খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমকে গ্রেপ্তারের প্রতিবাদে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছেন শ্রমিকরা। তাদের ধর্মঘটের কারণে খুলনাসহ ১৬ জেলায় জ্বালানি তেল সরবরাহ ও পরিবহন বন্ধ রয়েছে।

রবিবার (২৬ জানুয়ারি) দুপুরের দিকে খুলনার পদ্মা, মেঘনা ও যমুন তেল ডিপোর ট্যাংকলরি শ্রমিকরা এ কর্মসূচির ডাক দেন। এ সময় খুলনার তিনটি জ্বালানি তেলের ডিপো থেকে তেল উত্তোলন ও পরিবহন বন্ধ হয়ে যায়। 

ধর্মঘটের বিষয়টি নিশ্চিত করেছেন ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি এনাম মুন্সী। 

আরো পড়ুন:

শ্রমিকলীগ নেতা নাছিরের গ্রেপ্তার দাবিতে সমন্বয়কদের আল্টিমেটাম

জলকামানের মুখে সড়ক ছাড়ল চাকরিচ্যুত শ্রমিকরা

শ্রমিকরা জানান, খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজমের মুক্তির দাবিতে দুপুর ১টায় নগরীর কাশিপুর মোড়ে রাস্তার ওপর ট্যাংলরি দাঁড় করিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। এ সময় রাস্তা বন্ধ করে সমাবেশ করা হয়। এতে বক্তব্য দেন- ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি এনাম মুন্সী, পদ্মা-মেঘনা-যমুনা ট্যাংকলরি শ্রমিক কল্যাণ সমিতির সভাপতি মীর মোকসেদ আলী ও শ্রমিক নেতা মিজানুর রহমান মিজু । 

ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি এনাম মুন্সী বলেন, “সমাবেশ শেষে বিকেল ৩টার দিকে ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের নেতারা জরুরি বৈঠকে বসেন। এ সময় খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমকে বিকেল ৫টার মধ্যে মুক্তি না দিলে অনির্দিষ্টকালের জন্য জ্বালানি তেল উত্তোলন ও পরিবহন বন্ধের ঘোষণা দেওয়া হয়। বিকেল ৫টার পর অনির্দিষ্টকালের ধর্মঘটের সিদ্ধান্ত আসে।” 

খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমকে একটি মামলায় রবিবার দুপুরে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

ঢাকা/নূরুজ্জামান/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

পলিটিশিয়ান, ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্টের চেয়ে দেশ অনেক বড়

ছবি: নাসির আলী মামুন, ফটোজিয়াম

সম্পর্কিত নিবন্ধ