বিপিএলের গ্রুপ পর্বে দুই ম্যাচ বাকি আছে দুর্বার রাজশাহীর। রোববার নিজেদের ১১তম ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে টস হেরে শুরুতে ব্যাটিং করবে এনামুল হক-তাসকিনদের রাজশাহী। তবে তাদের একাদশে নেই কোন বিদেশি। 

বিপিএলের শুরু থেকে রাজশাহীর একাদশে নিয়মিত খেলছেন রায়ান বার্ল। চট্টগ্রাম পর্বে রংপুরের বিপক্ষে দলকে জিতিয়েছেন তিনি। পাকিস্তানের হারিস রউফও নিয়মিত রাজশাহীর জার্সিতে খেলেছেন। 

কিন্তু ঢাকার শেষ পর্বে রাজশাহীর একাদশে নেই তারা। জানা গেছে, পারিশ্রমিক বিতর্কের কারণে রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা ম্যাচ বয়কট করেছেন। দেশি ক্রিকেটাররা রোববার বাকি পারিশ্রমিকের আংশিক হাতে পেয়েছেন। 

খাম হাতে ছবি পোস্ট করে সেটা তারা জানানও দিয়েছেন। এনামুল হক বিজয়ের পোস্ট করা ওই ছবিতে ছিলেন না কোন বিদেশি ক্রিকেটার। তারা বাকি থাকা প্রাপ্য পারিশ্রমিক না পাওয়ায় ম্যাচ বয়কট করেছেন বলেই মনে করা হচ্ছে। 

গতকাল (শনিবার) ছিল বিসিবির ১৭তম বোর্ড পরিচালকদের সভা। ওই সভায় সিদ্ধান্ত হয়েছে, ৪৮ ঘণ্টার মধ্যে ক্রিকেটার ও স্টাফদের পারিশ্রমিক পরিশোধের ব্যবস্থা করবে বিসিবি।  

  
 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব প এল

এছাড়াও পড়ুন:

আমির খান আলোচিত যে ৭ সিনেমা ফিরিয়ে দিয়েছিলেন

‘সাজন’
লরেন্স ডিসুজার এই রোমান্টিক সিনেমাটি উপমহাদেশজুড়েই ব্যাপক জনপ্রিয়তা পায়, সিনেমাটির গানগুলোও মানুষের মুখে মুখে ফেরে। বিভিন্ন ভাষায় সিনেমাটির রিমেক হয়। তবে মূল সিনেমাটিই আদতে একটি ফরাসি নাটক থেকে অনুপ্রাণিত। আলোচিত এ হিন্দি সিনেমায় অভিনয় করেন সঞ্জয় দত্ত, মাধুরী দীক্ষিত ও সালমান খান। এ ছাড়া ছিলেন কাদের খান। ১৯৯১ সালে এটি ছিল সবচেয়ে ব্যবসাসফল হিন্দি সিনেমা। শুরুতে এ ছবির প্রস্তাব যায় আমির খানের কাছে। কিন্তু তাঁর কাছে চরিত্রটি পছন্দ হয়নি। আমির খান জানান, চরিত্রটির সঙ্গে তিনি কোনোভাবেই একাত্মবোধ করতে পারছেন না, তাই ফিরিয়ে দেন।

‘ডর’ সিনেমার দৃশ্য। আইএমডিবি

সম্পর্কিত নিবন্ধ