দেশ পরিচালনায় সরকারকে দক্ষতার পরিচয় দিতে হবে: সাইফুল হক
Published: 8th, February 2025 GMT
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, অন্তর্বর্তী সরকারকে জনআস্থার মর্যাদা দিতে হবে। সরকার হিসেবে তারা দুর্বল ও অকার্যকর– এমন ধারণা বাড়তে থাকলে তাদের সফল হওয়ার সম্ভাবনা কমে যাবে। তাই তাদের দেশ পরিচালনায় দক্ষতা ও যোগ্যতার পরিচয় দিতে হবে।
শুক্রবার রাজধানীর সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর প্রতিনিধি সভায় সাইফুল হক এসব কথা বলেন।
তিনি বলেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উস্কানির ফাঁদে পড়লে অনভিপ্রেত পরিস্থিতিতে একদিকে বহুমুখী ষড়যন্ত্রের শক্তি শক্তিশালী হবে, অন্যদিকে গণঅভ্যুত্থানের অর্জন হাতছাড়া হওয়ার ঝুঁকি বাড়বে।
সাইফুল হক বলেন, শেখ হাসিনার বক্তব্যে ছাত্র-শ্রমিক-জনতাকে হত্যা ও তাঁর ১৬ বছরের ফ্যাসিবাদী শাসনের সময় করা অপরাধের জন্য ক্ষমা চাওয়া দূরের কথা, কোনো ধরনের অনুশোচনা পর্যন্ত নেই। বরং বক্তব্যের মাধ্যমে তিনি উস্কানি সৃষ্টির চেষ্টা করেছেন।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর কমিটির সভাপতি মীর মোফাজ্জল হোসেন মোশতাকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন বহ্নিশিখা জামালী, আবুল কালাম আজাদ, সালাউদ্দিন মিয়া, মীর রেজাউল আলম প্রমুখ।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
যারা ছোট পর্দায় কাজ করি, সবারই লক্ষ্য থাকে বড় পর্দা: জোভান
ফারহান আহমেদ জোভান