মাগুরার শালিখা উপজেলায় ফটকী নদীর ওপর নির্মিত আড়পাড়া সেতুর সংস্কারকাজের জন্য আগামী শুক্রবার সকাল ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা মাগুরা-যশোর মহাসড়কে যান চলাচল বন্ধ থাকবে। এ পথে চলাচলকারী যানবাহনকে এ সময় বিকল্প সড়ক ব্যবহার করে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে। আজ বুধবার সকালে বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে মাগুরা সড়ক ও জনপথ বিভাগ (সওজ)।

মাগুরা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘খুলনা সড়ক জোনের আওতাধীন মহাসড়কে বিদ্যমান সরু ও ঝুঁকিপূর্ণ পুরাতন বেইলি সেতুর স্থলে কংক্রিট সেতু নির্মাণ’ শীর্ষক প্রকল্পের আওতায় যশোর দড়াটানা মোড় থেকে মাগুরা ভায়না মোড় জাতীয় মহাসড়কের প্রায় মাঝামাঝি অংশে অবস্থিত ফটকী নদীর ওপর নির্মিত আড়পাড়া সেতুর সংস্কারকাজ শুরু হবে। এ কাজের জন্য ১৪ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ৬টা থেকে ১৬ ফেব্রুয়ারি সকাল ৬টা পর্যন্ত আড়পাড়া সেতুতে যানচলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। এ সময়ের মধ্যে মাগুরা–যশোর মহাসড়কে চলাচলকারী যানবাহনগুলোকে বিকল্প সড়ক হিসেবে মাগুরা-ঝিনাইদহ-যশোর মহাসড়ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি আড়পাড়া সেতু এড়িয়ে আঞ্চলিক সড়কগুলো ব্যবহার করতেও কোনো বাধা নেই।

মাগুরা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো.

রাসেল প্রথম আলোকে বলেন, জনস্বার্থে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: সড়ক ব

এছাড়াও পড়ুন:

তিন সাংবাদিকের চাকুরিচ্যুতির ঘটনায় ডিআরইউ’র উদ্বেগ

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য সাংবাদিক রফিকুল বাসার, মুহাম্মদ ফজলে রাব্বি ও মিজানুর রহমানসহ কয়েকজন সংবাদকর্মীর চাকরিচ্যুতির ঘটনায় উদ্বেগ জানিয়েছে ডিআরইউ।

বুধবার (৩০ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সংবাদকর্মীদের চাকুরিচ্যুতির ঘটনায় এ উদ্বেগ জানান।

উল্লেখ্য, চ্যানেল আই’র সাংবাদিক রফিকুল বাসার, এটিএন বাংলার মুহাম্মদ ফজলে রাব্বি ও দীপ্ত টিভির সাংবাদিক মিজানুর রহমানকে মঙ্গলবার কোনো রকম পূর্ব নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করে কর্তৃপক্ষ।

ডিআরইউ নেতৃবৃন্দ তিন সাংবাদিককে চাকরিচ্যুতির কারণ ব্যাখ্যা করার দাবি জানিয়েছেন।

এএএম//

সম্পর্কিত নিবন্ধ