Prothomalo:
2025-11-02@16:28:47 GMT
কারও মায়া কাটে না, কারও মন মানে না
Published: 5th, February 2025 GMT
একটা বেঞ্চি। পাশাপাশি বসে আছেন প্রীতম হাসান ও তানজিন তিশা। একটু দূরত্বে বেঞ্চির এক কোণে বসেছেন পারশা মাহজাবীন। ছবির ক্যাপশনে লেখা, ‘কারও মায়া কাটে না! কারও মন মানে না!’ আজ সন্ধ্যায় প্রকাশ করা হয়েছে জাহিদ প্রীতমের ওয়েব ফিল্ম ‘ঘুমপরী’র নতুন পোস্টার। চরকির এ বিশেষ সিনেমাটি মুক্তি পাবে ভালোবাসা দিবসে।
ভালোবাসা আর মমতায় মাখানো রূপকথার ঘুমপরির গল্প। তার যেমন সৌন্দর্য, তেমন সুরেলা কণ্ঠ।
‘ঘুমপরী’র নতুন পোস্টার। চরকির সৌজন্যে.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে নির্বাচন কমিশন থেকে চার শিক্ষকের পদত্যাগ
ফাইল ছবি