এক টুকরি মাটিও পড়েনি পাঁচ ক্লোজারের সংস্কারকাজে
Published: 27th, January 2025 GMT
তাহিরপুর উপজেলাসংলগ্ন মাটিয়ান হাওরের পাঁচটি ক্লোজারের কাজ শুরু করা হয়নি এখনও। এর কোনোটিতে ফেলা হয়নি এক টুকরি মাটিও। এসব ক্লোজারের কাজ বিলম্বিত হওয়ায় আতঙ্কিত স্থানীয় কৃষকসহ সাধারণ মানুষ। অথচ ফসল রক্ষা বাঁধের এই গুরুত্বপূর্ণ কাজের ব্যাপারে দায়িত্বশীলদের কাছ থেকে পরিষ্কার কোনো জবাব পাওয়া যাচ্ছে না।
হাওরাঞ্চলে ক্লোজার বলতে বোঝায় নদীর মাঝখানে আড়াআড়িভাবে বা খালের মুখে মাটির অস্থায়ী বাঁধ দিয়ে বন্ধ করা। বাঁধের কোনো অংশ দিয়ে পানি ঢুকে ভাঙনের কারণে এসব ক্লোজার সৃষ্টি হয়। এসব ক্লোজারকে গুরুত্বের সঙ্গে আমলে নিয়ে করা হয় বাঁধের কাজ।
মাটিয়ান হাওরের ওই পাঁচটি ক্লোজার হলো, ধরুন্দ’র ক্লোজার, জামলাবাজ নদীর বাঁধ, বড়দল বাগবাড়ি কুড়ের খাল, চতুর্ভুজ ক্লোজার ও পুটিমারা ক্লোজার। হাওরের এসব খালে অবস্থিত ক্লোজারগুলোর কাজ কবে নাগাদ শুরু হবে এবং কোন প্রক্রিয়ায় নির্ধারিত সময়ের মধ্যে সেগুলো যথাযথভাবে শেষ করা হবে, সেসব প্রশ্নের পরিষ্কার কোনো উত্তর পাওয়া যায়নি দায়িত্বশীলদের কাছ থেকে। ক্লোজারের কাজ দ্রুত শুরু করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোরালো আবেদন জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
মাটিয়ান হাওরের এসব ক্লোজারের মধ্যে কয়েকটির কাজ কীভাবে আর কার মাধ্যমে করানো হবে, এখনও সেটাই বুঝে উঠতে পারছে না পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কর্তৃপক্ষ। ক্লোজারের কাজ প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) মাধ্যমে করাবে। নাকি ঠিকাদার দিয়ে নির্ধারিত কাজ করানো হবে, পাউবো নিজেই যেন নিশ্চিত নয়! তাই বারবার সিদ্ধান্ত বদলের ফেরে পড়ে বিলম্বিত হচ্ছে একাধিক ক্লোজারের কাজ।
এমন সংকট সৃষ্টি হয়েছে বড়দল বাগবাড়ি কুড়ের খাল ও পুটিমারা খালের ক্লোজারের ক্ষেত্রে। পাউবো কর্তৃপক্ষ ঠিকাদার দিয়ে এ দুটি ক্লোজারে কাজ করাবে, নাকি নির্ধারিত অংশের বাঁধের কাজের জন্য গঠিত পিআইসি দিয়ে সেটা করাবে, দ্বিধায় রয়েছে পাউবো। বড়দল বাগবাড়ি কুড়ের খালটি প্রথমে পাউবো দায়িত্ব দিয়েছিল সংশ্লিষ্ট প্রকল্পের সভাপতি জুয়েল মিয়াকে। পরে আবার পাউবো জুয়েল মিয়াকে জানায়, বাঁধটি ঠিকাদার দিয়ে করানো হবে। এখন আবার জানানো হয়, এই ক্লোজারের কাজ প্রকল্প পিআইসি চেয়ারম্যানের মাধ্যমেই করানো হবে। স্থানীয় কৃষক নেতাদের অভিযোগ, পাউবোর এমন সিদ্ধান্ত বদলের কারণেই বড়দল বাগবাড়ি কুড়ের খালের কাজ দেরি হচ্ছে।
