ফরিদপুরের ভাঙ্গায় যাযাবর জীবনযাপন করা বেদে সম্প্রদায়ের শিশুদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার দুপুর ১২টায় পৌরসভার ২ নম্বর সদরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে ১৫ জন বেদে শিশুকে ফুল দিয়ে বরণ করে তাদের হাতে বই ও শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান বলেন, সমকালে প্রকাশিত প্রতিবেদনের মাধ্যমে আমরা জানতে পারি, বেদে সম্প্রদায়ের শিশুরা শিক্ষার আলো থেকে দূরে রয়েছে। তাদের স্কুলে পাঠানোর দায়িত্ব উপজেলা প্রশাসন নিয়েছে, যাতে কোনো সম্প্রদায় শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত না হয়।

বই হাতে পেয়ে শিশু রেক্সোনা, ববি আক্তার ও হায়দার উচ্ছ্বাস প্রকাশ করে বলে, বই পেয়ে আমরা খুব খুশি, কাল থেকে নিয়মিত স্কুলে যাবো ও লেখাপড়া করবো।

বেদেনী সর্দার শাহীনূর বেগম বলেন, আমাদের জীবন যাযাবর হলেও আমাদের সন্তানরা শিক্ষিত হয়ে সমাজের সবার সঙ্গে চলতে পারবে। প্রশাসন আমাদের পাশে দাঁড়িয়েছে, এতে আমরা অনেক খুশি।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো.

জাহাঙ্গীর হোসেন, সহকারী শিক্ষা অফিসার মো. তহিদুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনেয়ারা ইয়াসমিন আক্তার ববি, শিক্ষক, সাংবাদিক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা এসময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৯ জানুয়ারি 'ঠান্ডা বাতাসে কেঁপে কেঁপে উঠি মোরা' শিরোনামে সমকালে প্রকাশিত প্রতিবেদনে বেদে সম্প্রদায়ের দুর্দশার চিত্র উঠে আসে। এরপরই উপজেলা প্রশাসন তাদের পাশে দাঁড়িয়ে শিক্ষার আলো পৌঁছে দেওয়ার উদ্যোগ নেয়।

এ উদ্যোগের ফলে বেদে সম্প্রদায়ের শিশুরা নতুন করে স্বপ্ন দেখছে, শিক্ষা গ্রহণের মাধ্যমে তারা সমাজের মূল স্রোতে যুক্ত হওয়ার সুযোগ পাচ্ছে।

উৎস: Samakal

কীওয়ার্ড: ইউএনও উপজ ল

এছাড়াও পড়ুন:

মানুষের বিশ্বাস অর্জনই আমাদের লক্ষ্য  : আল আমিন

এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব ও শৃঙ্খলা কমিটির প্রধান আবদুল্লাহ আল আমিন বলেছেন, ‘নির্বাচনে জয় পরাজয় মূখ্য বিষয় নয়। সাধারণ মানুষ ও ভোটারদের আস্থা এবং বিশ্বাস অর্জন করাই আমাদের লক্ষ্য। 

স্বাধীনতার পর থেকে যারা বারংবার এই দেশের ক্ষমতার আসনে বসেছে, সেই দলের জনপ্রতিনিধিদের কর্মকান্ডের কারনে জনগন তাদের বিশ্বাস করতে চায় না। মানুষের সামনে আস্থার সংকট তৈরী হয়েছে। আমরা চাই, মানুষ আমাদের কথায় ও কাজে মিল দেখে আমাদের উপর ভরসা রাখবে।’

শনিবার (৬ ডিসেম্বর) ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের ভুইগড় ও রঘুনাথপুর এলাকায় শাপলা কলি প্রতীকের পক্ষে ব্যাপক গণসংযোগ করেন আল আমিন। এসময় বিভিন্ন শ্রেনী পেশার মানুষের হাতে লিফলেট তুলে দেন এবং কুশল বিনিময় করেন তিনি। গণসংযোগ শেষে সংক্ষিপ্ত পথসভায় তিনি এসব মন্তব্য করেন।

আল আমিন স্থানীয় পাড়া মহল্লায় সাধারণ মানুষের সাথে কুশল বিনিময়কালে এলাকার উন্নয়ন, নিরাপত্তা নিশ্চিত, মাদকমুক্ত সমাজ গঠন, কর্মসংস্থান বৃদ্ধি ও তরুন প্রজন্মের ভবিষ্যৎ নিশ্চিতের আশ্বাস দেন। দলীয় নেতাকর্মিদের উপস্থিতিতে পুরো পথসভা ওণসংযোগ কর্মসূচী প্রাণবন্ত হয়ে উঠে।

এসময় উপস্থিত ছিলেন, জেলা এনসিপির সদস্য জুবায়ের হোসেন, মোস্তফা খন্দকার, তরিকুল ইসলাম, লুবনা রহমান, জেলা যুবশক্তির নেতা রাইসুল ইসলাম, উপজেলা এনসিপি নেতা সাগর মল্লিক সহ এনসিপি, যুবশক্তি ও ছাত্রশক্তির স্থানীয় নেতাকর্মীরা।
 

সম্পর্কিত নিবন্ধ

  • মানুষের বিশ্বাস অর্জনই আমাদের লক্ষ্য  : আল আমিন
  • খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বন্দর উপজেলা যুবদলের দোয়া
  • রূপগঞ্জে বন্ধুদের নিয়ে নিজ বাড়িতে ডাকাতির নাটক, ৩ কিশোর গ্রেপ্তার