বন্দরে  নির্মাণাধীন এক শিল্পপ্রতিষ্ঠান দখলে নিতে বহিরাগত সন্ত্রাসীদের  কর্মকান্ডের বিরুদ্ধে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছেন  ৭ গ্রামবাসী ও স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ। শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বন্দর উপজেলার  ধামগড়  ইস্পাহানি বাজার এলাকায় এ প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভায় ধামগড় ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুল মতিন ভাষানির সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে  উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এড.

বিল্লাল হোসেন। এসময় বক্তব্য রাখেন ধামগড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মেম্বার,  বিএনপি নেতা সোহেল,  নাসিরউদ্দিন ও নাসিক ২৬ নং ওয়ার্ড বিএনপি নেতা নুরুল ইসলাম নারু প্রমুখ।

বক্তরা বলেন, ধামগড় এলাকায় অবস্থিত এসএফ ডেনিস এ্যাপারেলস লিমিটেড নামে একটি শিল্পপ্রতিষ্ঠানের নির্মাণ কাজ পরিচালনা করতো বন্দর উপজেলা আওয়ামীলীগের ধর্মবিষয়ক সম্পাদক হাফেজ মো. আইয়ুব মেম্বার। গত  ৫ আগস্টের পর কোম্পানির নির্মাণকাজ  পরিচালনার জন্য স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ দাবি জানান।  

তার পর থেকে  আওয়ামীলীগ নেতা আইয়ুব গত ৫ ফেব্রুয়ারি সকালে সিদ্ধিরগঞ্জের  শীর্ষ সন্ত্রাসী ঢাকাইয়া জালাল, পান্ডব ও  নাসিক ২৬ নং ওয়ার্ড লক্ষণখোলা এলাকার আওয়ামীলীগ নেতা শাহ আলম, ফয়সালের  নেতৃত্বে ১০০/১৫০ জন লোক অস্ত্রেসস্ত্রে নিয়ে এলাকায় মহড়া শুরু করে ।

এসময় ধামগড়, মনারবাড়ি, রামনগর, ছালামত, সোনাচরা, বনগন, তালতলা গ্রামের ৪ থেকে ৫ শতাধিক বিক্ষুদ্ধ লোকজন একত্রিত হয়ে বহিরাগত  সন্ত্রাসীদের অবরুদ্ধ করে রাখে।  পরে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দের হস্তক্ষেপে অবরুদ্ধ সন্ত্রাসীদের ছেড়ে দেয়া হয়। এ ঘটনাকে কেন্দ্র করে ৩০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে বলে ৮ জনকে আসামি করে বন্দর থানায় একটি মিথ্যা অভিযোগ দায়ের করেন।  এ মিথ্যা অভিযোগ সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন প্রতিবাদ সভায় অংশ নেয়া নেতৃবৃন্দ।   
 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ব এনপ ন র য়ণগঞ জ ব এনপ র ধ মগড়

এছাড়াও পড়ুন:

দলের বৃহত্তম সার্থে সবাইকে কাজ করতে হবে : গিয়াসউদ্দিন

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সফল সভাপতি ও নারায়ণগঞ্জ ৪-আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, সব সময় দলের জন্য কাজ করে যাচ্ছি, কিভাবে আগামী দিন দল ক্ষমতায় আসবে, রাষ্ট্রীয় দায়ীত্ব নিবে, আমাদের প্রিয় নেতা তারেক রহমান তার পিতার পরে, তার মাতার পরে তৃতীয় ধাপে বাংলাদেশের দায়ীত্ব নিয়ে দেশ এবং জনগণের কল্যাণে কাজ করবে।

বুধবার (১০ ডিসেম্বর ) দুপুরে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় সিদ্ধিগঞ্জ থানা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, দেশ ও জনগণের কল্যানের জন্য রাজনীতি করতে হবে এবং দলের বৃহত্তম সার্থে আমাদের সবাইকে কাজ করতে হবে। আমাদের প্রিয়নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অনেক অসুস্থ  আপনারা দেশনেত্রীর জন্য দোয়া করবেন আল্লাহতালা তাকে যেন দ্রুত সুস্থ করে দেন।

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলামের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হোসেনের পরিচালনায় উক্ত দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম,এ,হালিম জুয়েল, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি জি,এম,সাদরিল, মোস্তফা কামাল, সেলিম মাহমুদ, রওশন আলী, ডি,এইচ,বাবুল, এ্যাডঃ মাসুদুজ্জামান মন্টু, নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের আহ্বায়ক এস,এম,আসলাম, নারায়ণগঞ্জ মহানগর জাসাসের সভাপতি স্বপন চৌধুরী, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির যুগ্ম-সম্পাদক জাহাঙ্গীর হোসেন স্বাধীন, কামরুল হাসান শরীফ, সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন,গণ-শিক্ষা বিষয়ক সম্পাদক মহিউদ্দিন সিকদারসহ ১ থেকে ১০নং ওয়ার্ড বিএনপির সভাপতি,সাধারণ সম্পাদক ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এসময় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফিরাত এবং বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়।
 

সম্পর্কিত নিবন্ধ

  • অসহায় রিকশাচালক পরিবারের মুখে হাসি ফোটালো নারায়ণগঞ্জ বসুন্ধরা শুভসংঘ
  • নবাগত সদর ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময়
  • দলের বৃহত্তম স্বার্থে সবাইকে কাজ করতে হবে : গিয়াসউদ্দিন
  • দলের বৃহত্তম সার্থে সবাইকে কাজ করতে হবে : গিয়াসউদ্দিন