সাতক্ষীরার কলারোয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জামালউদ্দিন টুটুলকে কুপিয়ে জখম করা হয়েছে। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। আহত টুটুলকে কলারোয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সরকারি জায়গা থেকে ইটভাটার জন্য মাটি উত্তোলনকে কেন্দ্র করে আজ দুপুরে টুটুলের সঙ্গে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের কয়েকজন নেতাকর্মীর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা টুটুলের মাথায় দা দিয়ে কোপান। পরে আহত অবস্থায় টুটুলকে হাসপাতালে নেওয়া হয়। 

এ বিষয়ে কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আরেফিন বলেন, এ বিষয়ে ভুক্তভোগী এখনও  অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেব।
 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: কল র য় য বদল

এছাড়াও পড়ুন:

বিএনপির মনোনয়ন পেলেন হুম্মাম কাদের চৌধুরী

চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) সংসদীয় আসনে বিএনপি’র মনোনয়ন পেয়েছেন প্রয়াত সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে এবং গুমের শিকার হুম্মাম কাদের চৌধুরী।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ২৩৭টি সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রকাশ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এতে চট্টগ্রাম-৭ আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে হুম্মাম কাদের নাম ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে মানবতাবিরোধী অপরাধ মামলায় ফাঁসি দেওয়া হয় সালাউদ্দিন কাদের চৌধুরীকে। পরবর্তীতে গুম করা হয় তার পুত্র হুম্মাম কাদের চৌধুরীকে।

চট্টগ্রামের রাঙ্গুনিয়া আসনে একাধিকবার সাংসদ নির্বাচিত হয়েছিলেন প্রয়াত সালাউদ্দিন কাদের চৌধুরী। এই আসন থেকে নির্বাচিত হয়ে তিনি মন্ত্রীর দায়িত্বও পালন করেন। গত ১৫ বছর এই আসনে সাংসদ ছিলেন আওয়ামী লীগের ড. হাসান মাহমুদ।

ঢাকা/রেজাউল/এস

সম্পর্কিত নিবন্ধ