সৌদি আরবে রাশিয়া-যুক্তরাষ্ট্র বৈঠক কতটা সফল হলো
Published: 22nd, February 2025 GMT
সৌদি আরবের রিয়াদে ১৭ ফেব্রুয়ারি সকালে উচ্চপর্যায়ের যে কূটনৈতিক বৈঠক হয়ে গেল, সেটাকে রাশিয়া ও যুক্তরাষ্ট্র দুই পক্ষই সফল বলেছে। ট্রাম্পের এক নম্বর তুরুপের তাস স্টিভ উইটকফ বলেছেন, ‘ইতিবাচক, গঠনমূলক, উৎসাহব্যঞ্জক ও খুবই নিরেট একটা সভা হয়েছে।’
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ও তাঁর সমকক্ষ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, রিয়াদের সভাটি ‘অত্যন্ত ফলপ্রসূ’ হয়েছে।
আনুষ্ঠানিকভাবে মার্কিন প্রতিনিধিদলে নেতৃত্ব দিয়েছেন পররাষ্ট্রন্ত্রী মার্কো রুবিও, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ ও উইটকফ। যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলে আর কারা ছিলেন, সে সম্পর্কে আমাদের কাছে তথ্য নেই।
রুবিও বলেছেন, বৈঠকে তিনটি মূল বিষয়ে দুই পক্ষ সম্মত হয়েছে।
এক.
দুই. ইউক্রেনে ‘সংঘাতের প্যারামিটারগুলো’ খুঁজে বের করার জন্য একটি উচ্চপর্যায়ের দল গঠন।
তিন. ইউক্রেন সংঘাত অবসান হওয়ার পর অর্থনৈতিক সহায়তার সুযোগগুলো খুঁজে বের করা। যুক্তরাষ্ট্রের দিক থেকে এটিকে বলা হয়েছে, রাশিয়ার জন্য সম্ভাবনাময় একটি ঐতিহাসিক অর্থনৈতিক সুযোগ।
লাভরভও ব্যাখ্যা করে বলেছেন, ট্রাম্প–পুতিনের বৈঠকের বিস্তারিত ঠিক করার জন্য দুই দেশের উপপররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হবে। ট্রাম্প–পুতিন বৈঠকের সুনির্দিষ্ট তারিখ ঠিক হয়নি।
রাশিয়ার প্রতিনিধিদলের নেতৃতে সের্গেই লাভরভ ও পুতিনের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ। রাশিয়ার প্রতিনিধিদলে কিরিল দিমিত্রিয়েভও ছিলেন। তিনি রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড (আরডিআইএফ) এবং রাশিয়ান ন্যাশনাল ওয়েলথ ফান্ডের প্রধান নির্বাহী হিসেবে কাজ করছেন। এ ছাড়া রাশিয়ার পক্ষে উপস্থিত ছিলেন ভ্লাদিমির প্রসকুরিয়াকভ ও দিমিত্রি বালাকিন।
রিয়াদে অনুষ্ঠিত বৈঠকে যুদ্ধবিরতি অথবা ইউক্রেনের নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে কি না, সেটা এখন পর্যন্ত পরিষ্কার নয়। সব দায়িত্বশীল গণমাধ্যমে যে খবর বেরিয়েছে, তা হলো যুক্তরাষ্ট্র ও রাশিয়া একটা বন্দোবস্তে পৌঁছাতে সম্ভাব্য শর্তগুলো মূল্যায়নের ব্যাপারে সম্মত হয়েছে। এ নিয়ে দুই পক্ষ যদি একমত হয়, তাহলে প্রেসিডেন্ট ট্রাম্প ও পুতিনের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে।প্রসকুরিয়াকভ কানাডায় রাশিয়ান দূতাবাসে কাজ করেন এবং আর্কটিক মহাসাগরীয় অঞ্চল বিষয়ক বিশেষজ্ঞ। আর্কটিক অঞ্চলের সম্ভাব্য সহযোগিতা বিষয়টি রিয়াদে হয়ে যাওয়া সংলাপে একটি বিষয় ছিল। আর্কটিক বিষয়ে কী আলোচনা হয়েছে, তার বিস্তারিত কিছু জানা না গেলেও, ধারণা করা হচ্ছে আর্কটিক মহাসাগরে সম্পদ আহরণ এবং জলবায়ু পরিবর্তনের কারণে আর্কটিক মহাসাগরে বরফ গলা অব্যাহত থাকায় জাহাজ চলাচলের পথ কীভাবে বিকাশ করা যাবে, তা নিয়ে আলোচনা হতে পারে।
খবরে প্রকাশিত যে রিয়াদে মূল বৈঠকের পাশাপাশি দিমিত্রিয়েভের সঙ্গে অর্থনীতি ও বিনিয়োগ বিষয়ে আলোচনা হয়েছে। কিন্তু তাঁর সমকক্ষ হিসেবে যুক্তরাষ্ট্রের পক্ষে কে ছিলেন, তা জানা যায়নি। তবে সম্ভাব্য ব্যক্তি স্টিভ উইটকফ হতে পারেন। কূটনৈতিক সম্পর্ক উন্নয়ন করতে গেলে, মস্কোয় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস এবং ওয়াশিংটনে অবস্থিত রাশিয়ান দূতাবাস পরিচালনায় যেসব বিধিনিষেধ আছে, সেগুলো উঠিয়ে নেওয়া প্রয়োজন। কূটনৈতিক পরিসরে সম্পর্ক স্বাভাবিক করতে গেলে সেটা জরুরি।
