নারায়ণগঞ্জ শহরের সুনাম ধন্য শিক্ষা প্রতিষ্ঠান মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের গর্ভার্ণি বডি নিবার্চনে দাতা প্রতিনিধি সদস্য পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির প্রথমসদস্য রাফি উদ্দিন রিয়াদ। 

রবিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে শিক্ষা প্রতিষ্ঠানের অফিস থেকে মনোনয়নপত্র ক্রয় করে দুপুরে জমা দেন। 

মনোনয়নপত্র জমা শেষে রাফি উদ্দিন রিয়াদ বলেন, মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদ তথা শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কাজে নিজেকে জড়িত করতে দাতা সদস্য পদে মনোনয়নপত্র জমা দিয়েছি।

বিগত ১৬টি বছর স্বৈরাচারী সরকারের দোসরদের কারনে আমরা কোনো সামাজিক কর্মকাণ্ডে নিজেদেরকে নিয়োজিত রাখতে পারেনি। বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে তারা স্কুলের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে।

ইনশাল্লাহ আমরা আবারও নতুন করে এ প্রতিষ্ঠানটি গড়ে তুলবো। আমি এই শিক্ষা প্রতিষ্ঠান তথা শিক্ষার্থীদের সেবা করতে চাই। আমি সকলের পূর্ন সমর্থন ও দোয়া কামনা করছি।

উল্লেখ্য-২০, ২৩, ২৪ ফেব্রুয়ারি মনোনয়নপত্র বিতরণ ও জমা। ২৬ ফেব্রুয়ারি মনোনয়নপত্র বাছাই ও ২৭ ফেব্রুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহার এবং আগামী ১২ মার্চ সকাল ১০ থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

আর এই নির্বাচনের প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সুরাইয়া আশরাফী।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ৩

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি ডাইং কারখানায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে ৩ জন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১ মে) সকাল ৮টার দিকে উপজেলার রূপসী কাজীপাড়া এলাকার মঞ্জু ডাইং অ্যান্ড টেক্সটাইল কারখানায় এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- সাইফুল, কবির ও হান্নান।

কারখানার সুপারভাইজার মিজানুর বলেন, ‘‘কারখানার গ্যাস কন্ট্রোলার রুমে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়। এতে নিরাপত্তাকর্মীসহ তিন জন দগ্ধ হন। দ্রুত কারখানার নিরাপত্তাকর্মীরা আগুন নিভিয়ে ফেলেন। দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।’’

আরো পড়ুন:

পটুয়াখালী তাপ বিদ্যুৎকেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে

ইসরায়েলে দাবানলে আড়াই হাজার একরের বন পুড়ে ছাই

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, ‘‘খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে যায়। তবে, তার আগেই কারখানার লোকজন আগুন নিভিয়ে ফেলেছে।’’

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) লিয়াকত আলী বলেন, ‘‘গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে ৩ জন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে ঢাকায় পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’’

ঢাকা/অনিক/রাজীব

সম্পর্কিত নিবন্ধ

  • নারায়ণগঞ্জে কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ৩ 
  • ঢাকার শ্রমিক সমাবেশে সজল- সাহেদের নেতৃত্বে মহানগর যুবদলের অংশগ্রহণ 
  • মে দিবসের শ্রমিক সমাবেশে মহানগর শ্রমিকদলের শোডাউন
  •  মে দিবসে শ্রমিক জাগরণ মঞ্চ’র শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত 
  • ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠার মাধ্যমেই শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় হবে : হাফিজুর 
  • রূপগঞ্জে টেক্সটাইল কারখানায় গ্যাসের মিটার বিস্ফোরণে চারজন দগ্ধ
  • নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ৩
  • জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা
  • তফসিল ঘোষণা, জাকসু নির্বাচন ৩১ জুলাই
  • রাকসু নির্বাচনের রোডম্যাপ অনুযায়ী কাজ হচ্ছে না, প্রকাশ হয়নি খসড়া ভোটার তালিকা