রাজধানীর রমনায় বেইলি রোডে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার পাশে আনসার সদস্যদের বহনকারী গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের চালক মোহাম্মদ আশিক (২৬) নিহত হয়েছেন। ওই মোটরসাইকেলে থাকা তার দুই বন্ধু আহত হয়েছেন। 

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আনসার সদস্যরা ওই তিন জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক রাত সোয়া ১২টার দিকে আশিককে মৃত ঘোষণা করেন। আহত অপর দুই জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

আনসার সদস্য মোহাম্মদ ফয়েজ বলেছেন, “ডিউটি শেষে আমাদের বহনকারী একটি গাড়ি যমুনায় ঢোকার সময় একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে তিন জন আহত হন। তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক আশিক নামের এক যুবককে মৃত ঘোষণা করেন।”

নিহতের বন্ধু রাসেল আহমেদ বলেছেন, “আমাদের বন্ধু আশিক সৌদি প্রবাসী ছিল। রাতে আমরা তিন বন্ধু মিলে ঘুরতে বের হয়ে বেইলি রোডে যমুনার সামনে দুর্ঘটনার কবলে পড়ি। আশিকের বাড়ি কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার ভবানীপুর গ্রামে। তার বাবার নাম আমির হামজা।”

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক জানিয়েছেন, আশিকের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

ঢাকা/রফিক

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

‘অবৈধ জ্বালানি’ বহনকারী তেল ট্যাঙ্কার জব্দ করল ইরান, রয়েছেন বাংলাদেশি ক্রু

ওমান উপসাগরে ৬০ লাখ লিটার ‘চোরাই ডিজেল’ বহনকারী একটি বিদেশি ট্যাঙ্কার জব্দ করার দাবি করেছে ইরান। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম গতকাল শুক্রবার এ তথ্য জানিয়েছে। ওই জাহাজে বাংলাদেশি কয়েকজন ক্রু রয়েছেন বলে ইরানের বার্তা সংস্থা ফার্স জানিয়েছে।

ব্যাপক ভর্তুকি ও জাতীয় মুদ্রার মান কমে যাওয়ার কারণে ইরানে জ্বালানির দাম বিশ্ববাজারে এখন সবচেয়ে কম। ফলে অন্য দেশে তা পাচার করা অত্যন্ত লাভজনক। এ কারণে দেশটি স্থলপথে প্রতিবেশী দেশগুলোতে ও সমুদ্রপথে উপসাগরীয় আরব রাষ্ট্রগুলোতে ব্যাপক হারে জ্বালানি পাচার রোধে লড়াই করছে।

রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবি তাদের ওয়েবসাইটে ট্যাঙ্কারটির নাম বা এটি কোন দেশের সে ব্যাপারে কিছু উল্লেখ করেনি।

ইরানের ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, জাহাজটিতে বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার ১৮ জন ক্রু ছিলেন। তবে কতজন বাংলাদেশি ক্রু রয়েছেন, সে সম্পর্কে নির্দিষ্ট করে কিছু বলা হয়নি।

ফার্স নিউজ এজেন্সি হরমোজগান প্রদেশের একজন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বলেছে, ওমান সাগরের উপকূলের কাছ থেকে চোরাচালানের ডিজেল জ্বালানি বহনকারী তেল ট্যাঙ্কারটিতে অভিযান চালানো হয়েছে।

জাহাজটির সব নেভিগেশন ব্যবস্থা বন্ধ করে রাখা হয়েছিল বলে ইরানি কর্মকর্তারা দাবি করেছেন।

ইরানি বাহিনী নিয়মিতভাবে এমন জাহাজ আটক করে থাকে। বেশির ভাগ ক্ষেত্রে তারা দাবি করে, উপসাগরে অবৈধভাবে জ্বালানি পরিবহনের জন্য এসব জাহাজ জব্দ করা হয়।

গত মাসে ‘অননুমোদিত পণ্য বহন করার অভিযোগে’ ইরান উপসাগরীয় জলসীমায় একটি তেল ট্যাঙ্কার জব্দ করেছিল। তারা দাবি করেছিল, এটি অন্য কোনো দেশের বিরুদ্ধে প্রতিশোধমূলক ব্যবস্থা নয়।

সর্বশেষ এই জাহাজ আটকের ঘটনাটি ঘটল যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার উপকূল থেকে একটি তেল ট্যাঙ্কার জব্দ করার দুই দিন পর।

ওয়াশিংটন দাবি করেছে, সেই জাহাজটির ক্যাপ্টেন ভেনেজুয়েলা ও ইরান থেকে তেল পরিবহন করছিলেন। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস ও হিজবুল্লাহর সঙ্গে কথিত সম্পর্ক রাখার অভিযোগে মার্কিন ট্রেজারি ২০২২ সালে ভেনিজুয়েলার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল।

সম্পর্কিত নিবন্ধ

  • ‘অবৈধ জ্বালানি’ বহনকারী তেল ট্যাঙ্কার জব্দ করল ইরান, রয়েছেন বাংলাদেশি ক্রু