না’গঞ্জে প্লেয়ারের অভাব নেই, কিন্তু মাঠের অভাব : এডিসি সাকিব
Published: 24th, January 2025 GMT
নিট কনসার্ন মাস্টার ক্রিকেট সিজন-৬ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাকিব আল রাব্বি।
প্রধান অতিথির বক্তব্যে সাকিব আল রাব্বী বলেন, নারায়ণগঞ্জের মাটি খেলাধূলার জন্য উর্বর একটি মাটি। এখানে প্লেয়ারের অভাব নেই কিন্তু মাঠের অভাব। আমরা নারায়ণগঞ্জের ক্রীড়াক্ষেত্রকে এগিয়ে নিতে আপনাদের সহযোগীতা কামনা করছি।
খেলাধূলা সুষ্ঠ ও সুন্দর একটি জাতি রূপান্তর করতে সাহায্য করে। এখানে আমি একটি চমৎকার আয়োজন দেখলাম। উদ্বোধনের চেয়ে আজকের দিনটা আমার কাছে আরো ভালো এবং কালারফুল মনে হচ্ছে। আগামীতে আরো জাঁকজমকপূর্ণ ভাবে এ আয়োজন করা হবে।
এ খেলার পরিচালনা কমিটিসহ যারা অংশগ্রহণ করেছেন বা চ্যাম্পিয়ন হয়েছেন তাদের প্রতি রইলো শুভেচ্ছা ও অভিনন্দন।
নিট কনসার্ন মাস্টার ক্রিকেট সিজন- ৬ এর ফাইনাল খেলায় আরাব গ্ল্যাডিয়েটরসকে ১৩৭ রানে পরাজিত করে নিট রেডিক্স চ্যালেঞ্জার চ্যাম্পিয়ন হয়।
অপরদিকে মাস্টার ক্রিকেট ভেটারেন্স লিগের ফাইনাল খেলায় পি এন ওয়ারিয়র্স ৭ উইকেটে ডাইনামিক এলিভেনকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। এই চ্যাম্পিয়ন ট্রফি শহীদ আমানত কে উৎসর্গ করেন দলটি।
মাস্টার ক্রিকেট অফ নারায়ণগঞ্জ এর সভাপতি শারিয়ার হোসেন বিন্দুৎ এর সভাপতিত্বে এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নীট কনসার্ন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মোল্লা, প্রাইম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো.
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
রূপগঞ্জে ঢাকা লুব অয়েল কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
রূপগঞ্জে ঢাকা লুব অয়েল লিমিটেড নামে একটি কারাখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও ও বৈদ্যুতিক মিটার খুলে ফেলেছে পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) উপজেলার বানিয়াদি, মাসুমাবাদ এলাকায় দূষণকারী কারখানা ও প্রকল্পের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযানে ওই কারখানা বন্ধ করা হয়।
পরিবেশ অধিদপ্তর, মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এর বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব জনাব ফয়জুন্নেছা আক্তার এর নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা পুলিশ, পল্লী বিদ্যুৎ রূপগঞ্জ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তা সমম্বয়ে গঠিত একটি টীম কর্তৃক অবৈধ কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নকরণে এ অভিযান পরিচালনা করা হয়।
পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জের উপপরিচালক এ. এইচ. এম রাসেদ জানান, নারায়ণগঞ্জে দূষণকারী কারখানা ও প্রকল্পের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।