চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে যাচ্ছি: শান্ত
Published: 12th, February 2025 GMT
যেকোন টুর্নামেন্টের আগে বাংলাদেশ ক্রিকেট দলের কাছে অবধারিত প্রশ্ন, ‘লক্ষ্য কতদূর যাওয়ার?’ চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সংবাদ সম্মেলনে জাতীয় দলের তিন ফরম্যাটের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকেও একই প্রশ্ন শুনতে হলো। হয়তো প্রস্তুতও ছিলেন তিনি।
উত্তর দিতে তাই দেরি কিংবা দ্বিধায় পড়তে হয়নি বাঁ-হাতি টপ অর্ডার ব্যাটারের। ইঙ্গিত করেও কিছু বলেননি শান্ত। সোজাসাপ্টা জানিয়ে দিয়েছেন, চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হতেই যাচ্ছেন তারা, ‘আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই যাচ্ছি। এখানে যে আট দল আছে, সবাই চ্যাম্পিয়ন হওয়ার যোগ্য।’
বাংলাদেশ ২০১৭’র সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে খেলেছিল। এবার দলের ক্রিকেটাররা মনে করেন তাদের ফাইনালে যাওয়ার সামর্থ্য আছে। দলের সকলে ওই আত্মবিশ্বাস নিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেছেন শান্ত, ‘আমি বিশ্বাস করি, আমাদের চ্যাম্পিয়ন হওয়ার সামর্থ্য আছে। এটা কারো জন্য চাপের নয়। দলের সকলেই বিশ্বাস করে, আমাদের ওই সক্ষমতা আছে।’
চ্যাম্পিয়ন্স ট্রফির আগে অন্য দলগুলো ওয়ানডে খেলছে। ভারত-ইংল্যান্ড সিরিজ খেলছে। পাকিস্তান-নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলছে। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে দিয়ে নিজেদের ঝালিয়ে নিচ্ছে অস্ট্রেলিয়া। আফগানিস্তানও সম্প্রতি জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলেছে। কেবল কোন ওয়ানডে না খেলেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাচ্ছে বাংলাদেশ।
তবে ভালো উইকেটে বিপিএল খেলায় প্রস্তুতিতে ঘাটতি নেই বলে মন্তব্য করেছেন শান্ত, ‘সংস্করণের দিক থেকে (বিপিএল) কিছু ভিন্নতা আছেই। উইকেট ভালো ছিল। ব্যাটাররা যেভাবে খেলেছে, ভালো প্রস্তুতি নিয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা এর চেয়ে ভালো উইকেটে খেলব। আমাদের হাতে এখনো ছয়-সাত দিন আছে, আশা করছি, আরও গুছিয়ে নিতে পারব।’
অন্যরা বিপিএলে খেলে প্রস্তুতি সারলেও নিয়মিত খেলার সুযোগ পাননি শান্ত। তবে না খেলেও প্রাপ্তি আছে জানিয়েছেন তিনি, ‘যদিও আমি নিয়মিত ম্যাচ খেলেনি, তবে এরও কিছু ইতিবাচক দিক আছে। আমি নিয়মিত অনুশীলন করেছি এবং ফিটনেস নিয়ে কাজ করেছি। সব ঠিক গেলে আশা করছি, টুর্নামেন্টটা আামদের জন্য ভালো যাবে।’
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
বাগদানের গুঞ্জনের মাঝে হুমার রহস্যময় পোস্ট
