সবচেয়ে পুরোনো রেডিও জেটের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা
Published: 22nd, February 2025 GMT
বিভিন্ন মহাকাশীয় বস্তু থেকে নির্গত কণা ও তড়িৎ চৌম্বকীয় বিকিরণের উচ্চ গতির প্রবাহকে রেডিও জেট বলা হয়। অনেক দূর থেকে এসব কণার ধাক্কা টের পাওয়া যায়। মহাকাশের দূরবর্তী এলাকায় থাকা বৃহত্তম এক রেডিও জেটের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। তাঁদের দাবি, রেডিও জেটটি চওড়ায় আমাদের মিল্কিওয়ে ছায়াপথের (গ্যালাক্সি) দ্বিগুণ। আর তাই এই রেডিও জেট থেকে মহাবিশ্ব সম্পর্কে মূল্যবান তথ্য জানা যাবে।
বিজ্ঞানীদের তথ্য মতে, মহাকাশের দূরবর্তী এলাকায় কমপক্ষে ২ লাখ আলোকবর্ষ জুড়ে বিস্তৃত এই রেডিও জেট। আর তাই রেডিও জেটটি বিরল এক প্রাচীন মহাজাগতিক কাঠামোর আভাস দিচ্ছে। রেডিও জেটটি সম্পর্কে দ্য অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল লেটারসে একটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। গবেষণার তথ্য মতে, বিজ্ঞানীরা দুটি শক্তিশালী রেডিও টেলিস্কোপের সাহায্যে এই জেট শনাক্ত করেছেন।
বিজ্ঞানী অ্যানিক গ্লোডেম্যান্স এই আবিষ্কারকে যুগান্তকারী ও মহাবিশ্বের প্রাথমিক সময়কার সবচেয়ে বড় রেডিও জেট হিসেবে বর্ণনা করেছেন। ধারণা করা হচ্ছে, এই রেডিও জেট বিগ ব্যাংয়ের অল্প সময় পর তৈরি হয়েছিল, তখন মহাবিশ্বের বয়স ছিল ১২০ কোটি বছর।
সূত্র: এনডিটিভি
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
পাল্টা শুল্ক কার্যকরে নতুন সময়সূচি ঘোষণা ট্রাম্পের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া সর্বশেষ নির্বাহী আদেশে বিভিন্ন দেশের ওপর আরোপিত নতুন শুল্কহার কার্যকর হওয়ার সময়সূচিতেও পরিবর্তন আনা হয়েছে। নতুন ঘোষণা অনুযায়ী, আগামী ৭ আগস্ট থেকে তা কার্যকর হবে।
এর আগে ট্রাম্প ১ আগস্টের মধ্যে বাণিজ্যচুক্তি সম্পন্ন করার সময়সীমা বেঁধে দিয়েছিলেন। তখন তিনি বলে দিয়েছিলেন, এ সময়ের মধ্যে চুক্তিতে না পৌঁছালে চড়া শুল্ক আরোপ করা হবে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল বৃহস্পতিবার নতুন নির্বাহী আদেশে ৭০টির বেশি দেশের ওপর নতুন পাল্টা শুল্কহার ঘোষণা করেছেন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সেগুলো আগামী সাত দিনের মধ্যে কার্যকর হবে।
যেসব পণ্য ৭ আগস্টের মধ্যে জাহাজে তোলা হবে বা বর্তমানে যাত্রাপথে রয়েছে এবং সেগুলো যদি ৫ অক্টোবরের আগে যুক্তরাষ্ট্রে পৌঁছে যায়, তবে সেগুলোর ক্ষেত্রে শুল্ক প্রযোজ্য হবে না।
অবশ্য কানাডার ওপর যুক্তরাষ্ট্র আরোপিত ৩৫ শতাংশ শুল্ক ১ আগস্ট অর্থাৎ আজ থেকেই কার্যকর হচ্ছে।
আরও পড়ুনকোন দেশে কত শুল্ক বসালেন ট্রাম্প৪ ঘণ্টা আগেউত্তর আমেরিকার এই দুই প্রতিবেশী দেশ একে অপরের অন্যতম বড় বাণিজ্য সহযোগী হলেও ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর দুই দেশের মধ্যে অস্বস্তিকর দ্বন্দ্ব তৈরি হয়।
কানাডা যেসব পণ্য রপ্তানি করে, তার প্রায় তিন-চতুর্থাংশই যায় যুক্তরাষ্ট্রে। ধাতব পদার্থ ও কাঠের পাশাপাশি কানাডা বিপুল পরিমাণে তেল, গাড়ি ও গাড়ির যন্ত্রাংশ, বিভিন্ন যন্ত্রপাতি, খাদ্যপণ্য এবং ওষুধ যুক্তরাষ্ট্রে রপ্তানি করে।
আরও পড়ুনযুক্তরাষ্ট্রের সঙ্গে যারা বাণিজ্য চুক্তি করেনি, তাদের জন্য অনেক দেরি হয়ে গেছে: ট্রাম্প১ ঘণ্টা আগেডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি কানাডার সঙ্গে বাণিজ্য আলোচনা চালিয়ে যেতে আগ্রহী। তবে তিনি সতর্ক করেছেন, নতুন ৩৫ শতাংশ শুল্ক কার্যকর হওয়ার আগে আর কোনো চুক্তির সুযোগ নেই।