টাঙ্গাইলে এক নারী সমন্বয়ককে উত্ত্যক্তের অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে ভিক্টোরিয়া ফুডজোনের সামনে এ ঘটনা ঘটে। এ সময় সঙ্গে ছিল তার দুই বোন। অভিযুক্ত চারজনের মধ্যে দু’জন হলেন– অমিয় ও মুন্না। অন্য দু’জনের নাম পরিচয় জানা যায়নি।

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, মোটরসাইকেলের ওপর বসা দুই যুবক এক নারী সমন্বয়কের সঙ্গে তর্কাতর্কি করছে। এ সময় স্থানীয়রা এগিয়ে এলে মোটরসাইকেল নিয়ে চলে যায় অভিযুক্তরা।

ভুক্তভোগী জানান, টাঙ্গাইল প্রেস ক্লাবের থেকে অনুসরণ আসছিল চার ইভটিজার। ভিক্টোরিয়া ফুডজোনে আসার পর ইভটিজিং করে তারা। এ সময় বিভিন্ন আপত্তিকর মন্তব্য করেছে। প্রতিবাদ করলে খারাপ আচরণ করে। এক পর্যায়ে স্থানীয়রা এগিয়ে এলে পালিয়ে যায় তারা। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ বলেন, শনিবার অজ্ঞাতপরিচয় চারজনকে আসামি করে মামলা করেছেন ভুক্তভোগী। আসামিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: সমন বয়ক

এছাড়াও পড়ুন:

ঢাকার তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তেজগাঁও সাউদার্ন পাম্পের পাশে সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহত খন্দকার সাইদুর রহমান (৩৮) পেশায় মার্চেন্ডাইজার ছিলেন। তাঁর বাড়ি ঢাকার পল্লবীর বাউনিয়ার আলাবদিরটেক এলাকায়। তাঁর বাবার নাম খন্দকার মোফাজ্জল হায়দার।

মৃতের ভাই মোস্তাফিজুর রহমান জানান, রাতে সাইদুর মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। পথে একটি ট্রাকের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পথচারীরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মোটরসাইকেলে সাইদুরের সঙ্গে তাঁর এক সহকর্মীও ছিলেন। তবে তিনি অল্পের জন্য প্রাণে বেঁচে যান বলে তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক (এসআই) আবদুল্লাহ আল মারুফ জানিয়েছেন।

আবদুল্লাহ আল মারুফ বলেন, যে ট্রাকটি সাইদুরের মোটরসাইকেলে ধাক্কা দিয়েছিল, তা আটক করা হয়েছে, তবে এর চালক পালিয়ে গেছেন।

পরিবারের লিখিত আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই সাইদুরের মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা আল মারুফ।

সম্পর্কিত নিবন্ধ