নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, “নিজেদের প্রশ্ন করলে উত্তর পেয়ে যাব, আমাদের ভাবমূর্তি অক্ষুণ্ন আছে, নাকি ভূলুণ্ঠিত  হয়েছে। যদি ভূলুণ্ঠিত হয়ে থাকে, তাহলে আগামী নির্বাচন আমাদের হারানো ভাবমূর্তি ফিরে পাওয়ার নির্বাচন।”

সোমবার (২৭ জানুয়ারি) বিকেলে পঞ্চগড় জেলা প্রশাসন সম্মেলন কক্ষে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি উপলক্ষে তথ্য সংগ্রহকারী, সুপারভাইজার ও নতুন ভোটারদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

বর্তমান নির্বাচন কমিশন একটি রংহীন, চেহারাহীন নির্বাচন কমিশন উল্লেখ করে নির্বাচন কমিশনার সানাউল্লাহ বলেন, “আমাদের কোনো ফেভারিট নেই, আমাদের কোনো পক্ষ নেই। আমরা একটাই পক্ষ তা হলো- সুষ্ঠুতার পক্ষ, ন্যায়ের পক্ষ ও মানুষের অধিকার মানুষের কাছে ফিরিয়ে দেওয়ার পক্ষ। মানুষ নির্বাচনে নির্বাচিত করবে, কে তার প্রতিনিধি হবেন। এটা নির্বাচন কমিশনের অফিসে হবে না, জেলা প্রশাসকের বারান্দাতে হবে না, পুলিশ সুপারের বারান্দাতে হবে না, কোনো গোয়েন্দা সংস্থার অফিসেও হবে না।” 

আরো পড়ুন:

আইসিসির বর্ষসেরা টেস্ট খেলোয়াড় বুমরাহ

অর্শদীপ সিং ২০২৪ সালের টি-টোয়েন্টি বর্ষসেরা ক্রিকেটার

তিনি বলেন, “শিশু-কিশোর-তরুণ-যুবকদের রক্তের ওপর দাঁড়িয়ে এই নির্বাচন কমিশন গঠন হয়েছে। আমরা প্রতিজ্ঞাবদ্ধ ও ওয়াদাবদ্ধ। আমরা প্রতিফোঁটা তাদের (আন্দোলনে শহিদ) রক্তের ঋণ পরিশোধ করব, ইনশাল্লাহ।” 

মতবিনিময় সভায় পঞ্চগড়ের জেলা প্রশাসক মো.

সাবেত আলী, পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী, জেলা নির্বাচন অফিসার এনামুল হকসহ প্রশাসনের কর্মকর্তা, ভোটার তালিকার তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারসহ সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

ঢাকা/নাঈম/মাসুদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

চাঁপাইনবাবগঞ্জের সাংস্কৃতিক ব্যক্তিত্ব গৌরী চন্দ মারা গেছেন

ছবি: সংগৃহীত

সম্পর্কিত নিবন্ধ