বলিউডের তারকাবহুল সিনেমা ‘সালাম-ই-ইশক’। ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত এ সিনেমার ‘বাবুজি ধীরে চলনা’ গানে পারফর্ম করেন অনিল কাপুর ও অঞ্জনা সুখানি। এতে তাদের চুম্বন দৃশ্য রয়েছে। ২২ বছরের বড় অনিলের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করা খুব কঠিন ছিল। সেই সময়ে তাকে সহযোগিতা করেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। বলা যায়, সেই পরিস্থিতি থেকে অঞ্জনাকে উদ্ধার করেছিলেন প্রিয়াঙ্কা। প্রায় দেড় যুগ পরে সেই চুম্বন দৃশ্যের শুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন অঞ্জনা।

কয়েক দিন আগে বলিউড হাঙ্গামাকে সাক্ষাৎকার দিয়েছেন অঞ্জনা সুখানি। কথার শুরুতে প্রিয়াঙ্কার প্রশংসা করে এই অভিনেত্রী বলেন,  “সত্যি বলছি, সে (প্রিয়াঙ্কা চোপড়া) পুতুলের মতো। প্রিয়াঙ্কা চোপড়া সবসময়ই সহযোগিতা করেছে, বিশেষ করে শুটিংয়ের সময়ে।”

অনিল কাপুরের সঙ্গে চুম্বন দৃশ্যে অভিনয় করার আগে ভীষণ চাপ বোধ করেছিলেন অঞ্জনা। ভীষণ নার্ভাস হয়ে পড়েছিলেন। এ তথ্য উল্লেখ করে অঞ্জনা বলেন, “আমি জানতাম, একটি গানের শুটিং করব। এটি কোনো অন্তরঙ্গ গান নয়, তবে এক ধরণের ঘনিষ্ঠতা আছে, তাও সেটা অনিল কাপুরের সঙ্গে। আমি প্রশিক্ষিত নৃত্যশিল্পী নই। এটি ছিল আমার প্রথম বড় কোনো প্ল্যাটফর্ম। তার সঙ্গে পারফর্ম করা প্রচন্ড কঠিন মনে হয়েছিল।”

আরো পড়ুন:

আপনি ফিল্ম ইন্ডাস্ট্রিকে হত্যা করার চেষ্টা করছেন: জয়া

‘আমি রান্না করি আর রাজকুমার থালাবাসন ধুয়ে আমাকে সাহায্য করে’

শুটিং সেটে নার্ভাস হয়ে পড়েছিলেন অঞ্জনা। তা জানিয়ে তিনি বলেন, “হঠাৎ করেই প্রিয়াঙ্কাকে বলেছিলাম, আমি খুব নার্ভাস। জানি না দৃশ্যটি কীভাবে করব। এমনকি, আমার ভেতরে সেই জিং বা আগুন আছে কিনা তাও জানি না। সে (প্রিয়াঙ্কা) বলল, ‘চিন্তা করো না, তুমি ভালো করবে আর আমি কাল দেখা করব।’ আমি জানতাম, পরের দিন তার শুটিং নেই। তাই জিজ্ঞাসা করলাম, ‘তুমি কাল আসবে?’ আর সে বলল, ‘আমি তোমার জন্য আসব, কিছু সময় থাকব।”

কথা রেখেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। অঞ্জনার জন্য শুটিং সেটে কয়েক ঘণ্টা অবস্থান করেছিলেন তিনি। এ তথ্য উল্লেখ করে অঞ্জনা বলেন, “সে অসাধারণ একটি মেয়ে। সে এসেছিল, মনে হয় কয়েক ঘণ্টা ছিল; যতক্ষণ না আমরা গানটির কাজ বন্ধ করা হয়। তারপর যখন আমি স্বাচ্ছন্দ্য বোধ করি, তখন সে বলেছিল, ‘তুমি এটা করতে পারবে, আমি এখন যেতে পারি।’ এদিক থেকে সে অসাধারণ।”

‘সালাম-ই-ইশক’ সিনেমায় কামিনি চরিত্রে অভিনয় করেন প্রিয়াঙ্কা চোপড়া। এছাড়াও বিভিন্ন চরিত্র রূপায়ন করেন— গোবিন্দ, জুহি চাওলা, সালমান খান, আয়েশা টাকিয়া, জন আব্রাহাম, বিদ্যা বালান, প্রেম চোপড়া প্রমুখ।

ঢাকা/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর অন ল ক প র চ ম বন দ শ য কর ছ ল ন

এছাড়াও পড়ুন:

১০ ও ১১ মে সিটি ব্যাংকের সব সেবা বন্ধ থাকবে

ডেটা সেন্টার স্থানান্তরের কাজ সম্পন্ন করতে লেনদেনসহ সব ধরনের ব্যাংকিং কার্যক্রম দুই দিন বন্ধ রাখবে সিটি ব্যাংক। আগামী ৯ মে রাত ১২টা থেকে ১১ মে রাত ৮টা পর্যন্ত সব ধরনের কার্যক্রম বন্ধ রাখতে ব্যাংকটিকে সম্মতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল বুধ বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন থেকে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের এ–সংক্রান্ত আদেশে বলা হয়েছে, ডেটা সেন্টার স্থানান্তর কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য আগামী ৯ মে রাত ১২টা থেকে ১১ মে রাত ৮টা পর্যন্ত সব ধরনের ব্যাংকিং কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখতে সিটি ব্যাংককে সম্মতি দেওয়া হলো।

১৯৮৩ সালে যাত্রা শুরু করা সিটি ব্যাংকের গ্রাহক গত বছর শেষে বেড়ে দাঁড়িয়েছে ৩২ লাখে। ২০০৭ সালে ব্যাংকটির গ্রাহক ছিল ৬৮ হাজার। ব্যাংকটির কর্মকর্তার সংখ্যা এখন ৫ হাজার ৩২১ জন। দেশের সবচেয়ে বেশি সাত লাখ ক্রেডিট কার্ড গ্রাহক রয়েছে সিটি ব্যাংকের। ব্যাংকটির ক্রেডিট কার্ডের ঋণের পরিমাণ প্রায় ১ হাজার ৬০০ কোটি টাকা। গত বছর শেষে ব্যাংকটির আমানত বেড়ে হয়েছে ৫১ হাজার ৪২০ কোটি টাকা। আর ঋণ ছিল ৪৪ হাজার ৪৯৮ কোটি টাকা। গত বছর শেষে হাজার কোটি টাকা মুনাফার মাইলফলক ছুঁয়েছে সিটি ব্যাংক। ব্যাংকটি গত বছর শেষে সমন্বিত মুনাফা করেছে ১ হাজার ১৪ কোটি টাকা। ২০২৩ সালে ব্যাংকটির সমন্বিত মুনাফার পরিমাণ ছিল ৬৩৮ কোটি টাকা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে ব্যাংকটির মুনাফা ৩৭৬ কোটি টাকা বা ৫৯ শতাংশ বেড়েছে।

সম্পর্কিত নিবন্ধ