বিমানের নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক ৩
Published: 14th, February 2025 GMT
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের লিখিত পরীক্ষায় প্রক্সি দিতে আসা চক্রের ৩ সদস্যকে আটক করা হয়েছে। রাজধানীর বিভিন্ন কেন্দ্র থেকে আটকের পর তাদের বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।
শুক্রবারের এ ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
পুলিশ জানায়, রাজধানীর বিভিন্ন স্কুল প্রতিষ্ঠান কেন্দ্রে বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিং নিয়োগ পরীক্ষা ছিল। এ সময় কেন্দ্রে অন্যের প্রক্সি পরীক্ষা দিতে এসে সংঘবদ্ধ চক্রের তিন সদস্য আটক হন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আটক করে তাদেরকে বিমানবন্দর থানায় হস্তান্তর করে বিমান।
এ ব্যাপারে বিমানের মহাব্যবস্থাপক ও জনসংযোগ কর্মকর্তা বোসরা ইসলাম সমকালকে জানান, মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইন্সটিটিউট কেন্দ্রে পরীক্ষার্থী সজিব সরদারের প্রক্সি পরীক্ষা দিতে এসে আটক হন জনৈক আফজাল হোসেন বাদশা (৩৫)। তাকে মিরপুর মডেল থানা পুলিশে হস্তান্তর করে এজাহার দায়ের করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
বিএফ শাহীন কলেজ তেজগাঁও কেন্দ্রে পরীক্ষার্থী মো.
সিভিল অ্যাভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ, কুর্মিটোলা কেন্দ্রে পরীক্ষার্থী মো. মোরসালিন হোসাইনের প্রক্সি পরীক্ষা দিতে এসে আটক হন জনৈক আরিফুল ইসলাম (২৯)। তাকে বিমান বন্দর থানা পুলিশের নিকটে হস্তান্তর করে এজাহার দায়ের করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে, সংঘবদ্ধ চক্র পূর্বপরিকল্পিতভাবে বিমান বাংলাদেশ এয়ারইলাইন্সের বিভিন্ন পদে অবৈধভাবে নিয়োগ বাণিজ্যের সাথে সম্পৃক্ত এবং আসামিরা ওই চক্রের সক্রিয় সদস্য।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
মনোনয়ন দৌড়ে এবারও হেরে গেলেন মনির খান
জনপ্রিয় সংগীতশিল্পী মনির খান— যার কণ্ঠে প্রেম, ব্যথা আর প্রার্থনার সুরে ভেসেছে একটি প্রজন্ম। তিনবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই শিল্পী শুধু গানে নয়, রাজনীতিতেও সক্রিয় ছিলেন দীর্ঘদিন ধরে।
বিএনপির কেন্দ্রীয় সহ-সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন মনির খান। ঝিনাইদহ-৩ আসন থেকে মনোনয়নপ্রত্যাশী ছিলেন এই কণ্ঠশিল্পী। কিন্তু শেষপর্যন্ত প্রার্থী তালিকায় জায়গা হয়নি তার। সেই আসনে দল মনোনয়ন দিয়েছে মেহেদী হাসান রনিকে।
আরো পড়ুন:
নির্বাচন: বিএনপির যে প্রার্থীদের সঙ্গে লড়বেন এনসিপির শীর্ষ নেতারা
বিএনপির প্রার্থী তালিকায় নেই তারকারা
মনোনয়ন না পেলেও মনির খান প্রতিক্রিয়া দিয়েছেন ইতিবাচকভাবে। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লেখেন, “অভিনন্দন মেহেদী হাসান রনি, ঝিনাইদহ-৩-এ বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী। শুভকামনা রইল।”
শিল্পীর এই পোস্টে প্রশংসা করেছেন ভক্তরা। রাজনীতিতেও তার সংযম ও সৌজন্যতা তুলে ধরেছেন অনেকেই।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারকাদের মনোনয়ন পাওয়া নিয়ে গুঞ্জন থাকলেও শেষপর্যন্ত বিএনপির ঘোষিত ২৩৭ আসনের প্রার্থী তালিকায় কোনো শিল্পী বা অভিনেতার নাম নেই। মনির খানের পাশাপাশি মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে বেশি আলোচিত ছিলেন নায়ক উজ্জ্বল ও হেলাল খান, কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা ও বেবী নাজনীন।
ঢাকা/রাহাত/রাসেল