সার নিয়ে অনিয়ম করলে ছাড় নয়: যশোরের ডিসি
Published: 4th, February 2025 GMT
যশোরের জেলা প্রশাসক (ডিসি) মো. আজাহারুল ইসলাম বলেছেন, “ নীতির সঙ্গে ব্যবসা করতে হবে। তাই সার বিতরণে কোনো প্রকার অনিয়ম বা অস্থিরতা তৈরি করা যাবে না। যারা এ ধরনের পরিস্থিতি সৃষ্টি করবেন তাদের ছাড় দেওয়া হবে না।”
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) যশোরের অভয়নগর উপজেলা প্রশাসনের আয়োজনে সার আমদানিকারক, বিএফএর প্রতিনিধি, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, ছাত্র প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
আজাহারুল ইসলাম বলেন, “অভয়নগর থেকে ৭০ শতাংশ সার দেশের বিভিন্ন জেলায় সরবরাহ হয়ে থাকে। গত বছরের ৫ আগস্টের আগের সব অনিয়ম-দুর্নীতির চিহ্ন মুছে ফেলে নতুন করে কাজ করতে হবে। আমাদের সবার চিন্তা চেতনার পরিবর্তন আনতে হবে। কৃষকের চাহিদা মোতাবেক অগ্রাধিকার ভিত্তিতে কাজ করতে হবে। সার ব্যবস্থাপনা ও ওজনের বিষয়ে ব্যবসায়ীদের আরো সচেতন হতে হবে। তাহলেই আমাদের নতুন বাংলাদেশ গড়ার অঙ্গিকার বাস্তবায়ন হবে।”
উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়দেব চক্রবর্তী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিএফএর প্রতিনিধি আব্দুল আওয়াল, আমদানিকারক নোয়াপাড়া গ্রুপের প্রতিনিধি সাইফুল ইসলাম, নওয়াপাড়া প্রেস ক্লাবের সভাপতি এস এম মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মফিজুর রহমান দপ্তরী, সার পরিবেশকদের পক্ষে কাজী ফারুক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফারুক, অভয়নগর থানার ওসি মো.
ঢাকা/প্রিয়ব্রত/মাসুদ
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
খুলনায় ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে তরুণীর মৃত্যু
খুলনা নগরীতে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে সুরাইয়া নামে তরুণীর মৃত্যু হয়েছে। আজ রবিবার (৯ নভেম্বর) নগরীর বয়রা বাজার শেরের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
সুরাইয়া যশোরের অভয়নগর উপজেলার হিতিয়া এলাকার বাসিন্দা মো. আতিয়ার মোল্লার মেয়ে।
আরো পড়ুন:
সড়ক পার হওয়ার সময় বাসের ধাক্কায় নিহত ১
রাজশাহীতে ট্রাকচাপায় তিন বন্ধু নিহত
সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে অভয়নগর থেকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন ওই তরুণী। চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে চলন্ত ইজিবাইকের চাকার সঙ্গে গলায় থাকা ওড়না পেঁচিয়ে যায়। ইজিবাইক থেকে ওই তরুণী নিচে পড়ে গিয়ে গলায় গুরুতর আঘাত পায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা/নুরুজ্জামান/বকুল