Samakal:
2025-12-13@10:19:02 GMT

সুহৃদ উৎসবের প্রস্তুতি

Published: 27th, January 2025 GMT

সুহৃদ উৎসবের প্রস্তুতি

প্রতি বছরের মতো এবারও বর্ণাঢ্য আয়োজনে ‘সুহৃদ উৎসব’ আয়োজন করবে পাবনার ঈশ্বরদীর সুহৃদরা। আগামী ২২ ফেব্রুয়ারি পাকশীর পদ্মা নদীর পারে নবনির্মিত রূপপুর রেলওয়ে স্টেশনসংলগ্ন এলাকার মনোরম প্রাকৃতিক পরিবেশে এবার সুহৃদ উৎসবের আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আয়োজন সফল করতে ইতোমধ্যে সুহৃদ উপদেষ্টা মনিরুল ইসলাম বাবুকে আহ্বায়ক ও সুহৃদ সভাপতি আর.

কে. বাবুকে সদস্য সচিব করে একটি প্রস্তুতি কমিটিও গঠন করা হয়েছে।
সম্প্রতি স্থানীয় সাপ্তাহিক ঈশ্বরদী কার্যালয়ে অনুষ্ঠান উদযাপন কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মনিরুল ইসলাম বাবু। সভায় সুহৃদ সমাবেশের কার্যক্রমকে আরও বেগবান করতে বিনোদনমূলক আয়োজনের পাশাপাশি শিক্ষামূলক আয়োজনের বিষয়ে অনেকে গুরুত্বারোপ করেন। বছরের শুরুতে সারা বছরের কাজের পরিকল্পনা এবং সে অনুযায়ী একটি তালিকা তৈরি করার কথা উঠে আসে। এ বিষয়ে সবাই একমত পোষণ করেন। এ ছাড়া কেন্দ্রীয় সুহৃদ সমাবেশের সদস্যদের সঙ্গে যোগাযোগ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় হওয়া বিষয়টি আলোচনা হয়। সভার সভাপতি বিষয়গুলো বিবেচনার জন্য উপস্থাপন করেন এবং ধারাবাহিকভাবে আলোচ্য বিষয়গুলো বাস্তবায়ন করার সিদ্ধান্ত হয়। প্রস্তুতি সভায় প্রধান আলোচনার বিষয় ছিল সুহৃদ উৎসব। উৎসব সফল করতে সবার প্রতি আহ্বান জানানোর মধ্য দিয়ে শেষ হয় সভা।
উপস্থিত ছিলেন সমকালের ঈশ্বরদী প্রতিনিধি সেলিম সরদার, সুহৃদ সমাবেশ ঈশ্বরদী ইউনিটের সভাপতি আর.কে. বাবু, কার্যকরী সভাপতি আব্দুল আলীম বিশ্বাস মিঠু, সাধারণ সম্পাদক মাসুদুল ইসলাম মাসুদ, সাংগঠনিক সম্পাদক দুর্জয় ইসলাম লিমন, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাসান চৌধুরী, সাহিত্য ও পাঠচক্র সম্পাদক ফিরোজ আহমেদ, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক আশরাফ হোসেন, সমাজকল্যাণ সম্পাদক রাকিবুল ইসলাম রূপম, নির্বাহী সদস্য নাজমুল হক রঞ্জন, আল-আমিন হোসেন রাজীব প্রমুখ। v   
সমন্বয়ক সুহৃদ সমাবেশ, ঈশ্বরদী

উৎস: Samakal

কীওয়ার্ড: স হ দ উৎসব ল ইসল ম

এছাড়াও পড়ুন:

গণিত উৎসব ২০২৬-এর নিবন্ধন শুরু সময় বাড়ল ১৫ ডিসেম্বর পর্যন্ত

ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব ২০২৬–এর অনলাইন নিবন্ধন কার্যক্রম পূর্বের ঘোষণা অনুযায়ী ৮ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত হওয়ার কথা ছিল। ৮ ডিসেম্বর রাতে এক ঘোষণার মাধ্যমে রেজিস্ট্রেশন কার্যক্রম ১৫ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্তের কথা জানিয়েছে আয়োজকেরা। গণিত উৎসব ২০২৬-এ অংশগ্রহণের জন্য প্রত্যেককেই নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন করতে হবে। পূর্ববর্তী বছরগুলোয় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্যও নিবন্ধন করা বাধ্যতামূলক।

আয়োজকেরা জানান, গণিত উৎসবে অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীরা নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করতে পারবে। নিবন্ধন লিংক: https://matholympiad.org.bd

গণিত উৎসব অনুষ্ঠিত হবে চারটি ক্যাটাগরিতে—প্রাইমারি (তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি বা সমমান), জুনিয়র (ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি বা সমমান), সেকেন্ডারি (নবম–দশম শ্রেণি) এবং হায়ার সেকেন্ডারি (একাদশ–দ্বাদশ শ্রেণি) ও সমমানের জন্য প্রযোজ্য।

ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব ২০২৬-এর অনলাইন নিবন্ধন কার্যক্রম চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত

সম্পর্কিত নিবন্ধ

  • নিজেদের ভাষা বাঁচানোর লড়াই করা ম্রো শিশুরা ঢাকায় আসছে
  • বেরোবিতে বিআরইউডিএফের আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক উৎসব
  • মেসির দেখা পেতে কলকাতায় আসছেন শাহরুখ
  • ৪৪ নং সনমান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন
  • বিজয় দিবসে উপলক্ষে তিন দিনের নাট্যোৎসব আয়োজন করছে ডাকসু
  • গণিত উৎসব ২০২৬-এর নিবন্ধন শুরু সময় বাড়ল ১৫ ডিসেম্বর পর্যন্ত