অনেক দিন ধরে গুঞ্জন উড়ছে, অভিনয় প্রশিক্ষক রচিত সিংয়ের সঙ্গে প্রেম করছেন বলিউড অভিনেত্রী হুমা কুরেশি। যদিও তারা এ সম্পর্কের কথা কখনো স্বীকার করেননি। কয়েক দিন আগে জানা যায়, দীর্ঘ দিনের কথিত প্রেমিক রচিতের সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন হুমা কুরেশি।
বিভিন্ন সংবাদমাধ্যমের বরাত দিয়ে দ্য ফ্রি প্রেস জার্নাল জানিয়েছে, এক বছরের বেশি সময় লিভ-ইন সম্পর্কে থাকার পর বাগদান সম্পন্ন করেছেন তারা। যদিও এই খবরের কোনো প্রতিক্রিয়া জানাননি হুমা।
আরো পড়ুন:
আমার স্বামীর উপরে কু-নজর পড়েছে: অঙ্কিতা
‘উদয়ের সঙ্গে ব্রেকআপের পর অনেক কষ্ট পেয়েছিলাম’
বুধবার (১৭ সেপ্টেম্বর) ইনস্টাগ্রামে একটি রহস্যময় বার্তা শেয়ার করেছেন এই অভিনেত্রী। হুমা তার ইনস্টাগ্রাম স্টোরিতে রামেন বাউলের ছবি শেয়ার করে লেখেন, “প্রত্যেকেরই শান্ত হওয়া প্রয়োজন… আর শান্তভাবে কাজ করা উচিত।” পাশাপাশি জানান, তিনি বর্তমানে দক্ষিণ কোরিয়ায় অবস্থান করছেন।
এর আগে হুমা-রচিতের ঘনিষ্ঠজন হিন্দুস্তান টাইমসকে বলেন, “হুমা তার দীর্ঘ দিনের প্রেমিক, অভিনয় প্রশিক্ষক রচিত সিংয়ের সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন।”
হুমা ও রচিতের সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়, তাদের ঘনিষ্ঠ বন্ধু, গায়িকা আকাসা সিংয়ের শেয়ার করা একটি ছবিকে কেন্দ্র করে। এ ছবির ক্যাপশনে আকাসা লেখেন, “এক টুকরো এই স্বর্গের জন্য তোমাদের অভিনন্দন। দারুণ একটি রাত কেটেছে।”
এ ঘটনার কিছুদিন পর, হুমা ও রচিতকে একসঙ্গে দেখা যায় সোনাক্ষী সিনহা ও জহির ইকবালের বিয়েতে, দুজনেই সেদিন পরেছিলেন গোলাপী রঙের পোশাক। তাদের রসায়ন ছিল চোখে পড়ার মতো এবং ভক্তরা দ্রুত অনলাইনে খোঁজখবর নেওয়া শুরু করেন এই রহস্যময় ব্যক্তিটিকে (রচিত) নিয়ে।
সম্প্রতি, রচিতের ঘনিষ্ঠ একজনের জন্মদিন উদযাপনের সময় আবারো তাদের একসঙ্গে দেখা যায়, যা তাদের বাগদান নিয়ে জল্পনা আরো বাড়িয়ে তোলে। তবে বাগদান নিয়ে নানা চর্চা চললেও সরাসরি একটি কথাও বলেননি হুমা কিংবা রচিত।
রচিত সিংহ একজন নামকরা অভিনয় প্রশিক্ষক। রচিত সিং ওয়ার্কশপ নামে তার নিজস্ব প্রতিষ্ঠান রয়েছে। এই ওয়ার্কশপের মাধ্যমে ১০০টিরও বেশি কর্মশালা পরিচালনা করেছেন রচিত। তার কর্মশালায় অংশ নিয়েছেন—গুলশন দেবাইয়া, ইমাদ শাহ, কুণাল কাপুর, পূজা হেগডে, হর্ষবর্ধন রানে, অমৃতা সুবাস, সহানা গোস্বামী, অহনা কুমারা, রণবীর সিং, বরুণ ধাওয়ান, ভিকি কৌশল, অনুশকা শর্মা, অনীত পড্ডা, শানায়া কাপুরের মতো অভিনয়শিল্পীরা।
এর আগে পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার মুদাসসার আজিজের সঙ্গে চুটিয়ে প্রেম করেছেন বলিউড অভিনেত্রী হুমা কুরেশি। দীর্ঘ ৩ বছর সম্পর্কে ছিলেন তারা। ২০২২ সালের শেষের দিকে জানা যায়, ভেঙে গেছে এই সম্পর্ক।
ঢাকা/শান্ত