মাটিয়ান হাওর উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক বড়দল গ্রামের কৃষক সিরাজুল ইসলাম জানান, হাওরের ফসল রক্ষা বাঁধের নীতিমালা অনুযায়ী ২৮ ফেব্রুয়ারি বাঁধের কাজ শেষ হওয়ার কথা। পাউবো তাহিরপুর উপজেলার ৭৪টি প্রকল্পের মধ্যে অধিকাংশ প্রকল্পের কাজ শুরু করলেও উপজেলার বৃহৎ বোরো ফসলি এলাকা মাটিয়ান হাওরের ৫টি ক্লোজারের কাজ শুরু না করায় তারা হতাশা ও উদ্বিগ্ন। একইভাবে পুটিমারা ক্লোজারের কাজ পাউবো ঠিকাদার দিয়ে করাবে না প্রকল্প কমিটি দিয়ে– এ নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছে। বাঁধের কাজ করার নির্ধারিত সময় পেরিয়ে যাচ্ছে দ্রুত। পাউবো কবে সিদ্ধান্ত নেবে আর কাজ শুরু করবে তা নিয়ে দুশ্চিন্তা বাড়ছে কৃষকদের।
এর আগে ২০১৭ সালে ঠিকাদাররা বাঁধের কাজের টেন্ডার পেলেও কাজ না করায় ধান পাকার আগেই মেঘালয় থেকে আসা পানি যাদুকাটা পাটলাই ও বৌলাই হয়ে কোনো বাধা ছাড়াই হাওরে ঢুকে পড়ে। এতে কপাল পুড়েছে ২৫ গ্রামের ৫০ হাজার কৃষকের।
জামলাবাজ গ্রামের কৃষক আক্তার মিয়া জানান, জামলাবাজ নদীর বাঁধটি বিগত বছরগুলোতে জানুয়ারির শেষ সপ্তাহেই বাঁধে মাটি ফেলানোর কাজ সম্পন্ন হয়েছে। ফেব্রুয়ারির শুরুতে বাঁধের উভয় পাশে বাঁশ ও চাটাই দিয়ে সেটিং-এর কাজ করা হয়েছে। এ বছর বাঁধে কাজ শুরু না করায় তারা হাওরের ফসল নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন।
জামলাবাজ নদীর বাঁধের প্রকল্প সভাপতি শামছুজ্জামান জানান, বাঁধ নির্মাণের জন্য এক্সক্যাভেটর মেশিন প্রকল্প এলাকাতে আনা হয়েছে। দু-এক দিনের মধ্যেই কাজ শুরু করবেন। এতদিন পরে কেন কাজের সরঞ্জাম জোগাড়ের ব্যস্ততা, তা জানা যায়নি।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপসহকারী প্রকৌশলী মনির হোসেন জানান, বড়দল বাগবাড়ি কুড়ের খালের শুধু ক্লোজারের অংশটি প্রকল্প সভাপতি করবে। বাকি জায়গাটির উভয় দিকে ব্লক সেটিং করবে ঠিকাদার। পুটিমারা ক্লোজারের কাজ করবে শুধু ঠিকাদার। ধরুন্দ ক্লোজার, চতুর্ভুজ ক্লোজার এবং জামলাবাজ নদীর বাঁধের কাজও দু-এক দিনের মধ্যে শুরু করা হবে।
উৎস: Samakal
কীওয়ার্ড: এসব ক ল জ র প রকল প ক জ কর
এছাড়াও পড়ুন:
হাইতিতে গ্যাং হামলায় ৫০ জনের বেশি নিহত
ক্যারিবীয় দ্বীপপুঞ্জের দেশ হাইতিতে গত সপ্তাহে একাধিক গ্যাং হামলায় ৫০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। জাতীয় মানবাধিকার প্রতিরক্ষা নেটওয়ার্কের (আরএনডিডিএইচ) তথ্যানুসারে, সংকটে জর্জরিত দেশটিতে সর্বশেষ ভয়াবহ গণহত্যার ঘটনা এটি।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ব্যারন’স।
