বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি পুনর্বিবেচনার দাবি
Published: 28th, January 2025 GMT
ময়মনসিংহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নবগঠিত জেলা ও মহানগর আহ্বায়ক কমিটি পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছে একটি পক্ষ। সোমবার রাতে ময়মনসিংহ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এ দাবি জানানো হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন জি কে ওমর।
এ সময় বক্তব্য দেন আশিকুর রহমান ও ফুয়াদ খান। লিখিত বক্তব্যে বলা হয়, রোববার ঢাকা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা এবং মহানগরের কমিটি প্রকাশ করা হয়েছে। শহরে যারা আন্দোলনের নেতৃত্বে দিয়েছেন, তারা কমিটিতে উপেক্ষিত হয়েছেন।
কমিটি প্রকাশ হওয়ার আগে কেন্দ্রীয় প্রতিনিধির টিম লিডার লুৎফর রহমানকে ময়মনসিংহের সার্বিক পরিস্থিতি এবং অন্য প্রতিনিধিদের জানানো হয়েছিল উল্লেখ করে বলা হয়েছে, ৫ আগস্টের পর জুলাই বিপ্লবের স্পিরিট ধারণ না করে অনেকে বিভিন্ন অপকর্মের ঘটনা ঘটিয়েছে। থানায় দুটি অভিযোগও দায়ের করা হয়েছে। এর পরও প্রতিনিধি টিম লিডার কোনো সাংগঠনিক ব্যবস্থা না নিয়ে তাদের কমিটির গুরুত্বপূর্ণ পদে পদায়ন করেছে।
সংবাদ সম্মেলনে বলা হয়, কমিটিতে বিভিন্ন সংগঠনের পদধারী নেতাদের বিনা অনুমতিতে পদায়ন করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক ও সদস্য সচিবের প্রতি পূর্ণ আস্থা রয়েছে। তারা বিষয়টি পুনর্বিবেচনায় নেবেন। বিতর্কিত লোকদের সঙ্গে কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব নয় বলে তারা উল্লেখ করেছেন।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
দিনে ঢাকায় মিছিল, রাতে বাড়িতে ফিরতেই নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার
রাজধানীর উত্তরায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ময়মনসিংহ জেলা শাখার ব্যানারে মিছিলে অংশ নেওয়ার পর রাতে বাড়িতে ফিরতেই তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তিনজন হলেন ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি নূর হামীম রুশো (২০), ছাত্রলীগ কর্মী আলিফ জাহান ওরফে পার্থ (২০), মো. মারুফ মিয়া (২৫)। তাঁরা সবাই ঈশ্বরগঞ্জ পৌর শহরের বাসিন্দা।
আজ শনিবার বিকেলে গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে আদালতে পাঠানো হয়। এর আগে গতকাল শুক্রবার সকালে ময়মনসিংহ জেলা ছাত্রলীগের ব্যানারে ঢাকায় মিছিলে অংশ নিয়েছিলেন তাঁরা।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, বিশেষ অভিযান চালিয়ে ছাত্রলীগের তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা রাজধানীর উত্তরার মিছিলে অংশ নেওয়ার কথা স্বীকার করেন। তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।