চাঁদপুরের মতলব উত্তরে রহিমা বেগম (৭২) নামের এক বৃদ্ধা ৪ ফেব্রুয়ারি স্বামীর বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি। স্বজনেরা অনেক খোঁজাখুঁজি করে সন্ধান না পেয়ে ৫ ফেব্রুয়ারি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। আজ বুধবার বিকেলে উপজেলার তালতলী এলাকায় একটি পুকুর থেকে তাঁর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

রহিমা বেগমের স্বামীর বাড়ি উপজেলার ছেংগারচর পৌরসভার তালতলী এলাকায়। ওই এলাকার মৃত আবদুর রাজ্জাক ঢালীর স্ত্রী তিনি। রহিমা বেগম কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন।

পুলিশ, পরিবার ও স্থানীয় সূত্র জানায়, ৪ ফেব্রুয়ারি পরিবারের কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হন রহিমা বেগম। অনেক খোঁজাখুঁজি করে তাঁর সন্ধান পাননি স্বজনেরা। পরে ৫ ফেব্রুয়ারি থানায় একটি জিডি করা হয়। আজ বিকেলে তালতলী এলাকায় বৃদ্ধার বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে একটি পুকুরে তাঁর গলিত লাশ দেখতে পান স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁর লাশ উদ্ধার করে।

বৃদ্ধার স্বজনেরা জানান, তিনি মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন ছিলেন। স্বাভাবিকভাবে মারা গেছেন নাকি কেউ তাঁকে হত্যা করেছে, তা বলা যাচ্ছে না। এ ঘটনায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। পুলিশের তদন্তে বিষয়টি পরিষ্কার হবে।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.

রবিউল হক বলেন, বৃদ্ধার লাশ বিকৃত হয়ে গেছে। এটি কোন ধরনের মৃত্যু তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। লাশ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ চাঁদপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (১৮ সেপ্টেম্বর ২০২৫)

এশিয়া কাপে আজ মুখোমুখি শ্রীলঙ্কা ও আফগানিস্তান। চ্যাম্পিয়নস লিগে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি, নাপোলি, বার্সেলোনা।

সিপিএল: কোয়ালিফায়ার-১

গায়ানা-সেন্ট লুসিয়া
সকাল ৬টা, স্টার স্পোর্টস ২

এশিয়া কাপ ক্রিকেট

আফগানিস্তান-শ্রীলঙ্কা
রাত ৮-৩০ মি., টি স্পোর্টস ও নাগরিক

অ্যাথলেটিকস

বিশ্ব চ্যাম্পিয়নশিপ
বেলা ৩টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১

উয়েফা চ্যাম্পিয়নস লিগ

কোপেনহেগেন-লেভারকুসেন
রাত ১০-৪৫ মি., সনি স্পোর্টস ২

ম্যানচেস্টার সিটি-নাপোলি
রাত ১টা, সনি স্পোর্টস ১

নিউক্যাসল-বার্সেলোনা
রাত ১টা, সনি স্পোর্টস ২

ফ্রাঙ্কফুর্ট-গালাতাসারাই
রাত ১টা, সনি স্পোর্টস ৫

সম্পর্কিত নিবন্ধ