গতকাল সোমবার এএফপিকে পাঠানো এক প্রতিবেদনে আরএনডিডিএইচ জানায়, গত ১১ ও ১২ সেপ্টেম্বর রাজধানী পোর্ট-অ-প্রিন্সের উত্তর এলাকায় এই হামলাগুলো ঘটে।
ওই প্রতিবেদনে বলা হয়, ‘২০২৫ সালের ১৪ সেপ্টেম্বর পর্যন্ত নিহত হওয়া বহু মানুষের লাশ এখনও পাওয়া যায়নি। লাশগুলো এখনও ঝোপের মধ্যে পড়ে আছে এবং কুকুর লাশগুলো খেয়ে ফেলেছে।’
পশ্চিম গোলার্ধের সবচেয়ে দরিদ্র দেশ হাইতি। দেশটির একটি অংশ ও রাজধানী পোর্ট-অ-প্রিন্সের বেশিরভাগ এলাকা সশস্ত্র গ্যাংগুলোর নিয়ন্ত্রণে থাকায় সহিংসতা বৃদ্ধি পাচ্ছে।
২০২৪ সালের শুরুর দিকে গ্যাংগুলোর একটি জোট লাগাতার হামলা শুরু করলে পরিস্থিতির চরম অবনতি হয়। যার ফলে প্রধানমন্ত্রী এরিয়েল হেনরি পদত্যাগ করেন এবং প্রেসিডেন্টের অন্তর্বর্তীকালীন পরিষদের কাছে ক্ষমতা হস্তান্তর করেন।
হাইতির পুলিশকে সমর্থন করার জন্য কেনিয়ার নেতৃত্বাধীন বহুজাতিক বাহিনী মোতায়েন করার পরও সহিংসতা দমন করা সম্ভব হয়নি।
আরএনডিডিএইচ জানিয়েছে, ভিভ আনসানম গ্যাং জোট, যারা ২০২৪ সালের মার্চ মাস থেকে ক্যাবারেট শহরের নিয়ন্ত্রণে রয়েছে, তারা গত সপ্তাহে নিকটবর্তী ল্যাবোডেরি শহরে বেসামরিক জনগণের বিরুদ্ধে অত্যন্ত নিষ্ঠুর গণহত্যা চালিয়েছে। শহরটি রাজধানী পোর্ট-অ-প্রিন্স থেকে প্রায় ২৫ কিলোমিটার উত্তরে অবস্থিত।
সংস্থাটি আরো জানায়, ‘তারা ৫০ জনেরও বেশি মানুষকে হত্যা করেছে এবং বেশ কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে।’
প্রতিবেদনে আরো বলা হয়, ‘বেঁচে থাকা কয়েকজন পার্শ্ববর্তী এলাকায় পালিয়ে যেতে সক্ষম হন। অন্যান্যরা আক্রমণকারীদের হাত থেকে বাঁচতে নৌকায় করে সমুদ্রে পালিয়ে যায়।’
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস গত মাসে সতর্ক করে বলেছেন, হাইতিতে ‘রাষ্ট্রীয় কর্তৃত্ব ভেঙে পড়ছে।’
তিনি নিরাপত্তা পরিষদকে সতর্ক করে বলেন, হাইতির রাজধানীর বাইরেও সহিংসতা ছড়িয়ে পড়ছে। সেখানকার ৯০ শতাংশ অঞ্চলের ওপর গ্যাংগুলোর নিয়ন্ত্রণ রয়েছে।
রবিবার, তিনি ক্যাবারে কমিউনে হামলার নিন্দা জানিয়েছেন এবং দেশগুলোকে প্রয়োজনীয় ‘সরবরাহ, কর্মী ও তহবিল দিয়ে বহুজাতিক নিরাপত্তা সহায়তা মিশনকে শক্তিশালী করার প্রচেষ্টা ত্বরান্বিত করার’ আহ্বান জানিয়েছেন।
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের তথ্যানুসারে, চলতি বছরের প্রথমার্ধে হাইতিতে কমপক্ষে ৩ হাজার ১৪১ জন নিহত হয়েছে।
ঢাকা/ফিরোজ