বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাব আয়োজিত আন্তঃবিভাগ ফুটসাল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ। পাশাপাশি মেয়েদের প্রীতি হ্যান্ডবল টুর্নামেন্টে পেনাল্টিতে ফনিক্স ফ্লায়ার্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে দ্য ফিয়ারসাম।
সম্প্রতি মেয়েদের হ্যান্ডবল টুর্নামেন্ট দিয়ে খেলা শুরু হয়। মেয়েদের হ্যান্ডবল টুর্নামেন্টে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। ২৬ জানুয়ারি শুরু হওয়া ফুটসাল টুর্নামেন্টের ফাইনাল খেলায় মুখোমুখি হয় ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ এবং নেভাল আর্কিটেকচার অ্যান্ড অফশোর ইঞ্জিনিয়ারিং বিভাগ।
ফাইনাল ম্যাচের উত্তেজনাপূর্ণ খেলায় নির্দিষ্ট সময়ে কোনো দলই গোল করতে না পারায় খেলা বর্ধিত সময় গড়ায়। গোল না হওয়ায় পেনাল্টির মাধ্যমে জয়ী দল নির্ধারণ করা হয়। পেনাল্টিতে জয়ী হয় ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগের দল।
খেলায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির উপাচার্য রিয়ার অ্যাডমিরাল আশরাফুল হক চৌধুরী। খেলা শেষে তিনি বিজয়ীদের হাতে ট্রফি ও মেডেল তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, ডিন, শিক্ষক ও অন্যান্য কর্মকর্তা। প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির শিক্ষার্থীরা প্রাণবন্তভাবে এ খেলায় অংশগ্রহণ করেছে। এখন থেকে এ ধরনের খেলা নিয়মিত আয়োজন করা হবে। পাশাপাশি তিনি এ ধরনের টুর্নামেন্টের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান। তিন দিনব্যাপী এ আন্তঃবিভাগ ফুটসাল টুর্নামেন্ট মিরপুরের সাগুফতা এলাকার স্পোর্টস এরিনায় অনুষ্ঠিত হয়। ৫টি বিভাগের ৫টি দল এ খেলায় অংশগ্রহণ করে। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ফ টস ল

এছাড়াও পড়ুন:

৪৮ ঘণ্টার ব্যবধানে ফের ভারতীয় জলসীমায় গ্রেপ্তার ১৩ বাংলাদেশি

মাত্র দুইদিনের ব্যবধানে আবারো ভারতীয় জলসীমা লঙ্ঘন করার অভিযোগে ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর হাতে আটক করা হয়েছে বাংলাদেশি ট্রলার। বুধবার (১৭ সেপ্টেম্বর) মায়ের দোয়া নামক ওই ট্রলারে মোট ১৩ জন বাংলাদেশি মৎস্যজীবীকে গ্রেপ্তারের পাশাপাশি বাংলাদেশি ওই ফিশিং ট্রলারটি বাজেয়াপ্ত করেছে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী।

উপকূলরক্ষী বাহিনীর তরফে সংবাদমাধ্যমকে বাংলাদেশি মৎস্যজীবীদের আটক এর ব্যাপারে কোনো তথ্য জানানো হয়নি। তবে পশ্চিমবঙ্গ পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে, বাজেয়াপ্ত ট্রলার ও ১৩ জন মৎস্যজীবীকে দক্ষিণ ২৪ পরগনা জেলার অন্তর্গত ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার হাতে ইতিমধ্যেই তুলে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) তাদের আদালতে তোলা হবে। 

আরো পড়ুন:

জলবায়ু পরিবর্তনে বদলাচ্ছে রোগের চিত্র, বাড়ছে বিরল সংক্রমণ 

অজিতের পারিশ্রমিক ২৪১ কোটি টাকা!

এর আগে গত সোমবার (১৫ সেপ্টেম্বর) সুন্দরবনের ভারতীয় অংশে জলসীমা অতিক্রম করার অভিযোগে আটক করা হয় ১৯ বাংলাদেশি মৎস্যজীবিকে। ধৃত মৎসজীবীরা বাংলাদেশের বরিশাল  বিভাগের ভোলা জেলার পুরালিয়া গ্রামের বাসিন্দা। 

প্রসঙ্গত, গত জুলাই মাসের মাঝামাঝি ‘এফবি ঝড়’ এবং ‘এফবি মঙ্গলচণ্ডী ৩৮’ নামে দুটি ভারতীয় ফিশিং ট্রলারের ৩৪ জন ভারতীয় মৎস্যজীবীকে আটক করে বাংলাদেশ নৌবাহিনী। পরবর্তীতে মোংলা থানার পুলিশের কাছে তাদের হস্তান্তর করা হয়। পাল্টাপাল্টি মৎস্যজীবী আটকের ঘটনায় দুই দেশের তরফেই ফের কূটনৈতিক টানাপোড়েন শুরু হয়েছে। তবে মৎসজীবীদের প্রত্যর্পণের বিষয়ে দুই দেশের এখনো কোনোপ্রকার আলোচনা শুরু হয়নি বলেই দূতাবাস সূত্রের খবর।

ঢাকা/সুচরিতা/ফিরোজ

সম্পর্কিত নিবন্ধ