জকসু নির্বাচন: ২ দিনে ৩৫ প্রার্থীর মনোনয়ন সংগ্রহ
Published: 16th, November 2025 GMT
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের প্রথম দুইদিনে ৩৫টি ফরম বিক্রি হয়েছে। তবে ছাত্রী হল সংসদের জন্য কেউ মনোনয়নপত্র সংগ্রহ করেননি।
রবিবার (১৬ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন জকসু নির্বাচন কমিশনার সহযোগী অধ্যাপক মো. আনিসুর রহমান।
আরো পড়ুন:
জাবি শিক্ষকের বিরুদ্ধে পরীক্ষার খাতা অবমূল্যায়ন ও ট্যাগিংয়ের অভিযোগ
জকসু: সর্বকনিষ্ঠদের ‘তরুণ শিক্ষার্থী ঐক্য’ প্যানেলের মনোনয়ন সংগ্রহ
নির্বাচন কমিশনার জানান, প্রথম দিনে চারটি এবং দ্বিতীয় দিনে ৩১টিসহ মোট ৩৫টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। তবে ছাত্রী হল থেকে এখনো পর্যন্ত কোনো নারী শিক্ষার্থী হল সংসদ নির্বাচনে অংশগ্রহণের উদ্দেশ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেননি।
হলের প্রাধ্যক্ষ ও প্রিজাইডিং অফিসারের দায়িত্বে থাকা অধ্যাপক ড.
হল সূত্রে জানা যায়, জবির একমাত্র ছাত্রী হলে ভোটার সংখ্যা ১ হাজার ২৩৭ জন। ছাত্রী হলে ছাত্রদল, ছাত্রী সংস্থা ও ডিবেটিং সোসাইটির প্যানেল গঠন হওয়ার সম্ভাবনা রয়েছে।
তফসিল অনুযায়ী, সোমবার (১৭ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত শহীদ সাজিদ ভবনের নিচতলায় এবং পরিবহন অফিসের পাশে অবস্থিত জকসু নির্বাচন কমিশনারের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে। হল শিক্ষার্থী সংসদের মনোনয়নপত্র পাওয়া যাবে নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হলের অফিস কক্ষে সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
নির্বাচনী আচরণবিধিতে মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের সময় কোনো মিছিল বা শোভাযাত্রা করার ব্যাপারে নিষেধাজ্ঞা দেওয়া হযেছে। পাঁচজনের বেশি সমর্থক সঙ্গে রাখাও নিষিদ্ধ করা হয়েছে।
এবারের জকসু মনোনয়নপত্রের মূল্য ৩০০ টাকা এবং হল শিক্ষার্থী সংসদের জন্য ২৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।
ঢাকা/লিমন/মেহেদী
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
কুষ্টিয়া-১ আসনে এনসিপির মনোনয়নপত্র কিনেছেন নুসরাত তাবাসসুম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী হতে মনোনয়নপত্র কিনেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম। গতকাল বৃহস্পতিবার রাতে কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের জন্য তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন।
আজ শুক্রবার সকালে প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করে নুসরাত তাবাসসুম বলেন, ‘কুষ্টিয়া-১ আসনে দলীয় প্রার্থী হতে মনোনয়নপত্র কিনেছি। আমি একাই কিনেছি (মনোনয়নপত্র)। তাই সেখানে আমিই প্রার্থী হতে যাচ্ছি।’
সকাল সাড়ে ১০টার দিকে নিজের ফেসবুক পেজে মনোনয়নপত্র কেনার তিনটি ছবি পোস্ট করে নুসরাত তাবাসসুম লেখেন, ‘সকাল সকাল একটি খবর আপনাদের জানাই। আমি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে কুষ্টিয়া-১ আসনে শাপলা কলি মার্কার নমিনেশন নিয়েছি। গত সাত–আট বছর সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত আমি, এর মধ্যে মাত্র এক বছর জাতীয় রাজনীতিতে।’
নুসরাত তাবাসসুম আরও লেখেন, ‘আমার অসংখ্য সীমাবদ্ধতা। তা সত্ত্বেও অনেক চিন্তাভাবনার পর এই সিদ্ধান্ত নিয়েছি। আমি জানি আমি দেশকে, আমার জনপদকে কী দিতে পারব। শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া আর সমর্থন চাই। আমরা যারা এখানে এসেছিলাম একটা স্বপ্ন নিয়ে, আমরা যারা দিনের পর দিন রাস্তাকে ঘরবাড়ি বানিয়ে নিয়মিত মরে মরে টিকে গেছি, আমরা যারা স্বৈরাচারের বিরুদ্ধে হাতে হাত, কাঁধে কাঁধ মিলিয়েছি—সেই সব সহযোগী, সহমর্মী, সহযোদ্ধাদের কাছে দিকনির্দেশনা চাই। সবাই দোয়ায় রাখবেন আমার জন্য।’
কুষ্টিয়া-১ আসনে বিএনপির তিনবারের সাবেক সংসদ সদস্য রেজা আহমেদ ইতিমধ্যে দলীয় মনোনয়ন পেয়েছেন। সেখানে আপনি নবীনÑএ ব্যাপারে জানতে চাইলে মুঠোফোনে নুসরাত তাবাসসুম প্রথম আলোকে বলেন, ‘তাঁদের প্রতি সম্মান এবং শুভকামনা রেখেই বলছি, তাঁরা বর্ষীয়ান রাজনীতিবিদ। এলাকার জন্য অনেক কিছু করেছেন। আমি বিশ্বাস করি, নতুন দিনের চেতনা এবং জুলাই বিপ্লবের যে চেতনায় উজ্জীবিত হয়েছি, আমি আমার জনপদকে অনেক ভালো কিছু দিতে পারব। অবশ্য ভোটের মাঠের লড়াইটা জনগণের হাতে সিদ্ধান্ত ছেড়ে দিতে চাইছি। তারা কি আমাদের বর্ষীয়ান নেতা—বহু পুরোনো চিন্তাভাবনাকে তাদের প্রতিনিধি হিসেবে দেখতে চান, নাকি তরুণ মুখ খুঁজছেন—তা জনগণের হাতে ছেড়ে দিতে চাই।’