জুলাই ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের স্বজনের হৃদয়ের ক্ষত এখনও দগদগে। প্রিয়জন হারানোর ব্যথায় কেউ কেউ আজও ঠিকমতো ঘুমাতে পারেন না। তাদের একজন খায়রুন নাহার। গত ১৯ জুলাই ঢাকার উত্তরার ভাড়া বাসার চারতলার বারান্দায় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারায় তাঁর মেয়ে নাইমা সুলতানা (১৬)। সে মাইলস্টোন স্কুলে দশম শ্রেণিতে পড়ত। তার শোক কাটিয়ে উঠতে পারেননি মা-বাবা-ভাই-বোন। খায়রুন নাহার বলেন, ‘নাইমাকে হারিয়ে ওর বড় বোন আর ছোট ভাই এখনও ট্রমাতে আছে। ছোট ছেলে মাঝেমধ্যে বলে ওঠে– মা, গুলি আসে, গুলি। আমরা ঠিকমতো ঘুমাতে পারি না।’
বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিশেষ প্রদর্শনী আয়োজন করেছে প্রথম আলো। ‘জুলাই-জাগরণ প্রদর্শনী’ শীর্ষক এ আয়োজনে গতকাল সোমবার আলোচনা সভা ছিল। সভায় সন্তানকে নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে কথাগুলো বলেন খায়রুন নাহার। 

৫ আগস্ট শহীদ ছয় বছরের জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগম বলেন, ‘তিন ভাইবোনের মধ্যে ছোট ছিল আমার জাবির। তাকে ছাড়া আমরা সবাই অসহায় হয়ে পড়েছি। পরিবারের ১২ জন ৫ আগস্ট বিজয় মিছিলে যোগ দিই। কিন্তু মিছিলের সেই আনন্দ শোকে পরিণত হয়। জাবির তার বাবার হাত ধরে হাঁটছিল। বাবার কোলেই সে গুলিবিদ্ধ হয়।’
শহীদ শাফিক উদ্দিন আহমেদ আহনাফের মা জারতাজ পারভিন বলেন, ‘আমার ছেলের বয়স ছিল ১৭ বছর। দুই মাস পর ও আঠারোতে পা দিত। মোবাইল ব্যাংকিংয়ে অ্যাকাউন্ট খোলার জন্য আমার ভোটার আইডি কার্ড চাইত। না দেওয়ায় রাগ করে বলত, দুই মাস পর আমার ১৮ হবে। আমিও ভোটার আইডি পাব। কিন্তু তার আগেই ওর ডেথ সার্টিফিকেট এসে গেল!’
সভায় আরও কথা বলেন, শহীদ আবু সাঈদের বড় ভাই রমজান আলী, মীর মাহফুজুর রহমান মুগ্ধর ভাই মীর মাহমুদুর রহমান দীপ্ত, জাবির ইব্রাহিমের বাবা কবীর হোসেন, মাহমুদুর রহমান সৈকতের বড় বোন সাবরিনা আফরোজ সেবন্তী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক সামিনা লুৎফা, অধ্যাপক চৌধুরী সায়মা ফেরদৌস। তারা নতুন বাংলাদেশে প্রত্যাশার কথা তুলে ধরেন। সভা সঞ্চালনা করেন সাংবাদিক সুমনা শারমীন।

গত ২৪ জানুয়ারিতে শুরু হওয়া প্রদর্শনীটি চলবে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত। প্রদর্শনীতে স্থান পেয়েছে শহীদদের ব্যবহৃত সামগ্রী– কারও রক্তমাখা পরিচয়পত্র, কারও গিটার, কারও আঁকা ছবি। আরও রয়েছে পত্রিকা ও অনলাইন থেকে আলোচিত সংবাদ এবং অনুসন্ধানী ভিডিও প্রতিবেদন।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: জ ল ই গণহত য

এছাড়াও পড়ুন:

হাইতিতে গ্যাং হামলায় ৫০ জনের বেশি নিহত

ক্যারিবীয় দ্বীপপুঞ্জের দেশ হাইতিতে গত সপ্তাহে একাধিক গ্যাং হামলায় ৫০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। জাতীয় মানবাধিকার প্রতিরক্ষা নেটওয়ার্কের (আরএনডিডিএইচ) তথ্যানুসারে, সংকটে জর্জরিত দেশটিতে সর্বশেষ ভয়াবহ গণহত্যার ঘটনা এটি।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ব্যারন’স। 

