বাবার জানাজায় এসে আইফোন খোয়ালেন মনির খান
Published: 22nd, January 2025 GMT
বাবার জানাজায় অংশ নিতে নিজ জেলা ঝিনাইদহে এসে আইফোন চুরি হয়েছে দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খানের। আজ বুধবার (২২ জানুয়ারি) বেলা ১১টায় ঝিনাইদহের মহেশপুর উপজেলার আজমপুর ইউনিয়নের মদনপুর নিজ গ্রামে বাবা মাহবুব আলী খানের জানাজা পড়ানো হয়।
মনির খান নিজে গণমাধ্যমে মোবাইল ফোন চুরির বিষয়টি নিশ্চিত করেছেন।
মনির খান বলেন, ‘‘বাবার লাশ সামনে। চোখের পানি থামছে না। বুকের মধ্যে সবসময় কষ্টের আর্তনাদ বইছে। সেই মুহুর্তে কিছু অসাধু লোক, সুযোগসন্ধানী আমার ও ছেলের মোবাইল ফোন নিয়ে গেছে। এতে অনেক পুরনো ফোন নম্বর রয়েছে। কিছু জায়গায় তথ্য দিয়েছি।’’
আরো পড়ুন:
বুধবার থেকে গ্রামীণফোনে ৩০ টাকার নিচে রিচার্জ করা যাবে না
ঘূর্ণিঝড়ে সাড়ে ৪ হাজার মোবাইল টাওয়ার অচল
তিনি বলেন, ‘‘যারা ফোন চুরি করতে পারে, তাদের ভিতরে অনেক দুষ্টুমি থাকতে পারে। দেশবাসীর কাছে আমার আহ্বান, যে ফোনটি চুরি হয়েছে, সেই নম্বর থেকে কল দিলে সতর্কতার সঙ্গে কথা বলবেন।’’
ঢাকা/সোহাগ/বকুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বিএনপির আস্থায় দুই বেয়াই
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। এ তালিকায় স্থান পেয়েছেন গয়েশ্বর চন্দ্র রায় ও নিতাই রায় চৌধুরী।
সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আরো পড়ুন:
বিএনপির মনোনয়ন পেলেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর দুই নেতা
পাবনায় নির্বাচন নিয়ে বিএনপির মতবিনিময়
ঘোষিত তালিকা অনুযায়ী, ঢাকা-৩ আসনে প্রার্থী হয়েছেন গয়েশ্বর চন্দ্র রায়। অপরদিকে, মাগুরা-২ আসনে ধানের শীষে লড়বেন নিতাই রায় চৌধুরী।
গয়েশ্বর চন্দ্র রায়ের ছেলে অমিতাভ রায়ের সঙ্গে নিতাই রায় চৌধুরীর মেয়ে নিপুণ রায়ের বিয়ে হয়েছে। তারা সম্পর্কে দুজন বেয়াই।
২০২৬ সালের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। সেই লক্ষ্যে জোর প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করার কথা রয়েছে।
ঢাকা/রাজীব