বগুড়া সুহৃদের ‘প্রকৃতি ও প্রীতি যাত্রা’
Published: 2nd, February 2025 GMT
প্রকৃতি আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। এই প্রকৃতির স্নিগ্ধ ছোঁয়া আমাদের হৃদয়কে করে তোলে প্রশান্ত। এর সঙ্গে যদি যুক্ত হয় সুহৃদ পরিবারের প্রীতি, তবে সেই যাত্রা হয়ে ওঠে এক অনন্য আনন্দময় অভিজ্ঞতা। ঠিক তেমনই একটি দিন কাটিয়েছেন বগুড়া সমকাল সুহৃদ সমাবেশের সদস্যরা। আনন্দ, উচ্ছ্বাস, এবং সৌন্দর্যের অনন্য মেলবন্ধনে ভরা এ দিনটি তাদের জীবনে একটি চিরস্মরণীয় স্মৃতি হিসেবে থেকে যাবে।
প্রকৃতির স্নিগ্ধতা ও আমাদের মিলনমেলা
বগুড়া সমকাল সুহৃদ সমাবেশ আয়োজন করে এক দিনের ভ্রমণের। নওগাঁ জেলার সাপাহারের জবই বিলের মনোরম প্রাকৃতিক পরিবেশে আয়োজন করা হয়েছিল এই ‘প্রকৃতি ও প্রীতি যাত্রা’। দিনের শুরু থেকেই সদস্যরা একে একে উপস্থিত হতে থাকেন। তাদের উচ্ছল মুখ আর প্রাণবন্ত হাসি যেন প্রকৃতির সঙ্গেই একাত্ম হয়ে গিয়েছিল।
আয়োজনের উদ্দেশ্য ছিল প্রকৃতির নৈসর্গিক রূপ উপভোগ করা এবং সদস্যদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করা। দিনটি কেটেছে বিভিন্ন কার্যক্রম, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ এবং হাসি-আড্ডার মধ্য দিয়ে। সকালের নাশতা থেকে শুরু করে দিনব্যাপী নানা আয়োজন সবার মুখে হাসি ফোটায়।
দিনব্যাপী আয়োজনে যুক্ত হন সুহৃদ উপদেষ্টা সরকারি আজিজুল হক কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মতিউর রহমান, সমকাল উত্তরাঞ্চলীয় প্রতিনিধি লিমন বাসার, সমকাল বগুড়া ব্যুরোপ্রধান এসএম কাওসার এবং হাজী ফিলিং স্টেশন ও হাজী মোটরসের স্বত্বাধিকারী মিজানুর রহমান। এ ছাড়া সুহৃদ সভাপতি আবু মোত্তালেব মানিক, সিনিয়র সহসভাপতি সাজিয়া আফরিন সোমা, সহসভাপতি শেখর রায়, মশিউর রহমান জুয়েল, আব্দুর রহমান ও সিরাজ উদ্দিন, সাধারণ সম্পাদক আসলাম হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক মিজু আহমেদ, সাংগঠনিক সম্পাদক সঞ্জু রায়, সহ-সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বি, অর্থ সম্পাদক চন্দন কুমার ঘোষ, দপ্তর সম্পাদক মানিক রতন ঘোষ, নারী ও শিশু কল্যাণ সম্পাদক হাবিবা নাসরিন, সহ-নারী ও শিশু কল্যাণ সম্পাদক রাফসানা আক্তার রাখি, কার্যনির্বাহী সদস্য শানেওয়াজ শাওন, নাহিদ ইসলাম, আতিক হাসান, তুহিন ইসলাম, আরমান হোসেন, আসিফ আহমেদ, তুহিন ইসলাম, রিমি, হুমায়রা ও সরকারি আজিজুল হক কলেজ শাখার সদস্য সিরাজুল ইসলাম।
সভাপতি আবু মোত্তালেব মানিক বলেন, বগুড়া সুহৃদ সমাবেশের সব সদস্য মিলে আমরা একটি পরিবারের মতো। প্রকৃতি ও বন্ধুত্বের এ আয়োজন আমাদের বন্ধনকে আরও দৃঢ় করেছে। এ ধরনের আয়োজন আমাদের নতুনভাবে প্রেরণা দেয় এবং প্রকৃতির প্রতি ভালোবাসা জাগিয়ে তোলে। আমরা চাই এই যাত্রা যেন আমাদের জীবনকে আরও সমৃদ্ধ ও আনন্দময় করে তোলে।
সারাদিনের কার্যক্রম
আয়োজনের দিনটি নানা ধরনের মজাদার কার্যক্রমে ভরপুর ছিল। সকালের নাশতা, দলবদ্ধ খেলা, মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা এবং প্রকৃতি ঘুরে দেখার মধ্য দিয়ে দিনটি ছিল ভিন্নরকম আনন্দময়। সদস্যদের প্রাণখোলা হাসি আর আড্ডার পরিবেশ আয়োজনটিকে আরও বেশি স্মরণীয় করে তোলে। সুন্দর এই দিনের প্রতিটি মুহূর্ত যেন একটি স্মৃতি হয়ে রয়েছে। আয়োজনে অংশগ্রহণকারীরা প্রকৃতির সৌন্দর্য এবং পারস্পরিক বন্ধুত্বের মধ্য দিয়ে দিনটিকে উপভোগ করেছেন। এই প্রকৃতি ও প্রীতির যাত্রা সবার জন্য হয়ে থাকবে এক অনন্য অভিজ্ঞতা।
উৎস: Samakal
কীওয়ার্ড: ভ রমণ র রহম ন ইসল ম সমক ল আনন দ সদস য
এছাড়াও পড়ুন:
নির্বাচনে জোরালো ভূমিকা পালন করবে আনসার: ডিজি
আসন্ন জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের জন্য বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা জোরালো ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
সোমবার (৩ নভেম্বর) জাতীয় নির্বাচনে আনসার-ভিডিপির ভোট কেন্দ্রের নিরাপত্তা মহড়া ও চতুর্থ ধাপের আনসার কোম্পানি প্লাটুন সদস্যদের প্রশিক্ষণ অনুষ্ঠানে এ কথা বলেছেন বাহিনীর মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
তিনি বলেছেন, আনসার সদস্যরা ভোট কেন্দ্রগুলোর প্রথম প্রতিরক্ষা স্তর হিসেবে দায়িত্ব পালন করবেন। তারা ভোট কেন্দ্রের অভ্যন্তরে শান্তি-শৃঙ্খলা রক্ষা, নির্বাচন সংশ্লিষ্ট কাগজপত্রের নিরাপত্তা এবং ভোটাধিকার প্রয়োগের অনুকূল পরিবেশ সৃষ্টিতে কাজ করবেন।
ডিজি আরো বলেন, সাধারণত নির্বাচনে প্রতিটি ভোট কেন্দ্রে অস্ত্রধারী এবং অস্ত্রবিহীন নারী ও পুরুষ আনসার সদস্যদের সমন্বয়ে একটি দল মোতায়েন করা হয়। আনসার বাহিনী জনগণের নিরাপত্তা ও আস্থার প্রতীক হয়ে কাজ করবে এবং নিরপেক্ষভাবে দায়িত্ব পালন নিশ্চিত করা হবে।তিনি
জানান, আনসার বাহিনী প্রথমবারের মতো ডিজিটাল মনিটরিং সিস্টেম চালু করেছে, যেখানে প্রতিটি সদস্য সদর দপ্তরের সঙ্গে ডিজিটাল সিস্টেমে যুক্ত থাকবেন।
ঢাকা/এমআর/রফিক