বৈঠকের পর এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে লাভরভ বলেন, ‘বাইডেন প্রশাসন যেসব বাধা তৈরি করেছিল, সেগুলো দূর করা প্রয়োজন। কেননা, সেগুলো কূটনৈতিক কাজে বাধা তৈরি করে। এর মধ্যে ক্রমাগত বহিষ্কার (কূটনীতিকদের বহিষ্কার) এবং সম্পত্তি বাজেয়াপ্ত করার মতো বিষয় অন্তর্ভুক্ত।’
ইউক্রেন নিয়ে বৈঠকে কোনো উপসংহারে পৌঁছানো না গেলেও লাভরভ বলেন, ‘আমরা শুধু শুনিনি, আমরা প্রকৃতপক্ষে একে অন্যকে মনোযোগ দিয়ে শুনেছি।’
বৈঠকে ইউক্রেনের কোনো প্রতিনিধিকে ডাকা হয়নি। ইউরোপের কোনো রাষ্ট্র কিংবা সংস্থার প্রতিনিধিকেও আমন্ত্রণ জানানো হয়নি। এই প্রত্যাখ্যান ইউরোপের জন্য বজ্রঝড় বয়ে যাওয়ার মতো ঘটনা। ফ্রান্স তড়িঘড়ি করে ‘জরুরি’ বৈঠক (যদিও বৈঠকে ন্যাটোর সেই সব সদস্যরাষ্ট্রকে ডাকা হয়নি, যেগুলো ইউক্রেন যুদ্ধের বিরোধিতা করে) ডাকে।
ন্যাটো মহাপরিচালক মার্ক রুট প্যারিসের সেই বৈঠকে যোগ দেন। ন্যাটোর অনেক সদস্যরাষ্ট্রকে যেখানে আমন্ত্রণ জানানো হয়নি, সেখানে কেন তিনি যোগ দিলেন, সেটা স্পষ্ট নয়।
প্যারিস বৈঠকে একটা ফলাফল এসেছে। সেটা হলো, ইউক্রেনে ‘শান্তিরক্ষার’ অংশ হিসেবে সেনা পাঠানোর ব্যাপারে ওয়াশিংটন ও লন্ডন প্রাথমিকভাবে যে প্রতিশ্রুতি দিয়েছিল, সে ব্যাপারে কঠোর ভাষায় বিবৃতি দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা দরকার যে শান্তি রক্ষার কাজে ইউক্রেনে সেনা পাঠানোর জন্য যুক্তরাজ্য যখন প্রস্তাব দিয়েছিল, তখনই জার্মানি, ইতালি ও পোল্যান্ড বিরোধিতা করেছিল।
রিয়াদ বৈঠকের পর রাশিয়া এক বিবৃতিতে এ ব্যাপারটা স্পষ্ট করেছে যে শান্তিরক্ষী হিসেবে ন্যাটোর সেনাদের তারা স্বাগত জানাবে না।
বৈঠকের পর সংবাদ সম্মেলনে লাভরভ বলেছেন, ইউক্রেনের জন্য কথিত তিন ধাপের পরিকল্পনাটি ভুয়া। কথিত পরিকল্পনা মার্কো রুবিওর নামে ছড়িয়েছে। কথিত এই পরিকল্পনার তিনটি ধাপ হলো, যুদ্ধিবিরতি, ইউক্রেনে নির্বাচন ও চূড়ান্ত চুক্তি।
রিয়াদে অনুষ্ঠিত বৈঠকে যুদ্ধবিরতি অথবা ইউক্রেনের নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে কি না, সেটা এখন পর্যন্ত পরিষ্কার নয়। সব দায়িত্বশীল গণমাধ্যমে যে খবর বেরিয়েছে, তা হলো যুক্তরাষ্ট্র ও রাশিয়া একটা বন্দোবস্তে পৌঁছাতে সম্ভাব্য শর্তগুলো মূল্যায়নের ব্যাপারে সম্মত হয়েছে। এ নিয়ে দুই পক্ষ যদি একমত হয়, তাহলে প্রেসিডেন্ট ট্রাম্প ও পুতিনের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে।
কোনো ভণিতা কিংবা দোষারোপ ছাড়াই অত্যন্ত পেশাদারত্বের সঙ্গে রিয়াদে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার উচ্চপর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বাইডেন প্রশাসনের দৃষ্টিভঙ্গি থেকে এটা বড় একটা পরিবর্তন।
স্টিফেন ব্রায়েন এশিয়া টাইমস–এর বিশেষ সংবাদদাতা এবং মার্কিন প্রতিরক্ষাবিষয়ক সাবেক ডেপুটি আন্ডার সেক্রেটারি
এশিয়া টাইমস থেকে নেওয়া, ইংরেজি থেকে অনূদিত
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ইউক র ন র ক টন ত ক পরর ষ ট ত হয় ছ পর য য় বল ছ ন র জন য ল ভরভ
এছাড়াও পড়ুন:
ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোয় রাশিয়ার হামলা, ১০ লাখ বাড়িতে বিদ্যুৎ নেই
রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ও শিল্প অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। রাতের বেলা চালানো ওই হামলায় ১০ লাখের বেশি বাড়িতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে।
ইউক্রেনের স্বরাষ্ট্রবিষয়ক মন্ত্রী ইগর ক্লিমেনকো বলেছেন, পাঁচটি অঞ্চলে রাশিয়ার ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন। আগুন নেভানো এবং বিদ্যুৎ সরবরাহ ফিরিয়ে আনার কাজ চলছে।
যুদ্ধ চলাকালে ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোতে রাশিয়ার হামলা সাধারণ ঘটনা হয়ে উঠেছে। তবে দেশটিতে শীত মৌসুম শুরুর এই সময়ে মস্কো বিদ্যুৎ অবকাঠামোতে হামলা আরও তীব্র করেছে।
এই পরিস্থিতির মধ্যেই যুদ্ধ অবসানের লক্ষ্যে আরও আলোচনার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দূত এই সপ্তাহান্তে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক করতে জার্মানি যাচ্ছেন।
হোয়াইট হাউসের পক্ষ থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে মধ্যস্থতার চেষ্টা করছেন স্টিভ উইটকফ। তিনি বার্লিনে প্রস্তাবিত শান্তিচুক্তির সর্বশেষ সংস্করণ নিয়ে আলোচনা করবেন।
আজ শনিবার জেলেনস্কি বলেছেন, শুক্রবার রাতের হামলায় রাশিয়া ৪৫০টির বেশি ড্রোন এবং ৩০টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে।
স্বরাষ্ট্রমন্ত্রী ক্লিমেনকো জানান, নিপ্রোপেত্রোভস্ক, কিরোভোহরাদ, মাইকোলাইভ, ওদেসা ও চেরনিহিভ অঞ্চলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা হামলায় কিনঝাল হাইপারসনিক ক্ষেপণাস্ত্রসহ অন্যান্য অস্ত্র ব্যবহার করেছে, যা ওড়ার মধ্যে দিক পরিবর্তন করতে সক্ষম হওয়ায় ট্র্যাক করা কঠিন।
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) জানিয়েছে, বিদ্যুৎ গ্রিডে ব্যাপক সামরিক হামলার কারণে ইউক্রেনের জাপোরিঝঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি অস্থায়ীভাবে বাইরের সব বিদ্যুৎ–সংযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। তবে এখন আবার সরবরাহ শুরুর চেষ্টা চলছে।
কেন্দ্রটি ইউক্রেনের রুশ নিয়ন্ত্রিত অঞ্চলে অবস্থিত। এটি বর্তমানে চালু না থাকলেও চুল্লিগুলো ঠান্ডা রাখার জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের ওপর নির্ভরশীল।
অন্যদিকে রাশিয়ার আঞ্চলিক গভর্নর রোমান বুসারগিন বলেছেন, সারাতোভে ড্রোন হামলায় একটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হলে দুজন নিহত হয়েছেন।
ট্রাম্প প্রশাসন বড়দিনের আগেই যুদ্ধ শেষ করার লক্ষ্যে চুক্তি করার চেষ্টা চালাচ্ছে। গত কয়েক সপ্তাহে তারা ইউক্রেন ও রুশ প্রতিনিধিদের সঙ্গে বেশ কয়েক দফা আলোচনা করেছে। তবে শিগগির সমাধানের লক্ষণ খুব কমই দেখা যাচ্ছে।
জার্মানির বার্লিনের এই আলোচনায় কোন কোন ইউরোপীয় নেতা উপস্থিত থাকবেন, তা এখনো নিশ্চিত করা হয়নি।
ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ এবং জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস এই আলোচনায় অংশ নিতে পারেন।
ইউক্রেন ২০ দফা শান্তি পরিকল্পনার সংশোধিত সংস্করণ যুক্তরাষ্ট্রকে দেওয়ার পরই উইটকফ-জেলেনস্কি বৈঠক হচ্ছে। এই প্রস্তাবের বিষয় নভেম্বরের শেষের দিকে প্রথম সামনে আসে। এর ফলে ব্যাপক কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে।
আলোচনায় ইউক্রেনের পূর্বাঞ্চল নিয়ে সবচেয়ে বেশি জটিলতা দেখা দিয়েছে। মস্কো বলছে, ইউক্রেন সরে না গেলে দনবাস অঞ্চল সম্পূর্ণভাবে বলপূর্বক দখল করে নেবে তারা।