেছেন, এটা কি একটু বাড়াবাড়ি নয়? উৎসবটা খুবই জাঁকজমকপূর্ণ, এতে ছেলেটার ওপর অকারণ চাপ তৈরি হতে পারে। স্নাতক হওয়ার পর কি পরিবার তাঁর কাছ থেকে অনেক বেশি কিছু প্রত্যাশা করবে না?