পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত
Published: 3rd, February 2025 GMT
পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো আন্তঃবিভাগ ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের কাছে উন্মুক্ত প্রাঙ্গণে উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। ফাইনাল ম্যাচে পরিসংখ্যান বিভাগ গণিত বিভাগকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন উপাচার্য অধ্যাপক ড.
উপাচার্য বলেন, সুস্থ ও সুন্দর জীবনের জন্য খেলাধুলার গুরুত্ব অপরিসীম। এটি দেহ ও মনকে প্রফুল্ল রাখার পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি করে। তিনি অংশগ্রহণকারী সকল দল ও আয়োজকদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে এ ধরনের আয়োজনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতার আশ্বাস দেন। সংবাদ বিজ্ঞপ্তি।
উৎস: Samakal
কীওয়ার্ড: বর শ ল
এছাড়াও পড়ুন:
বন্দরে ২ নারী মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪
বন্দরে ১০৯ পিছ ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা বিক্রি নগদ ১৫ হাজার ৭৮০ টাকাসহ ২ নারী মাদক কারবারিসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত মাদক কারবারিরা হলো বন্দর থানার মাহামুদনগর এলাকার মৃত নাসির উদ্দিন মিয়ার ২ মেয়ে নিঝুম (২৬) ও জেরিন (২৪) একই থানার সোনাকান্দা বেপারীপাড়া এলাকার সোবহান মিয়ার ছেলে নয়ন (২২) ও মদনগঞ্জ সৈয়ালবাড়ী ঘাট এলাকার শাহজাহান মিয়ার ছেলে রাজু (২৩)।
ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও মাদক বিক্রি নগদ টাকা জব্দের ঘটনায় বন্দর থানার উপ পরিদর্শক কামরুজ্জামান বাদী হয়ে গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মঙ্গলবার দুপুরে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে পুলিশ। যার মামলা নং- ৬(৮)২৫।
গ্রেপ্তারকৃতদের উল্লেখিত মামলায় মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত সোমবার (৪ আগস্ট) রাত সাড়ে ১২টায় বন্দর থানার মাহামুদনগর এলাকায় অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।
থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা দীর্ঘ দিন ধরে উল্লেখিত এলাকায় অবাধে ইয়াবা বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেপ্তারকৃত আসামী নিঝুমের বসত ঘরে অভিযান চালিয়ে উল্লেখিত ইয়াবাসহ এদেরকে গ্রেপ্তার করা হয়।