মতলব উত্তরে ৯ দিন ধরে নিখোঁজ বৃদ্ধার গলিত লাশ মিলল পুকুরে
Published: 12th, February 2025 GMT
চাঁদপুরের মতলব উত্তরে রহিমা বেগম (৭২) নামের এক বৃদ্ধা ৪ ফেব্রুয়ারি স্বামীর বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি। স্বজনেরা অনেক খোঁজাখুঁজি করে সন্ধান না পেয়ে ৫ ফেব্রুয়ারি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। আজ বুধবার বিকেলে উপজেলার তালতলী এলাকায় একটি পুকুর থেকে তাঁর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রহিমা বেগমের স্বামীর বাড়ি উপজেলার ছেংগারচর পৌরসভার তালতলী এলাকায়। ওই এলাকার মৃত আবদুর রাজ্জাক ঢালীর স্ত্রী তিনি। রহিমা বেগম কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন।
পুলিশ, পরিবার ও স্থানীয় সূত্র জানায়, ৪ ফেব্রুয়ারি পরিবারের কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হন রহিমা বেগম। অনেক খোঁজাখুঁজি করে তাঁর সন্ধান পাননি স্বজনেরা। পরে ৫ ফেব্রুয়ারি থানায় একটি জিডি করা হয়। আজ বিকেলে তালতলী এলাকায় বৃদ্ধার বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে একটি পুকুরে তাঁর গলিত লাশ দেখতে পান স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁর লাশ উদ্ধার করে।
বৃদ্ধার স্বজনেরা জানান, তিনি মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন ছিলেন। স্বাভাবিকভাবে মারা গেছেন নাকি কেউ তাঁকে হত্যা করেছে, তা বলা যাচ্ছে না। এ ঘটনায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। পুলিশের তদন্তে বিষয়টি পরিষ্কার হবে।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
চাঁদপুরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
চাঁদপুরের মতলবে ১৪৫ পিস ইয়াবাসহ সাদ্দাম নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩১ অক্টোবর) মতলব সরকারি কলেজের গেটের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সাদ্দাম চাঁদপুর সদরের বিষ্ণুপুর গ্রামের সিরাজুল ইসলাম প্রধানের ছেলে। মতলব দক্ষিণ থানার ওসি সালেহ আহামদ বিষয়টি নিশ্চিত করেছেন।
আরো পড়ুন:
চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল পুলিশবাহী বাস, আহত ২০
খাগড়াছড়িতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
তিনি বলেন, ‘‘১৪৫ পিস ইয়াবা ও নগদ ৮ হাজার ৮০ টাকাসহ মাদক কারবারি সাদ্দামকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়।’’
ঢাকা/অমরেশ/রাজীব