গতকাল সোমবার এএফপিকে পাঠানো এক প্রতিবেদনে আরএনডিডিএইচ জানায়, গত ১১ ও ১২ সেপ্টেম্বর রাজধানী পোর্ট-অ-প্রিন্সের উত্তর এলাকায় এই হামলাগুলো ঘটে।

ওই প্রতিবেদনে বলা হয়, ‘২০২৫ সালের ১৪ সেপ্টেম্বর পর্যন্ত নিহত হওয়া বহু মানুষের লাশ এখনও পাওয়া যায়নি। লাশগুলো এখনও ঝোপের মধ্যে পড়ে আছে এবং কুকুর লাশগুলো খেয়ে ফেলেছে।’

পশ্চিম গোলার্ধের সবচেয়ে দরিদ্র দেশ হাইতি। দেশটির একটি অংশ ও রাজধানী পোর্ট-অ-প্রিন্সের বেশিরভাগ এলাকা সশস্ত্র গ্যাংগুলোর নিয়ন্ত্রণে থাকায় সহিংসতা বৃদ্ধি পাচ্ছে।

২০২৪ সালের শুরুর দিকে গ্যাংগুলোর একটি জোট লাগাতার হামলা শুরু করলে পরিস্থিতির চরম অবনতি হয়। যার ফলে প্রধানমন্ত্রী এরিয়েল হেনরি পদত্যাগ করেন এবং প্রেসিডেন্টের অন্তর্বর্তীকালীন পরিষদের কাছে ক্ষমতা হস্তান্তর করেন।

হাইতির পুলিশকে সমর্থন করার জন্য কেনিয়ার নেতৃত্বাধীন বহুজাতিক বাহিনী মোতায়েন করার পরও সহিংসতা দমন করা সম্ভব হয়নি।

আরএনডিডিএইচ জানিয়েছে, ভিভ আনসানম গ্যাং জোট, যারা ২০২৪ সালের মার্চ মাস থেকে ক্যাবারেট শহরের নিয়ন্ত্রণে রয়েছে, তারা গত সপ্তাহে নিকটবর্তী ল্যাবোডেরি শহরে বেসামরিক জনগণের বিরুদ্ধে অত্যন্ত নিষ্ঠুর গণহত্যা চালিয়েছে। শহরটি রাজধানী পোর্ট-অ-প্রিন্স থেকে প্রায় ২৫ কিলোমিটার উত্তরে অবস্থিত।

সংস্থাটি আরো জানায়, ‘তারা ৫০ জনেরও বেশি মানুষকে হত্যা করেছে এবং বেশ কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে।’

প্রতিবেদনে আরো বলা হয়, ‘বেঁচে থাকা কয়েকজন পার্শ্ববর্তী এলাকায় পালিয়ে যেতে সক্ষম হন। অন্যান্যরা আক্রমণকারীদের হাত থেকে বাঁচতে নৌকায় করে সমুদ্রে পালিয়ে যায়।’ 

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস গত মাসে সতর্ক করে বলেছেন, হাইতিতে ‘রাষ্ট্রীয় কর্তৃত্ব ভেঙে পড়ছে।’

তিনি নিরাপত্তা পরিষদকে সতর্ক করে বলেন, হাইতির রাজধানীর বাইরেও সহিংসতা ছড়িয়ে পড়ছে। সেখানকার ৯০ শতাংশ অঞ্চলের ওপর গ্যাংগুলোর নিয়ন্ত্রণ রয়েছে।

রবিবার, তিনি ক্যাবারে কমিউনে হামলার নিন্দা জানিয়েছেন এবং দেশগুলোকে প্রয়োজনীয় ‘সরবরাহ, কর্মী ও তহবিল দিয়ে বহুজাতিক নিরাপত্তা সহায়তা মিশনকে শক্তিশালী করার প্রচেষ্টা ত্বরান্বিত করার’ আহ্বান জানিয়েছেন।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের তথ্যানুসারে, চলতি বছরের প্রথমার্ধে হাইতিতে কমপক্ষে ৩ হাজার ১৪১ জন নিহত হয়েছে।

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত নিবন্ধ

  • শান্তি স্থাপনের লক্ষ্যে আত্মসমর্পণ ও অস্ত্রত্যাগের প্রস্তাব মাওবাদীদের
  • হাইতিতে গ্যাং হামলায় ৫০ জনের বেশি নিহত